X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

সন্ত্রাস-জঙ্গিবাদ থেকে শিক্ষার্থীদের দূরে থাকার আহ্বান শিক্ষামন্ত্রীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ জুলাই ২০২১, ১৯:৪৬আপডেট : ১২ জুলাই ২০২১, ১৯:৪৬

নারায়ণগঞ্জে জঙ্গি আস্তানায় পুলিশি অভিযানের একদিনের মাথায় শিক্ষার্থীদের সন্ত্রাস ও জঙ্গিবাদ থেকে দূরে থাকার আহ্বান জানালেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।  সোমবার (১২ জুলাই) বিকালে অনলাইন প্লাটফর্মে অনুষ্ঠিত ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ২০তম সমাবর্তনে এ আহ্বান জানান তিনি।

শিক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রী বলেন, ‘আপনারা সন্ত্রাস, মাদক, জঙ্গিবাদ ও যৌন হয়রানি থেকে নিজেদের বিরত রাখবেন এবং অন্যকে বিরত রাখতে দায়িত্বশীল ভূমিকা রাখবেন। ’

মাতৃভূমি আর মাতৃভাষা সম্পর্কে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়ে শিখ্ষামন্ত্রী বলেন, ‘শুধু নিজের ও পরিবারের মঙ্গল চিন্তা ও সুখী ভবিষ্যৎ নয়, দেশের কথাও ভাববেন। আমাদের কষ্টার্জিত মহান স্বাধীনতা, ৩০ লাখ শহীদ ও লাখ মা-বোনের চরম আত্মত্যাগকে যেন কখনোই আমরা ভুলে না যাই।’

 

ডা. দীপু মনি আরও বলেন, ‘পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন আনতে হবে। পরীক্ষার চাপ কমিয়ে একে আনন্দময় করতে আমরা সচেষ্ট হয়েছি। সবসময়ই যেন শেখা যায়, এমন দক্ষতা  বানানোর জন্য আমরা কাজ করছি।’

সমাবর্তনে রাষ্ট্রপতির প্রতিনিধি হিসেবে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি শিক্ষার্থীদের ডিগ্রি প্রদান করেন। সমাবর্তনে আন্ডারগ্রাজুয়েট ও গ্রাজুয়েট প্রোগ্রামের ১ হাজার ৫৫১ জন শিক্ষার্থীকে সনদ দেওয়া হয়। এছাড়া   দুই জন মেধাবী শিক্ষার্থীকে স্বর্ণ পদক দেওয়া হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিষয়ক সচিব মো. মাহবুব হোসেন।

সমাবর্তন বক্তা ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ। সমাবর্তনে আরও বক্তব্য রাখেন ইস্ট ওয়েস্ট ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন সৈয়দ মঞ্জুর এলাহী, বিশ্ববিদ্যালয়ের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিন এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এম শহিদুল হাসান।

সমাবর্তন অনুষ্ঠানে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য, উপ-উপাচার্য, কোষাধ্যক্ষ, বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের চেয়ারপারসন, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং সনদপ্রাপ্ত গ্র্যাজুয়েটরা অংশ নেন।

 

 

/এসএমএ/এপিএইচ/
সম্পর্কিত
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বৃত্তির সংখ্যা বাড়াতে চায় রাশিয়া
শনিবার শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান চলবে
সর্বশেষ খবর
শর্টকাটে বড়লোক হতে গিয়ে
শর্টকাটে বড়লোক হতে গিয়ে
নারী ফুটবল লিগ থেকে চারটি দলের ভোটাধিকার থাকছে!
নারী ফুটবল লিগ থেকে চারটি দলের ভোটাধিকার থাকছে!
থেমে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, ২ জন নিহত
থেমে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, ২ জন নিহত
প্রতিদিন মা হারাচ্ছে ৩৭ ফিলিস্তিনি শিশু
প্রতিদিন মা হারাচ্ছে ৩৭ ফিলিস্তিনি শিশু
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?