X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

সরকারের উন্নয়ন তুলে ধরতে বিটিভিতে মাসে ১১ ঘণ্টার অনুষ্ঠান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জানুয়ারি ২০২০, ২০:১০আপডেট : ২০ জানুয়ারি ২০২০, ২০:১৩

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের প্রচারণায় বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) নিয়মিতভাবে মাসে অন্তত ১১ ঘণ্টার ১৮টি অনুষ্ঠান প্রচার করছে। গত তিন বছর ধরে এসব অনুষ্ঠান অর্ধ-সাপ্তাহিক, সাপ্তাহিক, পাক্ষিক ও মাসিক ভিত্তিতে প্রচারিত হচ্ছে।
সোমবার (২০ জানুয়ারি) জাতীয় সংসদের প্রশ্নোত্তরে সরকার দলীয় সংসদ সদস্য মামুনুর রশীদ কিরণের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ এ তথ্য জানান। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।
তথ্যমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী সেক্টর বা খাতভিত্তিক সরকারের উন্নয়ন কর্মকাণ্ড মানুষের মধ্যে তুলে ধরতে বিটিভি যেসব অনুষ্ঠান প্রচার করছে সেগুলো হলো— নতুন জীবন (মাসের প্রথম মঙ্গলবার) ২৫ মিনিট; সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ (প্রতি রবি ও বুধবার) ১০ মিনিট; সম্ভাবনার বাংলাদেশ (মাসের প্রথম মঙ্গলবার) ২৫ মিনিট; জনপদ (দ্বিতীয় বৃহস্পতিবার) ২৫ মিনিট; উন্নয়নে বাংলাদেশ (দ্বিতীয় ও চতুর্থ মঙ্গলবার) ২৫ মিনিট; পথে প্রান্তরে (চতুর্থ বৃহস্পতিবার) ২৫ মিনিট; সোনার বাংলার জয়যাত্রা (তৃতীয় বৃহস্পতিবার) ২৫ মিনিট; আধুনিক বিজ্ঞান ও আমাদের কৃষক (চতুর্থ বুধবার) ২৫ মিনিট; এগিয়ে যাও বাংলাদেশ (প্রথম ও তৃতীয় বুধবার) ২৫ মিনিট; জনতার প্রত্যাশা (প্রথম ও তৃতীয় বুধবার) ২৫ মিনিট; রূপান্তর (প্রথম বুধবার) ২৫ মিনিট; উন্নয়ন ঐতিহ্য ও সফলতা (দ্বিতীয় ও চতুর্থ বুধবার) ২৫ মিনিট; জনতার মত (দ্বিতীয় ও চতুর্থ মঙ্গলবার) ২৫ মিনিট; এগিয়ে যাচ্ছে বাংলাদেশ (প্রতি সোমবার) ২৫ মিনিট; তথ্য ও প্রযুক্তিতে বাংলাদেশ (দ্বিতীয় রবিবার) ২৫ মিনিট; কানেকটিং পিপল (প্রতি শনিবার) ৪০ মিনিট এবং উন্নয়ন (দ্বিতীয় ও চতুর্থ মঙ্গলবার) ২৫ মিনিট। এছাড়া প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ নিয়ে ফিলার অনুষ্ঠান হয়।
পাবনা-১ আসনের শামসুল হক টুকুর প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেন, বর্তমানে দেশে সরকারি ৪টি ও বেসরকারি ৩০টি টেলিভিশন চ্যানেল রয়েছে। দেশে সরকারি ও বেসরকারি পর্যায়ে প্রিন্ট মিডিয়ার সংখ্যা ৩ হাজার ১৬৫টি। এর মধ্যে সরকারি ১টি। এটির নাম ‘দৈনিক বার্তা’, রাজশাহী থেকে প্রকাশিত এবং এটি একটি ট্রাস্ট বোর্ডের মাধ্যমে পরিচালিত হয়।

/ইএইচএস/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ক্ষতচিহ্নিত হাড়মাংস অথবা নিছকই আত্মজনের কথা
ক্ষতচিহ্নিত হাড়মাংস অথবা নিছকই আত্মজনের কথা
চাইলেই কি বনের আগুন প্রতিরোধ সম্ভব
চাইলেই কি বনের আগুন প্রতিরোধ সম্ভব
একদিন আগে নাঙ্গলকোট উপজেলা নির্বাচন স্থগিত
একদিন আগে নাঙ্গলকোট উপজেলা নির্বাচন স্থগিত
সরকার বিনিয়োগকারীদের সব সুবিধা নিশ্চিতে বদ্ধপরিকর: পরিবেশমন্ত্রী
সরকার বিনিয়োগকারীদের সব সুবিধা নিশ্চিতে বদ্ধপরিকর: পরিবেশমন্ত্রী
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস