X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

সবাই মিলে সংকট মোকাবিলার আহ্বান কাজী নাবিল এমপির (ভিডিও)

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ এপ্রিল ২০২০, ১০:১০আপডেট : ০৭ এপ্রিল ২০২০, ১০:৪৬

কাজী নাবিল আহমেদ করোনাভাইরাসের কারণে বিশ্বের মতো বাংলাদেশের মানুষও অর্থনৈতিক চাপের মধ্যে পড়েছে। এ সময় খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়ানো সবার কর্তব্য। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সবাই মিলে এই দুর্যোগ আমরা মোকাবিলা করতে সক্ষম হবো। যশোর-৩ (সদর) আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ এক ভিডিও বার্তায় সোমবার (৬ এপ্রিল) এ প্রত্যয় ব্যক্ত করেন।

তিনি বলেন, ‘নিম্ন ও মধ্যম আয়ের এবং খেটে খাওয়া মানুষ, দিনমজুর আছেন। তাদের পাশে আমাদের সবাইকে দাঁড়াতে হবে। একইসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া ৩১ দফা, বিশ্ব স্বাস্থ্য সংস্থাসহ স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে নির্দেশনা সেসব মেনে সচেতন জীবনযাপনই আমাদেরকে পরিবার পরিজনসহ আগামীতে ভালো রাখতে পারবে।’

তিনি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচক্ষণতার কারণে বাংলাদেশ ভালো আছে। ইতোমধ্যে তিনি ৩১ দফা দিয়েছেন, যার মধ্যে সামাজিক, অর্থনৈতিক ও স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে নির্দেশনা আছে।’

বিশ্বের মতো বাংলাদেশও বেশ কিছু মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং মারাও গেছেন জানিয়ে তিনি নির্দেশনাগুলো সঠিকভাবে পালনের আহ্বান জানান। বলেন, ‘আমরা যদি সামাজিক দূরত্ব বজায় রাখি, আমরা যদি হাঁচি-কাশি আমাদের কনুইয়ে দিয়ে থাকি, হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার রাখি এবং মাস্ক ব্যবহার করি, তাহলে নিজেদের অনেক ভালো রাখতে পারবো।’

অর্থনৈতিক চাপের কথা উল্লেখ করে কাজী নাবিল আহমেদ বলেন, চাপ সারা বিশ্বে আছে, বাংলাদেশেও আছে। বিত্তশালীদের খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

তিনি বলেন, আপনারা দেখেছেন নেতাকর্মীদের মাধ্যমে আমি যশোরের সব ইউনিয়ন ওয়ার্ডে ত্রাণ বিতরণ করেছি। বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন এই কাজে এগিয়ে আসছে। যশোরের জন্য প্রতিদিন জেলা প্রশাসক, হাসপাতাল সুপার, পুলিশ সুপারসহ বিভিন্ন কর্মকর্তার সঙ্গে আলাপ করছেন বলে ভিডিও বার্তায় জানান তিনি।

সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ বলেন, ‘আমাদের এই সময় দায়িত্ব ডাক্তার, নার্স, প্যারামেডিক্যালসহ সবাইকে উদ্বুদ্ধ করা, তারা যেন সেবা দেওয়া অব্যাহত রাখেন। আপনাদের সবাইকে সঙ্গে নিয়ে এই দুর্যোগ মোকাবিলা করতে সক্ষম হবো।’

ভিডিও বার্তায় তিনি হাত ধোয়ার নিয়ম ও প্রয়োজনীয়তা নিয়ে কথা বলেন। শৌচাগারে যাওয়ার পরে, খাওয়ার আগে ও পরে এবং বাইরে থেকে এলে কমপক্ষে ২০ সেকেন্ড সাবান দিয়ে হাত ধোয়ার আহ্বান জানান তিনি। 

 

/ইউআই/এসটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
ওপারের গোলার বিকট শব্দে কেঁপে উঠছে টেকনাফ
ওপারের গোলার বিকট শব্দে কেঁপে উঠছে টেকনাফ
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
সর্বাধিক পঠিত
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন