X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

গৃহহীন পরিবারকে ঘর দিচ্ছে পিডিবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ ফেব্রুয়ারি ২০২১, ২১:২৪আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২১, ২১:২৪

মুজিব বর্ষে সারাদেশে সরকারের তরফ থেকে গৃহহীনদের ঘর বানিয়ে দেওয়া হচ্ছে। এবার সেই উদ্যোগে যুক্ত হলো বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)। গৃহহীন ২৪৯ পরিবারকে ঘর বানিয়ে দিচ্ছে পিডিবি। প্রধানমন্ত্রী কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্পর মাধ্যমে এসব ঘর গৃহহীনদের মাঝে হস্তান্তর করাও শুরু হয়েছে।

পিডিবি গত ৭ ফেব্রুয়ারি (রবিবার) এক অফিস আদেশে বলেছে, যাদের সর্বোচ্চ ১০ শতাংশ জমি রয়েছে কিন্তু ঘর নেই এমন পরিবারগুলোকে তারা ঘর নির্মাণ করে দিতে চায়। এজন্য পিডিবি ৫৪টি এবং বেসরকারি বিদ্যুৎকেন্দ্র মালিকদের সংগঠন (বিপ্পা) আরও ১৯৫টি ঘর নির্মাণ করে দিতে চায়।

ইতোমধ্যে এই বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। উপজেলা কর্মকর্তারা গৃহহীনদের তালিকা দিলে গৃহহীনদের ঘর বানিয়ে দেবে পিডিবি।

এই প্রসঙ্গে জানতে চাইলে পিডিবির এক কর্মকর্তা বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তাদের গৃহহীন মানুষ খুঁজে বের করতে বলা হয়েছে। যাদের সর্বোচ্চ ১০ শতাংশ জমি রয়েছে কিন্তু কোনও ঘর নেই। তাদের তালিকা পাওয়ার পর দ্রুততম সময়ের মধ্যে ঘর নির্মাণের কাজ শুরু করবো।

এক্ষেত্রে ঘরের নকশা কেমন হবে জানতে চাইলে তিনি বলেন, ‘সরকারের আশ্রয়ন প্রকল্পর সঙ্গে মিল রেখেই ঘরগুলো তৈরি করতে চাই। এতে কোনোরকম প্রশ্ন উঠবে না।’

সংশ্লিষ্ট সূত্র বলছে মুজিব বর্ষ উপলক্ষে বিদ্যুৎ বিভাগ যেসব কর্মসূচি হাতে নিয়েছিল তার অনেক কিছুই করোনা অতিমারীর জন্য আর বাস্তবায়ন করা সম্ভব হয়নি। এজন্য বিকল্প এই উদ্যোগে শামিল হলো বিদ্যুৎ বিভাগ।

মন্ত্রণালয় সূত্র জানায়, পিডিবি, পেট্রোবাংলা, বিপিসিসহ সকল সংস্থা মুজিব বর্ষে পৃথক পৃথক কর্মসূচি হাতে নেয়। এরমধ্যে মুজিব বর্ষে মডেল পেট্রোল পাম্প নির্মাণের উদ্যোগ নেয় বিপিসি। কিন্তু এই কাজে খুব বেশি সাড়া পায়নি তারা। দেশের বাইরের পেট্রোল পাম্পগুলোর আদলে এই পেট্রোল পাম্পগুলো নির্মাণের কথা ছিল। অন্যদিকে পেট্রোবাংলা মুজিব বর্ষে সাগরে তেল গ্যাস অনুসন্ধানে দরপত্র আহ্বানের উদ্যোগ নেয়। কিন্তু শেষ পর্যন্ত করোনার আঘাতে তা আর সম্ভব হয়নি। গত বছর শেষ দিকে দরপত্র আহ্বানের কথা থাকলেও আন্তর্জাতিক তেল গ্যাস কোম্পানির অনাগ্রহে তা সম্ভব হয়নি। মুজিব বর্ষে সারাদেশে শতভাগ বিদ্যুতায়নের লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল, কেবলমাত্র সেটি বাস্তবায়ন করা সম্ভব হয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, মুজিব বর্ষে জ্বালানি বিভাগ অনেকটাই ব্যর্থ হলেও সফলতার মুখ দেখেছে বিদ্যুৎ বিভাগ। শতভাগ বিদ্যুতায়নের লক্ষ্য পূরণের পর এখন গৃহহীনদের মধ্যে ঘর বানিয়ে দিতে যাচ্ছে তারা।

/এসএনএস/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শীর্ষ নেতাদের নির্দেশে আছিম বাসে আগুন দেয় ছাত্রদলের নেতারা: সিটিটিসি
শীর্ষ নেতাদের নির্দেশে আছিম বাসে আগুন দেয় ছাত্রদলের নেতারা: সিটিটিসি
গবেষণার মাধ্যমে নিরাপদ খাদ্য উৎপাদনের আহ্বান প্রাণিসম্পদমন্ত্রীর
গবেষণার মাধ্যমে নিরাপদ খাদ্য উৎপাদনের আহ্বান প্রাণিসম্পদমন্ত্রীর
পুণ্যস্নানে হাজারো ভক্তের ভিড়, জমজমাট লোকজ উৎসব
পুণ্যস্নানে হাজারো ভক্তের ভিড়, জমজমাট লোকজ উৎসব
বউ-শাশুড়ির ঝগড়া থামাতে গিয়ে প্রাণ গেলো একজনের
বউ-শাশুড়ির ঝগড়া থামাতে গিয়ে প্রাণ গেলো একজনের
সর্বাধিক পঠিত
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
নারায়ণগঞ্জের আলোচিত ৭ খুন: এখনও অপেক্ষায় স্বজনরা
নারায়ণগঞ্জের আলোচিত ৭ খুন: এখনও অপেক্ষায় স্বজনরা