X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

জনগণকে উন্নত জীবন দেওয়াই আমার একমাত্র কাজ: প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৮ জুলাই ২০১৯, ০৮:২৫আপডেট : ০৮ জুলাই ২০১৯, ০৮:৩০

প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ফাইল ফটো)

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তার একমাত্র কাজ হচ্ছে বাংলাদেশকে একটি টেকসই দেশ হিসেবে গড়ে তোলা এবং এদেশের জনগণকে উন্নত জীবন প্রদান করা।

বেইজিংয়ে চীনের সিজিটিএন চ্যানেলের প্রতিবেদক লিউ ইয়াংকে গত বুধবার (৩ জুলাই) দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘একমাত্র আমার বোন ছাড়া আমি পরিবারের সবাইকে হারিয়েছি। কিন্তু জনগণ এখন আমার প্রকৃত পরিবার। তারা আমার খুব ঘনিষ্ঠ। তাই আমি মনে করি, আমার একমাত্র কাজ হচ্ছে জনগণকে উন্নত জীবন প্রদান করা। দারিদ্র্য ও ক্ষুধামুক্ত সমৃদ্ধ জীবন প্রদান করা।’

তিনি বলেন, ‘আমার লক্ষ্য হচ্ছে আমার পিতার স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়নে বাংলাদেশকে একটি টেকসই দেশ হিসেবে গড়ে তোলা।’

১-৬ জুলাই চীনে দ্বিপক্ষীয় সফরকালে প্রধানমন্ত্রী সিজিটিএনকে (চাইনিজ গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্ক) এ সাক্ষাৎকার দেন।

রিপোর্টার যখন প্রধানমন্ত্রীকে বলেন, ‘আপনি তো বাংলাদেশে খুবই জনপ্রিয় এবং আপনি একজন ক্ষমতাধর নারী।’ প্রধানমন্ত্রীর বিনয়ী জবাব, ‘আমি অনুভব করি আমাকে জনগণের সেবা করতে হবে। অবশ্যই তারা আমাকে ভালোবাসে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘আমার বাবা কী করতে চেয়েছিলেন, তা যখনই ভাবি তখনই আমি তার ডায়েরি পড়ি। এটি আমার অনুপ্রেরণা। আমার বাবা সব সময় জনগণের কথা ভাবতেন। কারণ, তারা ছিল খুবই গরিব। দেশের ৯০ ভাগ মানুষ দারিদ্র্যতার মধ্যে বসবাস করতো। আমার বাবা এসব মানুষের জন্য নিজেকে উৎসর্গ করেছিলেন।’

তিনি আরও বলেন, ‘আমার বাবা জানতেন কীভাবে জনগণ ভোগান্তির শিকার হচ্ছে। আমাদের শৈশব থেকেই তিনি সব সময় আমাদের বলতেন, জনগণ ভোগান্তির শিকার হচ্ছে এবং তিনি তাদেরকে উন্নত জীবন প্রদান করতে চান। আমরা তার কাছ থেকে দেশ ও জনগণকে ভালোবাসতে এবং দায়িত্বশীলতা শিখেছি।’

শেখ হাসিনা বলেন, ‘বঙ্গবন্ধু জনগণের জন্য কাজ করতে এবং তাদের জন্য নিজেকে উৎসর্গ করতে বলতেন। ‘আপনি যখন কিছু করেন এবং জনগণ এতে সন্তুষ্ট হয় তখন সেটি আসলে গুরুত্বপূর্ণ। চীন সেটা দেখিয়েছে। আমি এখানে এসে খুবই আনন্দিত। চীনের জনগণকে আমি অভিনন্দন জানাই।’

সদ্য সমাপ্ত ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরামের (ডব্লিউইএফ) বার্ষিক বৈঠক সম্পর্কে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘আমি মনে করি, বর্তমান সময়ে এ কর্মসূচি ফলপ্রসূ হয়েছে। আমাদের ব্যবসায়ী সম্প্রদায় আমার সঙ্গে এখানে এসেছে। আমি জানতে পেরেছি তারা বেশ কিছু নতুন ধারণা পেয়েছে।’ এখন পৃথিবীটা গ্লোবাল ভিলেজ তথা পরস্পরের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত একটি গ্রামে পরিণত হয়েছে। এখানে কেউ একা চলতে পারে না। আমাদের জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণ আর জীবনমান উন্নয়ন করতে আমি সব সময় আঞ্চলিক সংযোগকে গুরুত্ব দিয়ে থাকি।’

সাক্ষাৎকারের চুম্বক অংশ

লিউ ইয়াং:পুনর্নির্বাচিত হওয়ার পর এটি আপনার প্রথম চীন সফর। এ সফর থেকে আপনি কী প্রত্যাশা করেন?

শেখ হাসিনা:আপনি জানেন চীনের সঙ্গে আমাদের চমৎকার সম্পর্ক রয়েছে। সেজন্যই আমি চীন সফরের চিন্তা-ভাবনা করি। ১৯৯৬ সালে আমার প্রথম মেয়াদেই আমি চীন সফর করি। সেটি ছিল চীনে আমার প্রথম সরকারি সফর। আমার বাবা ১৯৫২ ও ১৯৫৭ সালে চীন সফর করেন। এখন আমি এখানে এবং খুবই আনন্দিত। চীন আমাদের বন্ধু দেশ। আমাকে আমন্ত্রণ জানানোর জন্য চীনের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি।

লিউ ইয়াং: আমরা জানি বাংলাদেশে অবকাঠামো খাতে চীন ব্যাপক বিনিয়োগ করেছে। অবকাঠামোর পাশাপাশি চীন ও বাংলাদেশের মধ্যে অন্যান্য খাতে বিশেষ করে বেল্ট ও রোড ফ্রেমওয়ার্কের অধীনে কি সহযোগিতা হতে পারে?

শেখ হাসিনা: আমি মনে করি, যোগাযোগ ব্যবস্থা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের সব প্রতিবেশী দেশের মধ্যে যোগাযোগ ব্যবস্থা দরকার। চীন সত্যিই আমাদের সঙ্গে সহযোগিতা করছে। চীনের অনেক কোম্পানি আমাদের বহু গুরুত্বপূর্ণ প্রকল্পে নির্মাণ কাজ চালাচ্ছে। আপনি জানেন, আমরা বাংলাদেশ-চীন-ভারত-মিয়ানমারকে নিয়ে অর্থনৈতিক করিডোরে চুক্তি স্বাক্ষর করেছি। এ করিডোর আমাদের ব্যবসা-বাণিজ্য ও যোগাযোগের দরজা উন্মুক্ত করে দেবে। পাশাপাশি ট্রান্স এশিয়ান হাইওয়ে ও রেল যোগাযোগের উন্নয়নেও সহায়ক হবে।

লিউ ইয়াং: আপনি চীনের গত ৭০ বছরের উন্নয়নের মূল্যায়ন কীভাবে করেন? এশিয়া ও বাকি বিশ্বে চীনের সফলতা সম্পর্কে আপনি কী মনে করেন?

শেখ হাসিনা: আমাদের একটি প্রতিবেশী দেশ উন্নত হলে অন্যান্য প্রতিবেশীরাও এর ফলাফল পায়। আমার প্রতিবেশী অনেক উন্নত হলে আমরা তাদের কাছ থেকে শিক্ষা নিতে পারি। পাশাপাশি এক সঙ্গে কাজও করতে পারি। সত্যি বলতে কী চীন ৭০ বছর আগে পুনর্জন্ম লাভ করে। সে সময় কী পরিস্থিতি ছিল আপনি কল্পনাও করতে পারবেন না। কিন্তু এ স্বল্প সময়ের মধ্যে চীন ব্যাপক উন্নয়ন করেছে। বর্তমানে চীন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি। সুতরাং আপনি এ ব্যাপারে গর্ব করতে পারেন।

আরেক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আমার বাবা জনগণের স্বার্থে নিজেকে উৎসর্গ করেন। আমরা তার কাছ থেকে দেশ ও জনগণকে ভালোবাসতে এবং দায়িত্বশীলতা শিখেছি।’ ২০০৯-২০১৯ এই ১০ বছরে বাংলাদেশকে আমরা পরিবর্তন করেছি। চীনই আমাদেরকে উন্নয়নের এই পথ দেখিয়েছে। তাই আমি এ অর্জনের জন্য আবারও অভিনন্দন জানাচ্ছি। বাসস

/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বালুবাহী বলগেট থেকে নদীতে পড়ে শ্রমিক নিখোঁজ
বালুবাহী বলগেট থেকে নদীতে পড়ে শ্রমিক নিখোঁজ
পিনাকীসহ দুজনের বিরুদ্ধে অভিযোগপত্র, মুশফিককে অব্যাহতি
পিনাকীসহ দুজনের বিরুদ্ধে অভিযোগপত্র, মুশফিককে অব্যাহতি
৪৮ ঘণ্টার ধর্মঘটে বান্দরবানে দূরপাল্লার যান চলাচল বন্ধ
৪৮ ঘণ্টার ধর্মঘটে বান্দরবানে দূরপাল্লার যান চলাচল বন্ধ
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বৃদ্ধির পূর্বাভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বৃদ্ধির পূর্বাভাস
সর্বাধিক পঠিত
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
মিয়ানমারে গিয়ে সেনা ট্রেনিং নিলেন ২ রোহিঙ্গা, বাংলাদেশে ঢুকলেন বুলেট নিয়ে
মিয়ানমারে গিয়ে সেনা ট্রেনিং নিলেন ২ রোহিঙ্গা, বাংলাদেশে ঢুকলেন বুলেট নিয়ে