X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

আরও ২০ মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ অক্টোবর ২০২০, ১৬:৩৫আপডেট : ২৭ অক্টোবর ২০২০, ১৬:৫০

ছবি: সাজ্জাদ হোসেন দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসের কারণে আরও ২০ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। এ নিয়ে সরকারি হিসাবে কোভিড-১৯ এ মৃতের সংখ্যা দাঁড়ালো পাঁচ হাজার ৮৩৮ জনে। গত ২৪ ঘণ্টায় করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন এক হাজার ৩৩৫ জন। এখন পর্যন্ত চার লাখ এক হাজার ৫৮৬ জন শনাক্ত হয়েছেন।

আজ মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনা সংক্রান্ত নিয়মিত প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয় ১২ হাজার ৩৮৬টি। নমুনা পরীক্ষা করা হয় ১২ হাজার ৬১৭টি। এখন পর্যন্ত ২২ লাখ ৮৩ হাজার ৯৬৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

গত একদিনে সুস্থ হয়েছেন এক হাজার ৫২৩ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন তিন লাখ ১৮ হাজার ১২৩ জন।

স্বাস্থ্য অধিদফতর জানায়, শনাক্ত বিবেচনায় গত ২৪ ঘণ্টায় ১০ দশমিক ৫৮ শতাংশ এবং এখন পর্যন্ত ১৭ দশমিক ৫৮ শতাংশ শনাক্ত হয়েছেন। শনাক্ত বিবেচনায় সুস্থ হয়েছেন ৭৯ দশমিক ২২ শতাংশ এবং মৃত্যুর হার এক দশমিক ৪৫ শতাংশ।

গত একদিনে মৃত্যুবরণকারীদের মধ্যে ১৪ জন পুরুষ এবং ছয় জন নারী। এখন পর্যন্ত পুরুষ চার হাজার ৪৯৪ জন এবং নারী মৃত্যুবরণ করেছেন এক হাজার ৩৪৪ জন।

বয়স বিশ্লেষণে দেখা যায়, ৬০ বছরের উর্ধ্বে ১২ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে তিন জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে দুই জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে এক জন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে এক জন এবং ১১ থেকে ২০ বছরের এক জন মারা গেছেন।

বিভাগ বিশ্লেষণে দেখা যায়, মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে ১৭ জন, চট্টগ্রাম বিভাগে দুই জন এবং খুলনায় একজন মারা গেছেন। ২৪ ঘণ্টায় ২০ জনই হাসপাতালে মৃত্যুবরণ করেছেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে রাখা হয়েছে ১৮৮ জনকে। বর্তমানে আইসোলেশনে আছেন ১২ হাজার ৯৫ জন। ২৪ ঘণ্টায় আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ১৩৮ জন। এখন পর্যন্ত ছাড় পেয়েছেন ৭৩ হাজার ৪১৮ জন। এখন পর্যন্ত আইসোলেশন করা হয়েছে ৮৫ হাজার ৫১৩ জনকে।

প্রাতিষ্ঠানিক ও হোম কোয়ারেন্টিন মিলে ২৪ ঘণ্টায় কোয়ারেন্টিন করা হয়েছে ৮৮২ জনকে। কোয়ারেন্টিন থেকে গত ২৪ ঘণ্টায় ছাড় পেয়েছেন ৭৭৪ জন। এখন পর্যন্ত ছাড় পেয়েছেন পাঁচ লাখ ১২ হাজার ১৪৭ জন। এখন পর্যন্ত কোয়ারেন্টিন করা হয়েছে পাঁচ লাখ ৫১ হাজার ৮৬৫ জনকে। বর্তমানে কোয়ারেন্টিনে আছেন ৩৯ হাজার ৭১৮ জন।

/এসও/এফএস/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
স্কটল্যান্ডের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে নেই ডেভি
স্কটল্যান্ডের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে নেই ডেভি
‘জিম্মি হওয়ার পর শুধু এই দিনটির অপেক্ষায় থাকতাম’
‘জিম্মি হওয়ার পর শুধু এই দিনটির অপেক্ষায় থাকতাম’
বগুড়ায় নির্বাচনি ক্যাম্পে আ.লীগ কর্মীকে ছুরিকাঘাতের অভিযোগ, থানায় মামলা
বগুড়ায় নির্বাচনি ক্যাম্পে আ.লীগ কর্মীকে ছুরিকাঘাতের অভিযোগ, থানায় মামলা
মুগদায় রিকশাচালকের মরদেহ উদ্ধার
মুগদায় রিকশাচালকের মরদেহ উদ্ধার
সর্বাধিক পঠিত
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো