X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

শিশুকেন্দ্রের উন্নয়নে ২ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয়ের তাগিদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জানুয়ারি ২০২১, ১৭:৫০আপডেট : ১৭ জানুয়ারি ২০২১, ১৭:৫০

দেশের শিশু উন্নয়ন কেন্দ্রগুলোর সার্বিক ব্যবস্থাপনার উন্নয়নে পদক্ষেপ নিতে স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে ব্যবস্থা নিতে বলেছে সংসদীয় কমিটি। রবিবার (১৭ জানুয়ারি) সংসদ ভবনে অনুষ্ঠিত সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়।

বৈঠক শেষে কমিটির সভাপতি রাশেদ খান মেনন বলেন, ‘কিশোর উন্নয়ন কেন্দ্রগুলোতে কোনও ঘটনা ঘটলে তখন তদন্ত কমিটি করে কিছু একটা ব্যবস্থা নেওয়া হয়। কিন্তু এসব কেন্দ্রে সমস্যা আছেই। এরমধ্যে অনেকগুলো ঘটনাই আমাদের সামনে এসেছে। গত আগস্ট মাসে যশোরে একটা ঘটনা ঘটেছে। প্রবেশন কর্মকর্তা নিয়ে সমস্যার কথা আইজিপি বলেছেন। ধারণ ক্ষমতার চেয়ে বেশি নিবাসী রয়েছে। সেজন্য কমিটি বলেছে, সমাজকল্যাণ মন্ত্রণালয় একা নয়, স্বরাষ্ট্র ‍ও আইন মন্ত্রণালয়কে সঙ্গে নিয়ে যাতে দ্রুত এসব কেন্দ্রের সার্বিক ব্যবস্থাপনা উন্নয় করা যায়, সে বিষয়ে ব্যবস্থা নিতে হবে।’

তিনি বলেন, ‘অনেকে অপরাধ করে সাজা কমানোর জন্য বয়স কম দেখায়। তখন কিশোর উন্নয়ন কেন্দ্রে তাদের রাখতে হয়। এরাই ওখানে নানারকম সমস্যা তৈরি করে। সেজন্য জন্ম নিবন্ধন সঠিকভাবে করাটা গুরুত্বপূর্ণ। এ বিষয়গুলোও একা সমাজকল্যাণ মন্ত্রণালয়ের পক্ষে নয়।’

কমিটি কিশোর উন্নয়ন কেন্দ্রগুলোর আবাসন সংকট নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করে।

যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে গত আগস্টে  তিন কিশোর হত্যার ঘটনা ঘটে। পরে ডিসেম্বর মাসে সেখান থেকে পালায় আট কিশোর। কমিটির বৈঠকে এসব বিষয় নিয়েও আলোচনা হয়েছে।

কমিটির কার্যপত্র থেকে জানা গেছে, যশোরের পুলেরহাটের শিশু উন্নয়ন কেন্দ্রের আসন সংখ্যা ১৫০। বর্তমানে সেখানে রয়েছে ৩৪৭টি শিশু-কিশোর।

সমাজসেবা অধিদফতরের তথ্য অনুযায়ী, গাজীপুরের টঙ্গীতে আসন সংখ্যা ৩০০, সেখানে নিবাসীর সংখ্যা ৫৩৩। আর কোনাবাড়িতে মেয়েদের জন্য উন্নয়ন কেন্দ্রের আসন সংখ্যা ১৫০, সেখানে আছে ৮৩ জন।

সংসদীয় কমিটি শিশুদের কাউন্সিলিং কার্যক্রমের ওপর জোর দেওয়ার এবং নিবাসীদের বৃত্তিমূলক প্রশিক্ষণ দেওয়ার সুপারিশ করে।

বৈঠকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দুস্থদের জন্য যে সকল কর্মসূচি/অনুদান ও ভাতা রয়েছে, তার একটি জাতীয়ভিত্তিক ডাটাবেজ তৈরির  সুপারিশ করা হয়।

এছাড়া বৈঠকে উপজেলাভিত্তিক সমাজসেবা অফিসগুলোকে একই কম্পাউন্ডে আনার সুপারিশ করা হয়।

বৈঠকে উত্তরাঞ্চলে রাজশাহী, পাবনা, ঠাকুরগাঁও জেলায় আদিবাসিরা যেন সমাজকল্যাণ অনুদান/ভাতা পায়, সেটি তদারকি করার সুপারিশ করা হয়।

কমিটির সভাপতি রাশেদ খান মেননের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ, বদরুদ্দোজা মো. ফরহাদ হোসেন, সাগুফতা ইয়াসমিন, কাজী কানিজ সুলতানা, আরমা দত্ত এবং আমন্ত্রিত অতিথি হিসেবে প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু অংশ নেন।

/ইএইচএস/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সবজির কেজি এখনও ৬০ টাকার বেশি, ২০০ ছাড়িয়েছে ব্রয়লার
সবজির কেজি এখনও ৬০ টাকার বেশি, ২০০ ছাড়িয়েছে ব্রয়লার
পাকিস্তানের উত্তরাঞ্চলে বাস দুর্ঘটনায় নিহত অন্তত ২০
পাকিস্তানের উত্তরাঞ্চলে বাস দুর্ঘটনায় নিহত অন্তত ২০
মুক্তির পর থেকেই মামুনুল হককে ঘিরে অনুসারীদের ভিড়
মুক্তির পর থেকেই মামুনুল হককে ঘিরে অনুসারীদের ভিড়
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ