X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

বড় অশ্লীলতা হচ্ছে ইতিহাস বিকৃত করা: নৌ প্রতিমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ অক্টোবর ২০২০, ২০:৫০আপডেট : ১৬ অক্টোবর ২০২০, ২১:২২

বড় অশ্লীলতা হচ্ছে ইতিহাস বিকৃত করা: নৌ প্রতিমন্ত্রী ‘চলচ্চিত্রের মাধ্যমে যারা মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস বিকৃত করে দেশকে ছোট করার চেষ্টা করে, তারাই সব থেকে বড় অশ্লীলতা নির্মাণ করে’ বলে মন্তব্য করেছেন নৌ-প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

শুক্রবার (১৭ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস) আয়োজিত ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশের চলচ্চিত্র’ শীর্ষক এক সেমিনারে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, ‘অথচ আমাদের মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে, খোলামেলা পোশাক থাকা মানেই সেটি অশ্লীল। আসলে কিন্তু তা নয়, বড় অশ্লীলতা হচ্ছে ইতিহাস বিকৃতি করা।’

সেমিনারে অন্যরা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চলচ্চিত্র উন্নয়নের স্বপ্ন দেখেছিলেন, আর তার কন্যা শেখ হাসিনা সেই স্বপ্ন বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। চলচ্চিত্র একদিকে যেমন মৌলিক উন্নয়ন করে, তেমনি খারাপ দিকেও নিয়ে যায়। তাই ভালো কিছু করতে হবে, নইলে দর্শকরা চলচ্চিত্র থেকে মুখ ফিরিয়ে নেবে।

সেমিনারে আরও উপস্থিত ছিলেন তথ্য সচিব কামরুন নাহার, প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, জাতীয় প্রেসক্লাবের সভাপতি সাইফুল আলম, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার, চলচ্চিত্র অভিনেত্রী ও নির্মাতা মৌসুমী, অভিনেতা ফেরদৌস, বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির সভাপতি ফাল্গুনী হামিদ, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবু। সেমিনারে আয়োজক সংগঠনের পক্ষ থেকে তথ্য সচিবের কাছে এফডিসিতে সাংবাদিকদের জন্য একটি জায়গার দাবি জানানো হয়। 

বাচসাস সভাপতি ফাল্গুনী হামিদের সভাপতিত্বে অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অনুপম হায়াৎ, প্রধান আলোচক হিসেবে ছিলেন বাচসাস’র সাবেক সভাপতি রফিকুজ্জামান। সঞ্চালনা করেন সংগঠনের সহ-সাধারণ সম্পাদক সৈকত সালাহউদ্দিন।

/এইচএন/এনএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
একসঙ্গে এই অভিনেতারা...
একসঙ্গে এই অভিনেতারা...
প্যারিস অলিম্পিকে ফিলিস্তিনি অ্যাথটলেটদের আমন্ত্রণ জানাবে আইওসি
প্যারিস অলিম্পিকে ফিলিস্তিনি অ্যাথটলেটদের আমন্ত্রণ জানাবে আইওসি
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
ঘামে ভেজা চুলের যত্নে কী করবেন
ঘামে ভেজা চুলের যত্নে কী করবেন
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই