X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

‘ঢাকার নদীগুলো দূষণমুক্ত রাখতে মহাপরিকল্পনা করা হয়েছে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ জানুয়ারি ২০২০, ১৯:৪৬আপডেট : ১৫ জানুয়ারি ২০২০, ১৯:৪৮

‘ঢাকার নদীগুলো দূষণমুক্ত রাখতে মহাপরিকল্পনা করা হয়েছে’ ঢাকার চার পাশের নদীর পানি দূষণমুক্ত রাখতে সরকার উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম। তিনি বলেন, ‘‘ঢাকার চার পাশের নদীর পানি দূষণমুক্ত রাখতে ঢাকা ওয়াসা ইতোমধ্যে একটি  মহাপরিকল্পনা প্রণয়ন  করেছে। এরই আলোকে রাজধানীর চারপাশে চারটি ‘সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট’ নির্মাণ করা হবে।’’ বুধবার (১৫ জানুয়ারি) জাতীয় সংসদে সংরক্ষিত আসনের সদস্য সালমা ইসলামের প্রশ্নের জবাবে তিনি এই তথ্য জানান।

সংরক্ষিত আসনের লুৎফুন নেসা খানের প্রশ্নের জবাবে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, ‘ডেঙ্গু ও ম্যালেরিয়া রোগ প্রতিরোধ কার্যক্রম আছে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে  ওয়ার্ডভিত্তিক প্রতিদিন সকাল ৮টা থেকে ১১ টা পর্যন্ত মশার লার্ভা নিধনের জন্য লার্ভিসাইডিং ও বিকেলে উড়ন্ত মশানিধনের জন্য অ্যাডাল্টিসাইড কার্যক্রম চলছে। এছাড়া, প্রত্যেক ওয়ার্ডে প্রতিদিন ১৫টি হোল্ডিংয়ে এডিস মশার প্রজনন স্থল ধ্বংস করা হচ্ছে।’

স্থানীয় সরকারমন্ত্রী আরও বলেন, ‘ঢাকা উত্তর সিটি করপোরেশনের ওয়ার্ডগুলোয় মশানিধন কার্যক্রম নির্ধারিত কর্মপরিকল্পনা অনুযায়ী বছরব্যাপী পরিচালনা করা হচ্ছে। মশানিধন কার্যক্রম জোরদার করার পাশাপাশি সবপর্যায়ে জনসচেতনমূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।’

সরকারি দলের মামুনুর রশীদের প্রশ্নের জবাবে তাজুল ইসলাম বলেন, ‘বর্তমানে ঢাকা ওয়াসা রাজধানীর সব পানির পাইপ লাইন পরিবর্তন করে আধুনিক প্রযুক্তির মাধ্যমে দক্ষিণ এশিয়ার সেবা সংস্থাগুলোর মধ্যে প্রথম ডিসট্রিক্ট মিটারেড এরিয়া (ডিএমএ) পদ্ধতি চালু করেছে। এর ফলে পানির অপচয় কোথাও কোথাও শতকরা ৫-৭ ভাগ পর্যন্ত নেমে এসেছে। যা আগে ৪০ ভাগ পর্যন্ত ছিল।’

তাজুল ইসলাম বলেন, ‘এডিবির অর্থায়নে বর্তমানে শতভাগ পাইপ লাইন পরিবর্তন প্রকল্পের কাজ প্রায় শতকরা ৫০ ভাগ কাজ সম্পন্ন হয়েছে।’ বাকি কাজ চলছে বলেও তিনি জানান।

/ইএইচএস/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় আরও ৩ নেতাকে বহিষ্কার বিএনপির
উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় আরও ৩ নেতাকে বহিষ্কার বিএনপির
দায়িত্ব পালনকালে কতটা সুরক্ষা পাচ্ছেন পুলিশ সদস্যরা
পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা দিবস আজদায়িত্ব পালনকালে কতটা সুরক্ষা পাচ্ছেন পুলিশ সদস্যরা
শাহীনের বোলিংয়ে নিউজিল্যান্ডকে হারিয়ে পাকিস্তানের সিরিজ ভাগাভাগি
শাহীনের বোলিংয়ে নিউজিল্যান্ডকে হারিয়ে পাকিস্তানের সিরিজ ভাগাভাগি
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
সর্বাধিক পঠিত
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু