X
বুধবার, ০১ মে ২০২৪
১৭ বৈশাখ ১৪৩১

র‌্যাপিড অ্যান্টিজেন টেস্টের ভুয়া অনুমোদন, ব্যবস্থা নেবে মন্ত্রণালয় 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জুলাই ২০২১, ২০:৩৩আপডেট : ২০ জুলাই ২০২১, ২১:০১

‘টিকেএস হেলথকেয়ার লিমিটেড’ নামের একটি প্রতিষ্ঠানকে সারাদেশের প্রতিটি ইউনিয়ন পরিষদে করোনার র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট শুরু করার ‘অনুমোদন দেওয়া হয়েছে’ উল্লেখ করে এজন্য সরঞ্জাম ক্রয় ও লোকবল নিয়োগের একটি ‘পরিপত্র’ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে ছড়িয়ে পড়া ওই পরিপত্রটি ‘ভুয়া’ ও ‘গুজব’ বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

আর এ ধরনের অনৈতিক ও বেআইনি কাজের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে শিগগিরই আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সচিব মো. লোকমান হোসেন মিয়া।

আজ মঙ্গলবার (২০ জুলাই) বিকালে স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, লক্ষ করা যাচ্ছে যে গতকাল থেকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের উপ-সচিব জাকিয়া পারভীনের স্বাক্ষর ‘কপি-পেস্ট’ করে একটি পরিপত্র জারি করা হয়েছে বলে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হচ্ছে; যা সর্বাংশেই মিথ্যা তথ্য সংবলিত। 

ছড়িয়ে পড়া ওই পরিপত্রে বলা হয়েছে, ‘১১ জুলাই আবেদনের সাপেক্ষে দেশব্যাপী কোভিড-১৯ র‍্যাপিড টেস্টের সকল সরঞ্জাম এবং দক্ষ জনবল নিয়োগ দিয়ে প্রাথমিকভাবে র‍্যাপিড কিট ডিভাইস আসার পর টিকেএস হেলথকেয়ার লিমিটেডকে প্রত্যেকটি ইউনিয়ন পরিষদে কাজ শুরু করার অনুমোদন দেওয়া হলো।’ 

এ প্রসঙ্গে লোকমান হোসেন মিয়া বলেন, মহামারির এমন এক দুঃসময়ে জাতি যখন করোনাভাইরাস প্রতিরোধে নিরলস লড়াই করে যাচ্ছে, ঠিক সে সময় একশ্রেণির অসাধু লোক অপতৎপরতা দেখাচ্ছে এবং মিথ্যা, বিভ্রান্তিকর তথ্য প্রচার করে ফায়দা লুটে নেওয়ার অপচেষ্টা করে যাচ্ছে।

তিনি এসব অসাধু লোকজনের উদ্দেশে হুঁশিয়ারি উচ্চারণ করে অতি দ্রুত এদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন। 

এরইমধ্যে এ ঘটনার পরিপ্রেক্ষিতে মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ থেকে স্বাস্থ্য অধিদফতরকে একটি চিঠি দেওয়া হয়েছে। তাতে বলা হয়েছে, বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে স্বাক্ষর জাল করে স্বাস্থ্য সেবা বিভাগের প্রশাসন-১ অধিশাখার নথি ও স্মারক নম্বর ব্যবহার করে টিকেএস হেলথকেয়ারের অনুকূলে কোভিড-১৯ র‌্যাপিড টেস্ট সংক্রান্ত যে পত্রটি ইস্যু দেখানো হচ্ছে তা ভুয়া ও বানোয়াট। এটা সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অপপ্রয়াস মাত্র। প্রকৃতপক্ষে এ বিষয়ে এ ধরনের কোনও পরিপত্র জারি করা হয়নি।

চিঠিতে উল্লেখ করা হয়, সরকার যখন ব্যাপক আকারে বিনামূল্যে দেশব্যাপী কোভিড টেস্ট কার্যক্রম অব্যাহত ও চলমান রেখেছে সে মুহূর্তে একটি মহল তাদের হীন অপচেষ্টায় সরকারের উজ্জ্বল ভাবমূর্তি নষ্ট করার অপপ্রয়াসে লিপ্ত।

এ অনৈতিক ও বেআইনি কাজে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করে গৃহীত ব্যবস্থাদি এ বিভাগকে অবহিত করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে ওই চিঠিতে।

/এসও/ইউএস/এমওএফ/
সম্পর্কিত
স্বাস্থ্যমন্ত্রীর হুঁশিয়ারিচিকিৎসকের ওপর হামলা ও রোগীর প্রতি অবহেলা সহ্য করা হবে না
ঈদের ছুটিতে স্বাস্থ্যসেবায় কোনও ব্যঘাত ঘটেনি, দাবি স্বাস্থ্যমন্ত্রীর
এপ্রিল থেকে ২০ হাজার টাকা ভাতা পাবেন ইন্টার্ন চিকিৎসকরা
সর্বশেষ খবর
ঢাকা সাব এডিটরস কাউন্সিলের সভাপতি অনিক, সম্পাদক জাওহার
ঢাকা সাব এডিটরস কাউন্সিলের সভাপতি অনিক, সম্পাদক জাওহার
মুম্বাইকে হারিয়ে পয়েন্ট টেবিলের তিনে লখনউ
মুম্বাইকে হারিয়ে পয়েন্ট টেবিলের তিনে লখনউ
তপ্ত রোদেও থামে না তাদের কাজ
আজ মহান মে দিবসতপ্ত রোদেও থামে না তাদের কাজ
মদ ছেড়ে বললেন, ‘মাইলফলক’
মদ ছেড়ে বললেন, ‘মাইলফলক’
সর্বাধিক পঠিত
চুয়াডাঙ্গা জেলায় ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা
চুয়াডাঙ্গা জেলায় ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা
সিস্টেম লস কমাতে সার্বক্ষণিক ম্যাজিস্ট্রেট চায় পেট্রোবাংলা
সিস্টেম লস কমাতে সার্বক্ষণিক ম্যাজিস্ট্রেট চায় পেট্রোবাংলা
এক ফ্রেমে এত ‘সুন্দরী’, স্মৃতিকাতর সকলেই!
এক ফ্রেমে এত ‘সুন্দরী’, স্মৃতিকাতর সকলেই!
সাতক্ষীরার ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড 
সাতক্ষীরার ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড 
আজকের আবহাওয়া: তাপপ্রবাহ অব্যাহত থাকার আভাস
আজকের আবহাওয়া: তাপপ্রবাহ অব্যাহত থাকার আভাস