X
বুধবার, ০১ মে ২০২৪
১৮ বৈশাখ ১৪৩১

সংসদের দ্বিতীয় অধিবেশন বসছে বুধবার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ এপ্রিল ২০১৯, ১৭:২১আপডেট : ২৩ এপ্রিল ২০১৯, ১৭:২৪

সংসদ অধিবেশন

একাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন বসছে বুধবার (২৪ এপ্রিল)। ওইদিন  বিকাল পাঁচটায় অধিবেশন শুরু হবে। এর আগে বিকাল চারটায় অনুষ্ঠেয় সংসদের কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে দ্বিতীয় অধিবেশনের মেয়াদকাল চূড়ান্ত হবে। সাংবিধানিক বাধ্যবাধকতার এই অধিবেশন পাঁচ কার্যদিবসের মতো চলতে পারে বলে সংসদ সচিবালয়ের কর্মকর্তারা জানিয়েছেন।

অধিবেশনের প্রথম দিনের কার্যসূচি থেকে জানা গেছে, বৈঠকের শুরুতেই সভাপতিমণ্ডলীর মনোনয়ন, শোকপ্রস্তাব গ্রহণ ও প্রশ্নোত্তর অনুষ্ঠিত হবে। বুধবার প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর ছাড়াও তথ্য, শিল্প এবং বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হবে।

এছাড়া, এদিনে জণপ্রশাসন প্রতিমন্ত্রী বাংলাদেশ কর্ম কমিশনের (বিপিএসসি) ২০১৮ সালের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করবেন।

প্রথম দিনের অধিবেশনে কোনও আইন  প্রণয়ন হবে না। তবে, তিনটি বিলের বিষয়ে সংসদীয় কমিটির রিপোর্ট উপস্থাপন করা হবে। বিলগুলো হলো— বীমা করপোরেশন বিল, সমাজকল্যাণ পরিষদ বিল ও উদ্ভিদের জাত সংরক্ষণ বিল।

এর আগে গত ৩ এপ্রিল রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তার সাংবিধানিক ক্ষমতা বলে এ অধিবেশন আহ্বান করেন।

একাদশ সংসদের প্রথম অধিবেশন গত ৩০ জানুয়ারি শুরু হয়। ২৬ কার্যদিবস চলা ওই অধিবেশন শেষ হয় গত ১১ মার্চ। সংবিধান অনুযায়ী, একটি অধিবেশন শেষ হওয়ার পর ৬০ দিনের মধ্যে আরেকটি অধিবেশন আহ্বানের বাধ্যবাধকতা রয়েছে। এজন্যই জুনে বাজেট অধিবেশন শুরুর আগে নিয়ম রক্ষার্থে এই অধিবেশন ডাকা হয়েছে।

/ইএইচএস/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সরকারের সব উন্নয়ন-অগ্রগতি শ্রমিকদের মাধ্যমেই: হানিফ
সরকারের সব উন্নয়ন-অগ্রগতি শ্রমিকদের মাধ্যমেই: হানিফ
হংকংয়ে টানা ১০ হাজার বজ্রাঘাত
হংকংয়ে টানা ১০ হাজার বজ্রাঘাত
বিরোধ উপাচার্যের সঙ্গে শিক্ষকদের: আমরা কেন হল ছাড়বো, প্রশ্ন শিক্ষার্থীদের
কুমিল্লা বিশ্ববিদ্যালয় ও হল বন্ধের প্রতিবাদবিরোধ উপাচার্যের সঙ্গে শিক্ষকদের: আমরা কেন হল ছাড়বো, প্রশ্ন শিক্ষার্থীদের
প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনের সময় পেছালো
প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনের সময় পেছালো
সর্বাধিক পঠিত
চকরিয়ার সেই সমাজসেবা কর্মকর্তা ও অফিস সহকারী বরখাস্ত
চকরিয়ার সেই সমাজসেবা কর্মকর্তা ও অফিস সহকারী বরখাস্ত
সাতক্ষীরার ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড 
সাতক্ষীরার ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড 
কালবৈশাখী ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টিতে ভেঙেছে ঘরবাড়ি, ধানের ক্ষতি
কালবৈশাখী ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টিতে ভেঙেছে ঘরবাড়ি, ধানের ক্ষতি
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
‘মানুষের কত ফ্রেন্ড, কাউকে পাশে পাইলে আমার এমন মৃত্যু হইতো না’
‘মানুষের কত ফ্রেন্ড, কাউকে পাশে পাইলে আমার এমন মৃত্যু হইতো না’