X
বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

কাঁথা-বালিশ নিয়ে ভিসির বাসভবনের সামনে ঢাবি শিক্ষার্থীরা

ঢাবি প্রতিনিধি
২৯ অক্টোবর ২০১৯, ১১:৫৬আপডেট : ২৯ অক্টোবর ২০১৯, ১২:২৪

কাঁথা-বালিশ নিয়ে ভিসির বাসভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) গণরুম সমস্যা সমাধানে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের বাসভবনে প্রবেশ করতে পারেননি শিক্ষার্থীরা। মঙ্গলবার (২৯ অক্টোবর) সকাল ১০টার দিকে ভিসির বাংলোর সামনে জড়ো হয়ে ভেতরে প্রবেশ করতে চাইলে প্রক্টরিয়াল টিমের সদস্যরা বাধা দেন। পরে কাঁথা, বালিশ, কম্বল নিয়ে ভিসির বাসভবনের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা।

বিক্ষোভকারীদের হাতে ‘থাকার জন্য জায়গা চাই, গণরুমে ঠাঁই নাই’, ‘আবাসন সংকট সমাধান করতে হবে’, ‘আমরা এখন চুপসে গেছি’, ‘গণরুমের বঞ্চনা মানি না মানবো না’, ‘আমার কেন সিট নাই, প্রশাসন জবাব চাই’ লেখা সম্বলিত প্ল্যাকার্ড ছিল।

ভিসির বাসভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান

ডাকসুর সদস্য তানভীর হাসান সৈকত বলেন, ‘আমরা ডাকসু নেতারা নির্বাচনের সময় গণরুম সমস্যা সমাধানের কথা বলেছিলাম শিক্ষার্থীদের। এখন পর্যন্ত এ সমস্যা সমাধানে প্রশাসনের দৃশ্যমান কোনও পদক্ষেপ দেখিনি। আগেই উপাচার্যকে ১৫ কার্যদিবসের মধ্যে সমস্যা সমাধানের আল্টিমেটাম দিয়েছিলাম। সোমবার আল্টিমেটাম শেষ হয়েছে। তাই উপাচার্যের বাসভবনে প্রবেশের জন্য এখানে আসলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের সদস্যরা আমাদের বাধা দেয়।’

ভিসির বাসভবনের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সকাল ১০টার দিকে ঘটনাস্থলে আসেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসান। তিনি বলেন, ‘আমরা এমনিতে দেখতে এসেছি। এ বিষয়ে যা বলা প্রয়োজন বিশ্ববিদ্যালয়ের স্যাররা বলবেন।’

কাঁথা-বালিশ নিয়ে ভিসির বাসভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান

সহকারী প্রক্টর আবদুর রহিম বলেন, ‘এটা তো একদিনে সমাধান করা যাবে না। শিক্ষার্থীরা দাবি জানাতেই পারে। আমি তাদের সঙ্গে কথা বলেছি। কিন্তু আমার কথা তারা শোনেনি। উপাচার্যের সঙ্গে সরাসরি কথা বলতে চাচ্ছে। স্যার একটি প্রোগ্রামে আছেন। আমরা স্যারের সঙ্গে কথা বলার চেষ্টা করছি।’

/এসটি/এমএমজে/
সম্পর্কিত
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
সব শিক্ষা প্রতিষ্ঠানে দুই কবির জন্মবার্ষিকী পালনের নির্দেশ
সেন্ট জোসেফ স্কুলে তিন দিনব্যাপী লিট ফেস্টিভ্যাল শুরু
সর্বশেষ খবর
কিশোরগঞ্জের তিন উপজেলায় বিজয়ী হলেন যারা
কিশোরগঞ্জের তিন উপজেলায় বিজয়ী হলেন যারা
কদমতলীতে গলায় ফাঁস লেগে দশ বছরের শিশুর মৃত্যু
কদমতলীতে গলায় ফাঁস লেগে দশ বছরের শিশুর মৃত্যু
জাতীয় রবীন্দ্রসংগীত উৎসব শুরু আজ থেকে
জাতীয় রবীন্দ্রসংগীত উৎসব শুরু আজ থেকে
আজিজ মোহাম্মদসহ ৯ জনের মৃত্যুদণ্ড চায় রাষ্ট্রপক্ষ, খালাসের দাবি আসামিপক্ষের
চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যাআজিজ মোহাম্মদসহ ৯ জনের মৃত্যুদণ্ড চায় রাষ্ট্রপক্ষ, খালাসের দাবি আসামিপক্ষের
সর্বাধিক পঠিত
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
‘চুন্নু স্বৈরাচারের দোসর’, বললেন ব্যারিস্টার সুমন
‘চুন্নু স্বৈরাচারের দোসর’, বললেন ব্যারিস্টার সুমন
এক লাফে ডলারের দাম বাড়লো ৭ টাকা
এক লাফে ডলারের দাম বাড়লো ৭ টাকা
ইউক্রেনে সেনা পাঠানোর ইস্যুতে ন্যাটোকে রাশিয়ার সতর্কতা
ইউক্রেনে সেনা পাঠানোর ইস্যুতে ন্যাটোকে রাশিয়ার সতর্কতা
ইউক্রেনে পাঠালে ফরাসি সেনাদের নিশানা করার হুমকি রাশিয়ার
ইউক্রেনে পাঠালে ফরাসি সেনাদের নিশানা করার হুমকি রাশিয়ার