X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৭ বৈশাখ ১৪৩১

মেননের বিষয়টি তদন্তাধীন, তাই মন্তব্য করতে চাই না: তথ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ অক্টোবর ২০১৯, ১৯:৩৭আপডেট : ২০ অক্টোবর ২০১৯, ২১:১৪

কর্মশালা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবা দিচ্ছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ মেননের ক্যাসিনো সংশ্লিষ্টতা নিয়ে এখনই কোনও  মন্তব্য করবেন না বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন,  ‘কয়েকটি পত্রিকার অনলাইন ভার্সনে বিষয়টি দেখেছি। তবে বিষয়টি তদন্তাধীন। তদন্তাধীন বিষয় নিয়ে আমি কোনও মন্তব্য করতে চাই না।’ রবিবার (২০ অক্টোবর) দুপুরে রাজধানীর কাকরাইলে নবনির্মিত তথ্য ভবন মিলনায়তনে গণযোগাযোগ অধিদফতর আয়োজিত জেলা তথ্য অফিসারদের এক কর্মশালা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

যারা ক্যাসিনো পরিচালনা করতেন, তাদেরই ধরা হয়েছে মন্তব্য করে তথ্যমন্ত্রী বলেন, ‘সবাই দুর্নীতিবাজ। ক্যাসিনো অবৈধ। বড় বড় যারা, সেই রাঘববোয়ালদেরই ধরা হয়েছে। এখন আরও অনেকের নাম আসছে। যারা অভিযোগগুলো করছেন, বড় বড় কথা বলছেন, তাদের নামও আসছে। এটি চলমান আছে। প্রধানমন্ত্রী দেশকে পরিশুদ্ধ করার জন্য, দেশ থেকে সব ধরনের অনিয়ম দূর করার জন্য পদক্ষেপ নিয়েছেন। ধীরে ধীরে দায়ী সবার বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে।’

জাতীয় ঐক্যফ্রন্টের আন্দোলন প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, ‘আমরা চাই রাজপথ ও সংসদে শক্তিশালী বিরোধী দল থাকুক। কিন্তু বিষয়টা হচ্ছে, তারা এসব সভা-সমাবেশ করে জনগণের কোনও সাড়া পাচ্ছেন না। কোনও ইস্যু খুঁজে পাচ্ছেন না। ছাত্র ও অন্যান্য ইস্যু নিয়ে খড়কুটো আঁকড়ে ধরে তারা রাজনীতির মাঠে সরগরম থাকার চেষ্টা করছেন। কিন্তু জনগণের কোনও সাড়া না পেলেও তারা যে মাঠে নামার চেষ্টা করছেন, এজন্য তাদের ধন্যবাদ।’

এক প্রশ্নের জবাবে হাছান মাহমুদ বলেন, ‘জনগণের ম্যান্ডেট নিয়ে পর পর তিনবার আমরা নির্বাচিত হয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালনের সুয়োগ পেয়েছি। বিএনপি তো ২০০৮ সালের নির্বাচনের পর থেকেই বলে আসছে, দেশ পরিচালনায় সরকারের কোনও নৈতিক অধিকার নেই। বিএনপির এটি কোনও নতুন কথা নয়, এটি পুরনো বুলি। পুরনো ঢোলই তারা বাজাচ্ছে, এই ঢোল আমরা গত ১১ বছর থেকে শুনে আসছি।’

জেলা তথ্য অফিসারদের উদ্দেশে তথ্যমন্ত্রী বলেন, ‘তথ্য মন্ত্রণালয়ের কাজ হচ্ছে সরকারের সঙ্গে জনগণের সেতুবন্ধন রচনা করা, দেশ ও জাতির প্রয়োজনে একটি ন্যায়ভিত্তিক, জ্ঞানভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য সমাজকে উদ্বুদ্ধ করা। সেই লক্ষ্যেই গণযোগাযোগ অধিদফতর দীর্ঘদিন ধরে কাজ করছে। গত ১০ বছরে প্রচার প্রচারণার ক্যানভাস অনেক পরিবতির্ত হয়ে গেছে। পুরনো ধাঁচের প্রচার কার্যক্রম বদলে আধুনিক যুগোপযোগী, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে, সামাজিক যোগাযোগমাধ্যমকে সঙ্গে নিয়ে সমন্বিত প্রচার কার্যক্রম পরিচালনা করার সময় এসেছে।’

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান. তথ্য সচিব আবদুল মালেক, গণযোগাযোগ অধিদফতরের মহাপরিচালক মো. জাকির হোসেন প্রমুখ।

/এমএনএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে মরে যাচ্ছে শাকসবজি গাছ, উৎপাদন নিয়ে শঙ্কা চাষিদের
গরমে মরে যাচ্ছে শাকসবজি গাছ, উৎপাদন নিয়ে শঙ্কা চাষিদের
টিভিতে আজকের খেলা (৩০ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (৩০ এপ্রিল, ২০২৪)
রাজশাহীতে গরমে নাকাল প্রাণিকুল, মারা যাচ্ছে পাখি
রাজশাহীতে গরমে নাকাল প্রাণিকুল, মারা যাচ্ছে পাখি
দুর্নীতির অভিযোগে ইসলামপুর পৌর মেয়র বরখাস্ত
দুর্নীতির অভিযোগে ইসলামপুর পৌর মেয়র বরখাস্ত
সর্বাধিক পঠিত
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়