X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

অতিরিক্ত পণ্য কিনে বাজারকে চাপে ফেলবেন না: বাণিজ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ মার্চ ২০২১, ২০:৩৯আপডেট : ০৭ মার্চ ২০২১, ২১:২০

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, রমজানের সময় বাজারে যাতে সমস্যায় পড়তে না হয়, সেজন্য প্রস্তুতি রয়েছে। এজন্য আমরা ২৫ হাজার মেট্রিক টন ভোজ্যতেল আমদানি করতে যাচ্ছি টিসিবির মাধ্যমে, যাতে নিম্ন আয়ের মানুষের কাছে তা সহজে পৌঁছানো যেতে পারে। তিনি বলেন, ‘আমরা যেন অতিরিক্ত কেনাকাটা না করি। ক্রেতাদের দায়িত্ব, কেনাকাটা করতে গিয়ে বাজারকে চাপে ফেলবেন না।’

রবিবার (৭ মার্চ) সচিবালয়ে নিজ দফতরে মন্ত্রীর সঙ্গে ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের বাণিজ্য বিভাগের সচিব অনুপ ধাওয়ানের বৈঠক হয়। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

এ সময় সাংবাদিকরা জানতে চান, রমজানের সময় এখন আর পণ্যের দাম বাড়ে না, যা বাড়ানোর দরকার ব্যবসায়ীরা রমজানের আগেই বাড়িয়ে দেন, এটা ব্যবসায়ীদের নতুন কৌশল কিনা? জবাবে টিপু মুনশি বলেন, ‘এ বিষয়ে আমি একমত। সুযোগ পেলে কোনও ব্যবসায়ী  ছাড়েন না। আমরা চেষ্টা করবো, দয়া করে ভীত হয়ে অতিরিক্ত কেনাকাটা যেন না করি। কেনাটা স্বাভাবিক রাখেন। ক্রেতাদের দায়িত্ব—কেনাকাটা করতে গিয়ে বাজারকে চাপে ফেলবেন না। কেনাকাটা সীমাবদ্ধের মধ্যে রাখুন।’

সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘সব রকম ব্যবস্থাই আমরা নিয়েছি। তবে নিজেদের স্বয়ংসম্পূর্ণ হওয়াটাই জরুরি অনেক খানি। কিছু পণ্যের দাম নির্ধারণ করা যায় না। যেমন, ভোজ্যতেলের দাম আন্তর্জাতিক বাজারে হঠাৎ বেড়ে গেছে। আমাদের প্রায় ৯০ শতাংশ তেল আমদানি করতে হয়। এই বাজারটা আমাদের ওপর না। আন্তর্জাতিক বাজার নিয়ন্ত্রণ করে।’

তিনি আরও বলেন, ‘টিসিবি তো সারা দেশের সব জায়গায় রাখতে পারবো না। টিসিবি সাহায্য করবে নিম্ন আয়ের মানুষকে। সে জন্য আমাদের সবকিছু রয়েছে। কয়েকটা আইটেম নিয়ে আমাদের সমস্যা। যেমন, তেল ও পেঁয়াজ। পেঁয়াজ আমাদের দেশে ৭৫ শতাংশ উৎপাদন হয়। বাকি ২৫ শতাংশ আমদানি করতে হয়। এটা যদি কোনও রকমে ৯০ শতাংশে যেতে পারতাম, তাহলে কমে যেত। তবে আমাদের পেঁয়াজের জন্য ভারতের ওপর পুরোপুরি নির্ভর করাটা ঠিক হবে না। কারণ, ওদের দেশেও পেঁয়াজ নিয়ে মাঝে মাঝে সমস্যায় পড়তে হচ্ছে। যার জন্য আমাদের বিকল্প বাজার থেকে ব্যবস্থা করতে হবে।’

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘আশা করছি রমজানের আগেই আমদানিনির্ভর পণ্য সবকিছু এসে যাবে। রমজানের সময় আমাদের সমস্যা যেন না হয়, তার জন্য প্রস্তুতি রয়েছে।’

 

 

/এসআই/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দুর্যোগপূর্ণ আবহাওয়ায় কলকাতায় নামতেই পারলো না কেকেআরের বিমান!
দুর্যোগপূর্ণ আবহাওয়ায় কলকাতায় নামতেই পারলো না কেকেআরের বিমান!
রাজধানীতে মাদকদ্রব্যসহ একদিনে গ্রেফতার ২৪
রাজধানীতে মাদকদ্রব্যসহ একদিনে গ্রেফতার ২৪
উপজেলা নির্বাচনে প্রথম ধাপে ৪১৮ প্লাটুন বিজিবি মোতায়েন
উপজেলা নির্বাচনে প্রথম ধাপে ৪১৮ প্লাটুন বিজিবি মোতায়েন
দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ ভবন ধস, আটকা পড়েছে অনেকে
দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ ভবন ধস, আটকা পড়েছে অনেকে
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
ছাত্রলীগ সহসভাপতি সাদ্দামের বছরে আয় ২২ লাখ, ব্যাংকে ৩২ লাখ, উপহারের স্বর্ণ ৩০ ভরি
হরিরামপুর উপজেলা নির্বাচনছাত্রলীগ সহসভাপতি সাদ্দামের বছরে আয় ২২ লাখ, ব্যাংকে ৩২ লাখ, উপহারের স্বর্ণ ৩০ ভরি