X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

মেডিক্যালে বিদেশি শিক্ষার্থী ভর্তি প্রক্রিয়া চলমান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ জানুয়ারি ২০২০, ২০:১৫আপডেট : ১৩ জানুয়ারি ২০২০, ০০:০৩

পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মাদ শাহরিয়ার আলম ‘বাংলাদেশের বিভিন্ন মেডিক্যালে পড়তে আসা বিদেশি শিক্ষার্থীদের ভিসা দেওয়া হচ্ছে না’—এমন তথ্য বানোয়াট বলে উল্লেখ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম শাহরিয়ার আলম । রবিবার (১২ জানুয়ারি) তার ফেসবুক পোস্টে এ কথা উল্লেখ করেন তিনি। স্ট্যাটাসে তিনি জানান, ২০১৯-২০ সালের ভর্তি প্রক্রিয়া চলমান রয়েছে।

শাহরিয়ার আলম বলেন, বাংলাদেশে আসতে ইচ্ছুক বিদেশি শিক্ষার্থীদের ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয় ও সরকার সবসময় যত্নবান। ভারতসহ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে যেসব শিক্ষার্থী বাংলাদেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে, বিশেষ করে সরকারি ও বেসরকারি মেডিক্যাল কলেজে অধ্যয়নের জন্য আসেন, তাদের ভর্তি, ভিসা সহজ করা এবং নিরাপত্তার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং বিভিন্ন নিরাপত্তা বাহিনী সব ধরনের সহযোগিতা দেয়। ২০১৯-২০ সালের ভর্তি প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে। বিভিন্ন দেশ থেকে পাওয়া আবেদনপত্র বর্তমানে যাচাই-বাছাই ও মার্কস সমতাকরণসহ অন্যান্য কার্যক্রম চলছে।

তিনি আরও বলেন, সম্প্রতি কিছু অসাধু ব্যক্তি /প্রতিষ্ঠান মেডিকেল শিক্ষার্থীদের ভিসা প্রাপ্তির বিষয়ে বানোয়াট ও দুরভিসন্ধিমূলক প্রচারণা চালাচ্ছে। এ ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য সবাইকে অনুরোধ করা যাচ্ছে। তিনি আরও জানান, যাচাই-বাছাই সাপেক্ষে আগামী ৩১ জানুয়ারি নাগাদ বিদেশি শিক্ষার্থীদের মেডিক্যাল ভর্তির প্রক্রিয়া শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে। ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরই কেবল ভিসা প্রক্রিয়া শুরু করা হয়ে থাকে।

/এসও/এমআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সুঁই-সুতোয় ‘স্বপ্ন বুনছেন’ ভোলার আমেনা খানম
সুঁই-সুতোয় ‘স্বপ্ন বুনছেন’ ভোলার আমেনা খানম
ভিজিএফের চাল না পাওয়া উপকারভোগীদের মানববন্ধনে হামলা
ভিজিএফের চাল না পাওয়া উপকারভোগীদের মানববন্ধনে হামলা
রাফাহ শহরে নতুন করে  ইসরায়েলি হামলায় ১৩ ফিলিস্তিনি নিহত
রাফাহ শহরে নতুন করে ইসরায়েলি হামলায় ১৩ ফিলিস্তিনি নিহত
টিভিতে আজকের খেলা (২৯ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৯ এপ্রিল, ২০২৪)
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ