X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

নাইজেরিয়ার সঙ্গে ব্যবসা, বিনিয়োগ বাড়াতে চায় বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ সেপ্টেম্বর ২০২০, ০৬:৪৫আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২০, ০৬:৪৬

নাইজেরিয়ার সঙ্গে ব্যবসা, বিনিয়োগ বাড়াতে চায় বাংলাদেশ আফ্রিকার বৃহত্তম অর্থনীতির দেশ নাইজেরিয়ার সঙ্গে ব্যবসা ও বিনিয়োগের ক্ষেত্রে সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণের ব্যাপারে বিশেষ আগ্রহ রয়েছে বাংলাদেশের। এজন্য দুই দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক সংক্রান্ত একটি চুক্তি সই হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে ডিজিটাল বৈঠকের মাধ্যমে বাংলাদেশ ও নাইজেরিয়ার পররাষ্ট্র সচিব দু’দশেরে পররাষ্ট্র মন্ত্রণালয়রে মধ্যে দ্বিপাক্ষিক কনসালটেশনস বিষয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়।

এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশের পররাষ্ট্র সচিব রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন এবং নাইজেরিয়ার পররাষ্ট্র সচিব রাষ্ট্রদূত মোস্তফা লয়াল সুলেইমান নিজ নিজ মন্ত্রণালয়ের পক্ষে সমঝোতা স্মারকটি স্বাক্ষর করেন। উভয় পররাষ্ট্র সচিব আশাবাদ ব্যক্ত করেন যে, এ সমঝোতা স্মারক দু’দশেরে দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতি পর্যালোচনার লক্ষ্যে নিয়মিত বৈঠক আয়োজনে সাহায্য করবে। তারা জানান, ভবিষ্যতে বাংলাদেশ ও নাইজেরিয়ার মধ্যে বন্ধুত্বের বন্ধন দৃঢ়তর করতে এই চুক্তি অবদান রাখবে।

রাষ্ট্রদূত মাসুদ তার বক্তব্যে বলেন, ‘স্বাক্ষরিত স্মারকটি দু’দেশের মধ্যকার রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতি ও শিক্ষাক্ষেত্রসহ সম্ভাবনাময় দিকসমূহ একটি কাঠামোর মধ্যে চিহ্নিত করার সুযোগ সৃষ্টি করলো। এটি দ্বিপাক্ষিক সম্পর্ক গভীরতর করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।’

দু’দেশের মধ্যকার প্রস্তাবিত অন্যান্য চুক্তি/সমঝোতা স্মারক চূড়ান্ত করতে দ্রুত যৌথ উদ্যোগের ওপরও গুরুত্ব আরোপ করে মাসুদ বিন মোমেন বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সম্প্রতি নাইজেরিয়ার ডাক বিভাগ কর্তৃক স্মারক ডাক টিকেট অবমুক্ত করে। বাংলাদশেরে পক্ষ থেকে আমরা নাইজেরিয়া সরকারের প্রশংসা করছি।’ প্রসঙ্গত, দু’দেশের পররাষ্ট্রমন্ত্রী কর্তৃক স্মারক ডাকটিকেটটি গত ২৭ আগস্ট ডিজিটাল মাধ্যমে উন্মোচন করা হয়।

নাইজেরিয়ার সঙ্গে ব্যবসা, বিনিয়োগ বাড়াতে চায় বাংলাদেশ নাইজেরিয়ার পররাষ্ট্র সচিব রাষ্ট্রদূত মোস্তফা তার বক্তব্যে সাম্প্রতিককালে বাংলাদেশের অর্জিত উন্নয়ন অভিযাত্রার প্রশংসা করার পাশাপাশি দু’দেশের সরকারি ও বেসরকারি পর্যায়ে সফর বিনিময়ের ওপর জোর দেন। উভয়পক্ষ দ্বিপাক্ষিক পর্যায়ে বৈঠক নিয়মিত আয়োজনে একমত প্রকাশ করেন। নাইজেরিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. শামীম আহসান উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

অনুষ্ঠানে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট র্কমর্কতাবৃন্দের মধ্যে অতিরিক্ত পররাষ্ট্র সচিব (পূর্ব) রাষ্ট্রদূত মাশফি বিন্তে শাম্স, মজি মালকো পারভীন, মহাপরিচালক (আফ্রিকা অনুবিভাগ) এবং নাইজেরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক (আঞ্চলিক) নূরা আব্বা রিমি, এশিয়া ও প্রশান্ত বিভাগের প্রধান মিজ্ আয়েশা দেওয়া উপস্থিত ছিলেন।

/এসএসজেড/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
বরিশালে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, অর্ধশতাধিক থ্রি-হুইলার ভাংচুর
বরিশালে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, অর্ধশতাধিক থ্রি-হুইলার ভাংচুর
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
সর্বাধিক পঠিত
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ