X
বুধবার, ০১ মে ২০২৪
১৮ বৈশাখ ১৪৩১

পরিধি ও মান বাড়ছে শ্যামপুরের উদ্ভিদ সংগনিরোধ ল্যাবরেটরির

শফিকুল ইসলাম
২৫ আগস্ট ২০২১, ২৩:৩০আপডেট : ২৫ আগস্ট ২০২১, ২৩:৩০

রাজধানীর অদূরে বুড়িগঙ্গা নদীর তীরে শ্যামপুরে কেন্দ্রীয় প্যাকিং হাউজে স্থাপিত উদ্ভিদ সংগনিরোধ ল্যাবরেটরিকে আরও উন্নত এবং এর আয়তন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। উৎপাদিত কৃষিপণ্যের রোগ বালাই শনাক্তকরণে আন্তর্জাতিক মানের ল্যাবরেটরির আদলে উন্নীত করতে কেন্দ্রীয় প্যাকিং হাউজের বিদ্যমান ভৌত অবকাঠামো উন্নয়ন এবং কৃষি পণ্য রফতানি ত্বরান্বিত করার মাধ্যমে কৃষকের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য প্রাপ্তিতে সহায়তার লক্ষ্যে একটি প্রকল্প গ্রহণ করেছে সরকার। পরিকল্পনা কমিশন সূত্রে এসব তথ্য জানা গেছে।

সূত্র জানিয়েছে, কৃষি মন্ত্রণালয়ের উদ্যোগে শতভাগ সরকারের নিজস্ব অর্থায়নে মোট ১৫৬ কোটি ৩৫ লাখ ৮৯ হাজার টাকা ব্যয়ে কেন্দ্রীয় প্যাকিং হাউজে স্থাপিত ‘উদ্ভিদ সংগনিরোধ ল্যাবরেটরিকে আন্তর্জাতিক মানসম্পন্ন ল্যাবরেটরিতে রূপান্তর’- শীর্ষক প্রকল্পটি বাস্তবায়ন করবে কৃষি সম্প্রসারণ অধিদফতর (ডিএই)।

কৃষি মন্ত্রণালয় থেকে পরিকল্পনা কমিশনে পাঠানো প্রকল্প প্রস্তাবনায় বলা হয়েছে- উদ্ভিদ সংগনিরোধ কার্যক্রমে বালাই শনাক্তকরণে আন্তর্জাতিক মানের ল্যাবরেটরি স্থাপনের নিমিত্তে কেন্দ্রীয় প্যাকিং হাউজের বিদ্যমান ভৌত অবকাঠামো উন্নয়ন এবং কৃষি পণ্য রফতানি ত্বরান্বিত করার মাধ্যমে কৃষকের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য প্রাপ্তিতে সহায়তা করার উদ্দেশেই প্রকল্পটি গ্রহণ করা হয়েছে। কেন্দ্রীয় প্যাকিং হাউজ রাজধানী ঢাকার শ্যামপুরে অবস্থিত। আগামী ২০২৩ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে প্রকল্পটি বাস্তবায়িত হবে।

পরিকল্পনা কমিশন জানিয়েছে, প্রকল্পটি ২০২১-২২ অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) বরাদ্দবিহীন অননুমোদিত নতুন প্রকল্প তালিকায় অন্তর্ভুক্ত ছিল। গত মঙ্গলবার (২৪ আগস্ট) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের সভায় প্রকল্পটি অনুমোদন পেয়েছে।

প্রকল্প প্রস্তাবনায় কৃষি মন্ত্রণালয় থেকে বলা হয়েছে- প্রকল্পের আওতায় বিদ্যমান উদ্ভিদ সংগনিরোধ ল্যাবরেটরি ভবনের ৩ হাজার ৩১৫ বর্গফুট সম্প্রসারণ ও ভৌত অবকাঠামো মেরামত করা হবে। ল্যাবরেটরির (মাইকোলজি, ব্যাকটেরিওলজি, ভাইরোলজি, নেমাটোলজি, মাইক্রোবায়োলজি ইত্যাদি) জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি কেনা হবে এবং তা স্থাপন করা হবে। একই প্রকল্পের আওতায় ১৮০ জন কর্মকর্তাকে স্থানীয় প্রশিক্ষণ ও ৬ জন কর্মকর্তাকে বিদেশে প্রশিক্ষণ দেওয়া হবে।

পরিকল্পনা কমিশন জানিয়েছে, সরকারের ৮ম পঞ্চবার্ষিক পরিকল্পনায় শস্য উপখাতের উন্নয়নে গৃহীত অন্যতম কৌশল কৃষির গবেষণা উন্নয়ন ও কৃষিজাত পণ্যের আমদানি ও রফতানি বাড়াতে আন্তর্জাতিক বিধিবিধান অনুসারে ব্যবস্থা গ্রহণ করা সংক্রান্ত কার্যাবলীর সঙ্গে প্রকল্পটি সংগতিপূর্ণ।
পরিকল্পনা কমিশন বলেছে- উদ্ভিদ ও উদ্ভিদজাত পণ্য আমদানি রপ্তানিতে আন্তর্জাতিক উদ্ভিদ সংরক্ষণ কনভেনশনের স্ট্যান্ডার্ড সেটিং বডি কর্তৃক প্রণীত বিধি-বিধান অনুসরণ করার দক্ষতা অর্জন করতে প্রকল্পটি গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
এ প্রসঙ্গে জানতে চাইলে পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম জানিয়েছেন, কৃষিপণ্য রফতানিতে প্রকল্পটি গুরুত্বপূর্ণ অবদান রাখবে। এ ধরনের একটি আন্তর্জাতিক মানের গবেষণাগার আমাদের দেশের জন্য খুবই প্রয়োজন। এ দিক থেকে বিবেচনা করলে প্রকল্পটি সময়োপযোগী।

 
 
/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বেড়েছে রাবার উৎপাদন, আয় এক কোটি ১৭ লাখ টাকা
হলদিয়া রাবার বাগানবেড়েছে রাবার উৎপাদন, আয় এক কোটি ১৭ লাখ টাকা
টিভিতে আজকের খেলা (১ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (১ মে, ২০২৪)
মন্ত্রী-এমপি’র আত্মীয়দের নিয়ে আ.লীগ কী ‘ইউটার্ন’ নিচ্ছে!
উপজেলা নির্বাচনমন্ত্রী-এমপি’র আত্মীয়দের নিয়ে আ.লীগ কী ‘ইউটার্ন’ নিচ্ছে!
‘মানুষের কত ফ্রেন্ড, কাউকে পাশে পাইলে আমার এমন মৃত্যু হইতো না’
‘মানুষের কত ফ্রেন্ড, কাউকে পাশে পাইলে আমার এমন মৃত্যু হইতো না’
সর্বাধিক পঠিত
চুয়াডাঙ্গা জেলায় ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা
চুয়াডাঙ্গা জেলায় ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা
সিস্টেম লস কমাতে সার্বক্ষণিক ম্যাজিস্ট্রেট চায় পেট্রোবাংলা
সিস্টেম লস কমাতে সার্বক্ষণিক ম্যাজিস্ট্রেট চায় পেট্রোবাংলা
এক ফ্রেমে এত ‘সুন্দরী’, স্মৃতিকাতর সকলেই!
এক ফ্রেমে এত ‘সুন্দরী’, স্মৃতিকাতর সকলেই!
সাতক্ষীরার ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড 
সাতক্ষীরার ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড 
আজকের আবহাওয়া: তাপপ্রবাহ অব্যাহত থাকার আভাস
আজকের আবহাওয়া: তাপপ্রবাহ অব্যাহত থাকার আভাস