X
বুধবার, ০১ মে ২০২৪
১৮ বৈশাখ ১৪৩১

উন্নয়ন অংশীদারদের ব্যয়িত অর্থের স্বচ্ছতা জরুরি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ মে ২০২০, ১৩:১৪আপডেট : ২১ মে ২০২০, ১৩:১৯

ভিডিও কনফারেন্সে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন করোনাভাইরাসের প্রাদুর্ভাবে পরিবর্তিত পরিস্থিতি নিয়ে ইউরোপের ১০ জন রাষ্ট্রদূতের সঙ্গে ভিডিও কনফারেন্স করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। এ সময় মন্ত্রী ইউরোপিয়ান ইউনিয়নের সহায়তা হিসেবে ব্যয় করা অর্থের স্বচ্ছতা থাকা জরুরি বলে অভিমত প্রকাশ করেন। বৃহস্পতিবার (২১ মে) পররাষ্ট্র মন্ত্রনালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ আলোচনায় মন্ত্রী কোভিড-১৯ পরিস্থিতি, রোহিঙ্গা, বাক স্বাধীনতাসহ অন্যান্য বিষয় নিয়েও কথা বলেন।

বুধবার পররাষ্ট্রমন্ত্রী ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ড, নরওয়ে, স্পেন, সুইডেন, সুইজারল্যান্ড ও ইউরোপিয়ান ইউনিয়ন ডেলিগেশন রাষ্ট্রদূতদের সঙ্গে এ বৈঠক করেন।






বৈঠকে ইউরোপের দেশগুলো থেকে তিন হাজার ১০০ কোটি টাকা সহায়তার বিষয়ে পররাষ্ট্র মন্ত্রী বলেন, ‘উন্নয়ন অংশীদাররা সহায়তার জন্য যা ব্যয় করে তার স্বচ্ছতা ও দায়বদ্ধতা নিশ্চিত করা প্রয়োজন। এজন্য এ বিষয়ে সব তথ্য তাদের প্রকাশ করা উচিত। যাতে করে করদাতারা জানতে পারেন তাদের অর্থ কোথায় ব্যয় করা হচ্ছে।’
রাষ্ট্রদূতরা বাক স্বাধীনতার বিষয়টি উত্থাপন করলে মন্ত্রী তাদের জানান, বাংলাদেশে স্বাধীনতার সঙ্গে দায়িত্ববোধ না থাকলে সমাজে অরাজকতা তৈরি হবে। উদাহরণ হিসেবে তিনি বলেন, ‘মুক্ত ইচ্ছার নামে কাউকে রাইফেল নিয়ে শপিং মলে ঢুকে মানুষ হত্যা করতে দেওয়া হয় না। একইভাবে মিথ্যা বানোয়াট খবর পরিবেশন করে মানুষকে উত্তেজিত করতে দেওয়া হবে না।’
কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পের জন্য ফোর-জি নেটওয়ার্ক চালুর বিষয়ে তিনি বলেন, ‘এটি নিরাপত্তার জন্য করা হয়েছে। যাতে করে মাদক চোরাচালান, নারী ও শিশু পাচারসহ অন্যান্য অপকর্ম রোধ করা যায়। ওই ক্যাম্পে টু-জি নেটওয়ার্ক আছে যার মাধ্যমে তারা কথা বলতে পারে।’ রোহিঙ্গা প্রত্যাবাসনে তিনি ইউরোপের সহায়তা চান।


/এসএসজেড/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইউক্রেনীয় সেনাবাহিনীর দক্ষিণাঞ্চলীয় সদর দফতরে হামলার দাবি রাশিয়ার
ইউক্রেনীয় সেনাবাহিনীর দক্ষিণাঞ্চলীয় সদর দফতরে হামলার দাবি রাশিয়ার
তাপমাত্রার রেকর্ড ভাঙাগড়া চলছে খুলনায়
তাপমাত্রার রেকর্ড ভাঙাগড়া চলছে খুলনায়
মে দিবসে ফুঁসে উঠলেন সিনেমা শ্রমিকরা
মে দিবসে ফুঁসে উঠলেন সিনেমা শ্রমিকরা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
সর্বাধিক পঠিত
চকরিয়ার সেই সমাজসেবা কর্মকর্তা ও অফিস সহকারী বরখাস্ত
চকরিয়ার সেই সমাজসেবা কর্মকর্তা ও অফিস সহকারী বরখাস্ত
সাতক্ষীরার ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড 
সাতক্ষীরার ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড 
কালবৈশাখী ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টিতে ভেঙেছে ঘরবাড়ি, ধানের ক্ষতি
কালবৈশাখী ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টিতে ভেঙেছে ঘরবাড়ি, ধানের ক্ষতি
‘মানুষের কত ফ্রেন্ড, কাউকে পাশে পাইলে আমার এমন মৃত্যু হইতো না’
‘মানুষের কত ফ্রেন্ড, কাউকে পাশে পাইলে আমার এমন মৃত্যু হইতো না’
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা