X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ প্রয়োগের আহ্বান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ আগস্ট ২০২০, ০৯:৫১আপডেট : ২৭ আগস্ট ২০২০, ০৯:৫৮

প্রাণ বাঁচাতে মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আসে বিপুল রোহিঙ্গা জনগোষ্ঠী রোহিঙ্গাদের নিরাপদ ও সম্মানজনক প্রত্যাবাসনের জন্য মিয়ানমারের ওপর চাপ প্রয়োগ করতে  আর্ন্তজাতিক সম্প্রদায়কে আহ্বান জানানো হয়েছে। বুধবার রাতে দুইদিনব্যাপী ‘কানেক্টিং রোহিঙ্গা ডায়াসপোরা’ অনুষ্ঠানের সমাপনি দিনে ঢাকা ডিক্লেরেশন ঘোষণা করা হয় এবং সেখানে এই আহ্বান জানানো হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর জেনোসাইড, একশন এইড ও সেন্টার ফর জাস্টিস, ব্র্যাক বিশ্ববিদ্যালয় এই অনুষ্ঠানের আয়োজন করেছে। অনুষ্ঠানে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, গাম্বিয়ার আইনমন্ত্রী চেরনো মারানেহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ইমতিয়াজ আহমেদ, সেন্টার ফর জাস্টিসের নির্বাহী পরিচালক মঞ্জুর হাসান, একশন এইড বাংলাদেশ প্রধান ফারাহ কবিরসহ বিভিন্ন দেশ থেকে রোহিঙ্গা ডায়াসপোরারা বক্তব্য রাখেন।

১৫-দফা ডিক্লারেশনে বলা হয়, রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত যাওয়ার অধিকার আছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানানো হয় তাদের স্বপ্রনোদিত, সম্মানজনক ও নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করার জন্য। রাখাইনে সংঘটিত সব ধরনের দুর্ঘটনার দায়িত্ব মিয়ানমারকে গ্রহণ করার আহ্বান জানানো হয়। তাদের উদ্দেশে বলা হয়, রোহিঙ্গাদের নিপীড়নের স্বচ্ছ ও দায়বদ্ধতামূলক তদন্ত এবং তাদের আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার উদ্যোগ নিতে হবে মিয়ানমারকে। আসিয়ানসহ মিয়ানমারের অন্যান্য মিত্রদের আহ্বান করা হয় যাতে করে তারা রোহিঙ্গাদের ওপর নির্যাতন বন্ধ করার জন্য মিয়ানমারকে বাধ্য করে।

প্রসঙ্গত, ২০১৭ সালের আগস্টের মাঝামাঝি মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গাদের ওপর বর্বরোচিত হত্যাকাণ্ড ও মানবতাবিরোধী অপরাধ সংগঠিত হয়। মিয়ানমার সেনাবাহিনী এবং তাদের সমর্থনে বিভিন্ন উগ্র সম্প্রদায় এই ঘটনা ঘটায়। প্রাণ বাঁচাতে ২৫ আগস্ট থেকে সোয়া সাত লাখের বেশি রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশ সীমান্তে আসে আশ্রয়ের সন্ধানে। বাংলাদেশ সরকার মানবিক কারণে তাদের আশ্রয় দিলেও এর আগে থেকেই কক্সবাজারের বিভিন্ন এলাকায় অবস্থান করছিল প্রায় চার লাখ রোহিঙ্গা শরণার্থী। এরপর থেকেই বিশ্ব সম্প্রদায়কে পাশে নিয়ে এসব রোহিঙ্গাকে নিরাপদে তাদের দেশে ফেরাতে কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ। ইতোমধ্যে রাখাইনে সংঘটিত এই নৃশংসতাকে ‘গণহত্যা’ ও মানবতাবিরোধী অপরাধ বলছে জাতিসংঘ। আন্তর্জাতিক বিচার আদালতে চলছে এই মামলার বিচার।

 

/এসএসজেড/এফএস/
সম্পর্কিত
রোহিঙ্গা প্রত্যাবাসনে থাইল্যান্ড সহযোগিতার আশ্বাস দিয়েছে: প্রধানমন্ত্রী
‘হতাশা থেকে রোহিঙ্গারা আইনবিরোধী কর্মকাণ্ডে সম্পৃক্ত হতে পারে’
অস্ত্র ও গুলিসহ ৫ রোহিঙ্গা সন্ত্রাসী আটক
সর্বশেষ খবর
মুক্তির পর থেকেই মামুনুল হককে ঘিরে অনুসারীদের ভিড়
মুক্তির পর থেকেই মামুনুল হককে ঘিরে অনুসারীদের ভিড়
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
গাছশূন্য ২০ কিলোমিটার সড়ক, তাপপ্রবাহে পথচারীদের দুর্ভোগ
গাছশূন্য ২০ কিলোমিটার সড়ক, তাপপ্রবাহে পথচারীদের দুর্ভোগ
প্রথমবার মেজর লিগ সকারের প্লেয়ার অব দ্য মান্থ মেসি
প্রথমবার মেজর লিগ সকারের প্লেয়ার অব দ্য মান্থ মেসি
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ