X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

পূর্ণ সচিবের দায়িত্ব পেলেন ১১ কর্মকর্তা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ মে ২০১৯, ১৮:৫৫আপডেট : ২৭ মে ২০১৯, ১৮:৫৭

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

পূর্ণ সচিবের দায়িত্ব পেয়েছেন সরকারের ১১ জন শীর্ষ কর্মকর্তা। এই কর্মকর্তাদের অনেকেই এতদিন সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ে ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। আবার কেউ কেউ সচিবের পদমর্যাদায় বিভিন্ন মন্ত্রণালয়ের অধীনস্ত বিভাগ ও সংস্থার প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেন। ভারপ্রাপ্ত সচিব পদমর্যাদায় থাকা এই ১১ কর্মকর্তাকে পূর্ণ সচিব হিসেবে পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিভাগ রবিবার (২৬ মে) রাতে এ আদেশ জারি করে।

পদোন্নতি পাওয়া কর্মকর্তারা হলেন, ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. মাকছুদুর রহমান পাটওয়ারী, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব এস এম আরিফুর রহমান, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের ভারপ্রাপ্ত সচিব মুনশী শাহাবুদ্দীন আহমেদ। 

একইসঙ্গে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের ভারপ্রাপ্ত সচিব মনোয়ার আহমেদ ও  সরকারি কর্ম কমিশনের ভারপ্রাপ্ত সচিব ও এন সিদ্দীকা খানমকে নিজ নিজ দফতরে সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এছাড়া বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. মিজানুর রহমান, বাংলাদেশ ট্যারিফ কমিশনের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত সচিব) জ্যোতির্ময় দত্ত এবং বিসিএস প্রশাসন একাডেমির রেক্টর (ভারপ্রাপ্ত সচিব) কাজী রওশন আক্তার জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমির মহাপরিচালক (ভারপ্রাপ্ত সচিব) মো. আবুল কাশেম, বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের ভারপ্রাপ্ত সচিব আবুল মনসুর মো. ফয়েজউল্লাহ, বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের মহাপরিচালক (ভারপ্রাপ্ত সচিব) সত্যব্রত সাহাকে সচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে।

সরকারি চাকরির নীতিমালা অনুযায়ী পদোন্নতির পর প্রথমই নতুন সচিবদের জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। পরবর্তীতে পৃথক পৃথক প্রজ্ঞাপনে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের আগের দফতরেই সচিব পদে দায়িত্ব দেওয়া হয়েছে।

 

/এসআই/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গাজায় নিহত সাংবাদিকের সংখ্যা বেড়ে ১৪১
গাজায় নিহত সাংবাদিকের সংখ্যা বেড়ে ১৪১
উদ্বোধক মেরিল স্ট্রিপ, পাচ্ছেন স্বর্ণপাম
কান উৎসব ২০২৪উদ্বোধক মেরিল স্ট্রিপ, পাচ্ছেন স্বর্ণপাম
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ২৯
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ২৯
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ