X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

হুমায়ুন রশীদ চৌধুরীর আদর্শ ছড়িয়ে দিতে হবে: শিরীন শারমিন চৌধুরী

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৬ নভেম্বর ২০২০, ০০:৪৪আপডেট : ২৬ নভেম্বর ২০২০, ০০:৪৪

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেছেন, মরহুম স্পিকার হুমায়ুন রশীদ চৌধুরীর বর্ণাঢ্য কর্মময় জীবনের আদর্শ, দেশপ্রেম, ত্যাগের শিক্ষা অনুসরণীয় যা, তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে। এক্ষেত্রে, স্পিকার হুমায়ুন রশীদ চৌধুরী স্মৃতি পরিষদ কার্যকর ভূমিকা রাখতে পারে। মুক্তিযুদ্ধে ও রাষ্ট্র পরিচালনায় সফল কূটনীতিক এবং সংসদীয় গণতন্ত্রকে সুসংহত করতে সফল স্পিকার হিসেবে হুমায়ুন রশীদ চৌধুরীর অবদান অনস্বীকার্য।  

বুধবার (২৫ নভেম্বর) রাজধানীর বিআরটিসি সম্মেলন কক্ষে মরহুম স্পিকার হুমায়ুন রশীদ চৌধুরীর ৯৩তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে ড. শিরীন শারমিন চৌধুরী এসব কথা বলেন। এ সময় স্পিকার হুমায়ুন রশীদ চৌধুরী স্মৃতি পরিষদের ওয়েবসাইটের শুভ উদ্বোধন করেন তিনি। অনুষ্ঠানের আয়োজন করে স্পিকার হুমায়ুন রশীদ চৌধুরী স্মৃতি পরিষদ।

স্পিকার বলেন, ১৯৫৩ সালে মেধার স্বাক্ষর রেখে ফরেন সার্ভিসে যোগ দিয়ে নিজ পেশার পরোয়া না করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাঙালির অধিকার আদায়ের সংগ্রামে সম্পৃক্ত হয়ে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে অবস্থান নিয়েছিলেন মরহুম স্পিকার হুমায়ুন রশীদ চৌধুরী। ৪০টি দেশে তিনি স্বাধীনতার পক্ষে জনমত গঠনে কূটনৈতিক তৎপরতা চালিয়েছেন যা বলিষ্ঠ ও সাহসী পদক্ষেপ। এ থেকেই তাঁর দায়িত্বশীল ব্যক্তিত্বের সর্বোচ্চ দিকটি প্রতিভাত হয়।

ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্পিকার হুমায়ুন রশীদ চৌধুরী স্মৃতি পরিষদ গঠনের ব্যপারে সর্বাত্মক সহযোগিতা করেছেন। মরহুম স্পিকারের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ২১ জুন ২০১৯ তারিখে গঠিত এ পরিষদ দেশ ও জাতি গঠনে তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করে বিভিন্ন ফলপ্রসূ কার্যক্রম গ্রহণ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

স্পিকার হুমায়ুন রশীদ চৌধুরী স্মৃতি পরিষদের সভাপতি মো. নজিবুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. এহছানে এলাহীর তত্ত্বাবধানে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন হুমায়ুন রশীদ চৌধুরী স্মৃতি পরিষদের সভাপতি মো. নজিবুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন হুমায়ুন রশীদ চৌধুরী স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক মো. এহছানে এলাহী। উপস্থিত ছিলেন বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গ।

 

/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
১৭ অঞ্চলের তাপমাত্রা ৪০ ডিগ্রির উপরে, ঢাকায় ৪০.৩
১৭ অঞ্চলের তাপমাত্রা ৪০ ডিগ্রির উপরে, ঢাকায় ৪০.৩
মেরিনার ইয়াংসে নতুন গভর্নিং বডি
মেরিনার ইয়াংসে নতুন গভর্নিং বডি
বানিয়ে ফেলুন ৪ স্বাদের লাচ্ছি
বানিয়ে ফেলুন ৪ স্বাদের লাচ্ছি
১১ ব্যক্তি ও প্রতিষ্ঠান পেলো স্ট্যান্ডার্ড চাটার্ড-চ্যানেল আই কৃষি পুরস্কার
১১ ব্যক্তি ও প্রতিষ্ঠান পেলো স্ট্যান্ডার্ড চাটার্ড-চ্যানেল আই কৃষি পুরস্কার
সর্বাধিক পঠিত
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ