X
শনিবার, ০৪ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

‘করোনা-সহিষ্ণু গ্রাম’ কৌশল কাজে লেগেছে: পরিকল্পনামন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ এপ্রিল ২০২১, ১৯:৩৯আপডেট : ০৮ এপ্রিল ২০২১, ২০:২১

‘করোনা-সহিষ্ণু গ্রাম’ সৃষ্টির কৌশল কাজে লেগেছে বলে মন্তব্য করেছেন পরিকল্পনা মন্ত্রী আবদুল মান্নান এমপি। তিনি বলেন, ‘সরকারকে একটা কেন্দ্রীয় জায়গা থেকে কাজ করতে হচ্ছে। অবশ্যই কতটুকু ভালো করছে সেটা বিচারাধীন থাকবে, সমালোচনা থাকবে। এটাই হওয়া উচিত। এরমধ্যে শিক্ষণীয় অনেক কিছু থাকে।’

করোনাভাইরাস প্রাদুর্ভাবের শুরু থেকেই দ্য হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের প্রশিক্ষিত স্বেচ্ছাব্রতীরা ‘করোনাভাইরাস-সহিষ্ণু গ্রাম’ সৃষ্টির লক্ষ্যে কাজ করে চলেছে। এই উদ্যোগের অভিজ্ঞতা বিনিময়ের লক্ষ্যে বৃহস্পতিবার (৮ এপ্রিল) দ্য হাঙ্গার প্রজেক্টের উদ্যোগে একটি অনলাইন আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে পরিকল্পনা মন্ত্রী এসব কথা বলেন।

পরিকল্পনা মন্ত্রী বলেন, ‘হাঙ্গার প্রজেক্ট এক হাজার ২০০ গ্রামে করোনা নিয়ে কাজ করছে। জরিপের ফলাফল থেকে প্রমাণ হচ্ছে, হাঙ্গার প্রজেক্টের কৌশলটা কাজে লেগেছে। আমরা খুবই কঠিন একটি সময় পার করছি, তাই বিভিন্নভাবে চেষ্টা করে যেতে হবে।’

সভায় ড. বদিউল আলম মজুমদার বলেন, ‘‍কমিউনিটিকে সম্পৃক্ত এবং এ কাজে তাদের মালিকানা সৃষ্টি করা আমাদের এ উদ্যোগের অন্যতম লক্ষ্য। স্বেচ্ছাব্রতীরা প্রথম থেকেই তাদের নিজ গ্রামে ‘‘আমরা সবাই সমভাবে এর ঝুঁকিতে আছি’’—গ্রামের মানুষের মধ্যে এ মানসিকতা সৃষ্টির উদ্যোগ নিয়েছে। তারা গ্রামের সবার মধ্যে এ চেতনা সৃষ্টি করতে চেষ্টা করছে যে, প্রত্যেক ব্যক্তির, এমনকি সবচেয়ে দরিদ্রতম ব্যক্তিরও করোনাভাইরাস থেকে সুরক্ষা  সবার সুরক্ষা নিশ্চিত করবে।’

আলোচনা অনুষ্ঠানটিতে অতিথি ছিলেন মোশতাক হোসেন, ডাক্তার এইচ. এম. লেলিন, ব্রিটিশ কাউন্সিলের শাহজাহান করিম, পপুলেশন কাউন্সিলের প্রধান ওবায়দুর রব, রাজনীতিবিদ রুহিন হোসেন প্রিন্স। সংলাপটি পরিচালনা করেন দ্য হাঙ্গার প্রজেক্ট-এর গ্লোবাল ভাইস প্রেসিডেন্ট ও কান্ট্রি ডিরেক্টর ড. বদিউল আলম মজুমদার।

/এসটিএস/আইএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
১২ বছর পর মুম্বাইয়ের মাঠে কলকাতার জয়
১২ বছর পর মুম্বাইয়ের মাঠে কলকাতার জয়
বেড়িবাঁধে উন্নত নিরাপত্তা ও গতিশীলতা: মেয়র আতিকুল ইসলামের কাছে ইউল্যাবের আবেদন
বেড়িবাঁধে উন্নত নিরাপত্তা ও গতিশীলতা: মেয়র আতিকুল ইসলামের কাছে ইউল্যাবের আবেদন
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা