X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

‘পাটের দুরবস্থার জন্য প্রথমত দায়ী বিজেএমসি’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ সেপ্টেম্বর ২০২০, ১৮:৫২আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২০, ২৩:৪৯

সৈয়দ ইশতিয়াক রেজা পাটের বর্তমান সংকটের জন্য বাংলাদেশ পাটকল করপোরেশনকে (বিজেএমসি) দায়ী করলেন গাজী টেলিভিশনের এডিটর ইন চিফ সৈয়দ ইশতিয়াক রেজা। তিনি বলেন, ‘পাটের দুরবস্থার জন্য প্রথমত দায়ী হলো বিজেএমসি এবং তাদের মিলগুলো। তাদের ক্রমাগত লোকসান, অব্যবস্থাপনা, দুর্নীতি, অদক্ষতা সবকিছু মিলিয়ে বাংলাদেশের পাট খাতকে একদম খাদের কিনারে নিয়ে গেছে। শেষ পর্যন্ত সরকারকে অনেক ঝুঁকি নিয়ে এই পাটকলগুলো বন্ধ করতে হয়েছে।’

দেশের শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের আয়োজনে ‘সংকটে পাট’  শীর্ষক বৈঠকিতে তিনি একথা বলেন। সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকালে শুরু হয় বাংলা ট্রিবিউনের সাপ্তাহিক এই আয়োজন। 

এ সময় পাটকল বন্ধ করা প্রসঙ্গে তিনি বলেন, ‘প্রতিবছর এই শিল্পে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো থেকে অর্থায়ন করতে গিয়ে আর্থিক খাত একটি বিশৃঙ্খলার মধ্যে পড়ে যাচ্ছে। একটা বড় অর্থ চলে যেত বেতন-ভাতায় এবং আমাদের সাধারণ ট্যাক্সপেয়ারদের পকেট থেকে দেওয়া ব্যাংকের টাকা সেখানে দিতে হতো। শেষ পর্যন্ত যুগান্তকারী সিদ্ধান্ত নিতে হয়েছে প্রধানমন্ত্রীকে। আমি মনে করি, এটা একটি ভালো সিদ্ধান্ত। সরকার আর পাটের ব্যবসা করবে না। কিন্তু প্রত্যাশার জায়গা যেটি ছিল, সরকারি মিলগুলো যখন বন্ধ করা হয়েছে তখন বেসরকারি মিলগুলো উজ্জ্বল ছিল, তারা কেন এখন সংকটে। এর একটি বড় কারণ, মধ্যস্বত্বভোগীরা পাট নিয়ে নতুন একটা কারসাজি শুরু করেছে।’

তিনি বলেন, ‘এখানে নজরদারির ব্যাপার গুরুত্বপূর্ণ। বেশি টাকার লোভ দেখিয়ে সেই টাকা না দিয়ে কৃষকদের কাছ থেকে সস্তায় পাট কিনে মিলকে বেশি দামে দিয়ে পুরো বাজারটাকে অস্থির করার চেষ্টা করা হচ্ছে। রফতানি খাতকে নষ্ট করার চেষ্টা কর হচ্ছে।’ 

মুন্নী সাহার সঞ্চালনায় বৈঠকিতে আরও অংশ নেন– বাংলাদেশ জুট মিলস অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মোহাম্মদ মাহবুবুর রহমান পাটোয়ারী, বাংলাদেশ জুট স্পিনার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মো. জাহিদ মিয়া এবং বাংলা ট্রিবিউন সম্পাদক জুলফিকার রাসেল। 

বৈঠকির এই আলোচনা সরাসরি সম্প্রচার করে বেসরকারি টেলিভিশন এটিএন বাংলা। 

 

/এসও/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
৭৮ দিন পর গ্রামের বাড়িতে তিউনিসিয়ায় নৌকাডুবিতে মারা যাওয়া ৮ যুবকের মরদেহ
৭৮ দিন পর গ্রামের বাড়িতে তিউনিসিয়ায় নৌকাডুবিতে মারা যাওয়া ৮ যুবকের মরদেহ
টিভিতে আজকের খেলা (৪ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (৪ মে, ২০২৪)
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
গাজীপুরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, বগি লাইনচ্যুত
গাজীপুরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, বগি লাইনচ্যুত