X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

সব আলোচিত মামলার বিচার দ্রুত শেষ হবে: আইনমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জুলাই ২০১৯, ১৪:৩৮আপডেট : ০১ জুলাই ২০১৯, ১৫:০৮

আইনমন্ত্রী আনিসুল হক

গুলশানে হলি আর্টিজানে হামলা, সড়ক দুর্ঘটনায় শহীদ রমিজ উদ্দিন কলেজের দুই ছাত্র নিহতের ঘটনা, ফেনীর নুসরাত হত্যার মামলাসহ সব আলোচিত মামলার বিচার দ্রুত শেষ করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

সোমবার (১ জুলাই) রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে বিচার বিভাগীয় কর্মকর্তাদের ১৪২তম প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

গুলশানের হলি আর্টিজান মামলার বিষয়ে জানতে চাওয়া হলে আনিসুল হক বলেন, ‘প্রধানমন্ত্রী জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। সেই ঘটনা ঘটে যাওয়ার পরে এই মামলার বিচারকাজ ও তদন্ত দ্রুত করার চেষ্টা হয়েছে, সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করে। আমি মনে করি, এখন যখন বিচারকাজ চলছে, বিজ্ঞ আদালত দেখবেন কতজন সাক্ষী নিলে এই মামলা প্রমাণে যথেষ্ট হবে। এই মামলা দ্রুত শেষ করতে প্রসিকিউটরের ইচ্ছা বিজ্ঞ আদালতও হয়তো বিষয়টি অনুধাবন করবেন। এ মামলা নিয়ে অন্য কিছু বলতে চাই না। তাহলে আবার বিচারাধীন বিষয়ে কথা বলা হয়ে যাবে।’

হলি আর্টিজান মামলা ছাড়াও আলোচিত মামলার বিচার প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘সরকার এই বিষয়গুলোকে অত্যন্ত গুরুত্বসহকারে দেখে। সেজন্য হলি আর্টিজানের মামলা, শহীদ রমিজ উদ্দিনের দুই শিক্ষার্থী নিহতের মামলা, নুসরাত হত্যার মামলা চলছে। এসব ঘটনা বিচারের বাইরে না চলে যায় এবং এসব বিষয় বা ঘটনাগুলো যতক্ষণ পর্যন্ত মানুষের মনে আছে, সেই মনে থাকার সময়েই এদেরকে দৃষ্টান্তমূলক সাজা দেওয়া যায়। সেটার দিকে নজর রাখি।’

আরেক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘শিগগিরই রাষ্ট্রের আইন কর্মকর্তা হিসেবে ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ দেওয়া হবে। এক্ষেত্রে নতুনরা বেশি প্রাধান্য পাবেন। ২০০৯ সাল থেকে আজ পর্যন্ত যারা দীর্ঘ দিন ধরে ডেপুটি এবং সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে আছেন, আমি তাদের পদত্যাগ করতে বলেছি। তার কারণ হলো, প্রধানমন্ত্রী চান সবক্ষেত্রে নতুন মুখ এবং নতুনদের সুযোগ দেওয়া হোক। ঠিক তারই ধারাবাহিকতায় আমি তাদের পদত্যাগপত্র চেয়েছিলাম।’

মন্ত্রী বলেন, ‘আমার কাছে এ পর্যন্ত ৮৭ জন পদত্যাগপত্র পৌঁছে দিয়েছেন। আর যারা পদত্যাগ করেন নাই, ২০০৭ সাল থেকে শুরু করে আজ পর্যন্ত যারা আছেন, তাদের মধ্য থেকে দুই-চার জন যদি যোগ্যতায় টিকে যান, টিকে যাবেন। তাছাড়া নতুন করে খুব শিগগিরই নিয়োগ দেওয়া হবে।’

এর আগে যুগ্ম জেলা ও দায়রা জজ এবং সমপর্যায়ের বিচার বিভাগীয় কর্মকর্তাদের ১৪২তম প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন আইনমন্ত্রী আনিসুল হক। প্রতিষ্ঠানটির মহাপরিচালক সাবেক বিচারপতি খন্দকার মুসা খালেদের সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য রাখেন আইন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক।

/বিআই/এপিএইচ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঘরের মাঠে পিএসজিকে হারিয়ে এগিয়ে থাকলো ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালঘরের মাঠে পিএসজিকে হারিয়ে এগিয়ে থাকলো ডর্টমুন্ড
ইজিবাইক ছিনতাইয়ের সময় স্থানীয়দের পিটুনিতে একজনের মৃত্যু
ইজিবাইক ছিনতাইয়ের সময় স্থানীয়দের পিটুনিতে একজনের মৃত্যু
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শ্রমিকরাও অংশীদার হবে: এমপি কামাল
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শ্রমিকরাও অংশীদার হবে: এমপি কামাল
মোস্তাফিজের শেষ ম্যাচে চেন্নাইয়ের হার
মোস্তাফিজের শেষ ম্যাচে চেন্নাইয়ের হার
সর্বাধিক পঠিত
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!