X
শুক্রবার, ১৬ মে ২০২৫
২ জ্যৈষ্ঠ ১৪৩২

নওয়াব প্যালেস অধিগ্রহণের অনুরোধ মোহাম্মদ আলীর সন্তানের

বগুড়া প্রতিনিধি
১৫ জানুয়ারি ২০১৬, ১৫:০৩আপডেট : ১৫ জানুয়ারি ২০১৬, ১৫:১১

বগুড়ার নওয়াব প্যালেস

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী সৈয়দ মোহাম্মদ আলী চৌধুরীর স্মৃতি বিজড়িত বগুড়ার প্রসিদ্ধ ‘নওয়াব প্যালেস’ বিক্রির চেষ্টা চলছে বলে স্থানীয় সূত্রে জানা যায়। ক্ষমতাসীন দলের প্রভাবশালী নেতা ও ব্যবসায়ীরা এটি নামমাত্র মূল্যে কিনতে যাচ্ছেন। এ অবস্থায় মোহাম্মদ আলীর দ্বিতীয় পক্ষের সন্তান সৈয়দ মাহমুদ আলী বগুড়ার এই ঐতিহাসিক স্থাপনাকে সরকারের অধিগ্রহণের মাধ্যমে রক্ষা করার অনুরোধ জানিয়েছেন। বৃহস্পতিবার দুপুরে বগুড়া প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই অনুরোধের কথা জানান।  

স্থানীয় সূত্র আরও জানায়, পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী মোহাম্মদ আলীর দ্বিতীয় স্ত্রী বেগম আলেয়ার ঘরে সৈয়দ মাহমুদ আলী চৌধুরীর জন্ম। স্বাধীনতার পর মূলত আর্থিক কারণে প্রথমপক্ষের সন্তানরা নওয়াব প্যালেসের অংশ বিক্রি করতে শুরু করেন। বর্তমানে ১.৫৮ একরের ওপর অবস্থিত নওয়াব প্যালেসসহ একটি বিনোদন পার্ক অবশিষ্ট রয়েছে। এ অংশটুকুও বিক্রির চেষ্টা চলছে।

বৃহস্পতিবার দুপুরে সৈয়দ মাহমুদ আলী বগুড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করেন। এ সময় তার অস্ট্রেলীয় স্ত্রী জোডি ম্যাকডোন্যাল্ড ও আইনি উপদেষ্টা অ্যাডভোকেট শাহজাহান আলী তালুকদার উপস্থিত ছিলেন। লিখিত বক্তব্যে মাহমুদ জানান, তার বাবা সৈয়দ মোহাম্মদ আলী চৌধুরীর পৈতৃকভাবে প্রাপ্ত সম্পত্তির ওপর বর্তমানে প্যালেস মিউজিয়াম দাঁড়িয়ে আছে। তার সৎ-ভাই সৈয়দ হাম্মাদ আলী ও সৈয়দ হামদে আলী এবং সহোদর বোন মাহমুদা আলীসহ তিনি উত্তরাধিকার সূত্রে এই প্যালেস মিউজিয়ামের মালিক।

সৈয়দ মাহমুদ আলী ও তার স্ত্রী

তিনি বলেন, নওয়াব প্যালেস ছাড়া বগুড়ার ইতিহাস কল্পনা করা যায়না। বর্তমানে কিছু ব্যক্তি মহলবিশেষের সহায়তায় বগুড়ার ঐতিহ্যবাহী প্যালেস মিউজিয়ামের অস্তিত্ব বিনষ্ট করে হস্তান্তরের চেষ্টা করছে। বগুড়ার এই ঐতিহ্যকে রক্ষায় সরকারকে এটি অধিগ্রহণ করতে অনুরোধ জানাই। এতে আমার বোন মাহমুদা আলীর সমর্থন থাকবে। আমারা দুই ভাইবোন এই সম্পত্তি বিক্রি করতে চাই না। এ বিষয়ে পদক্ষেপ নিতে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সবার হস্তক্ষেপ কামনা করি এবং জনগণকেও এগিয়ে আসার অনুরোধ জানাই।

অস্ট্রেলিয়ান জোডি ম্যাকডোন্যাল্ড তার শ্বশুর পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রীর মোহাম্মদ আলীর স্মৃতি বিজড়িত নওয়াব প্যালেস রক্ষার অনুরোধ জানান। সৈয়দ মাহমুদ আলীর লিগ্যাল অ্যাডভাইজার অ্যাডভোকেট শাহজাহান আলী জানান, নওয়াব প্যালেস বিক্রি বন্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা তিনি নেবেন।

/এইচকে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বদলি হজ কী, নারী কি পুরুষের বদলি হজ আদায় করতে পারবে?
বদলি হজ কী, নারী কি পুরুষের বদলি হজ আদায় করতে পারবে?
সাদকে ছয় মাসের নিষেধাজ্ঞা
সাদকে ছয় মাসের নিষেধাজ্ঞা
তৃতীয় দিনের মতো যমুনার সামনে জবির আন্দোলনকারীরা
তৃতীয় দিনের মতো যমুনার সামনে জবির আন্দোলনকারীরা
নতুনভাবে সাজানো হচ্ছে সর্বজনীন পেনশন ব্যবস্থাপনা
বাজেট: অর্থবছর ২০২৫-২৬নতুনভাবে সাজানো হচ্ছে সর্বজনীন পেনশন ব্যবস্থাপনা
সর্বাধিক পঠিত
শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সতর্ক করে জরুরি নির্দেশনা মাউশির
শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সতর্ক করে জরুরি নির্দেশনা মাউশির
কমলো স্বর্ণের দাম, কার্যকর শুক্রবার থেকে
কমলো স্বর্ণের দাম, কার্যকর শুক্রবার থেকে
ফ্যাক্টরি পোড়ানোর হুমকি দেওয়া সেই বিএনপি নেতাকে বিমানবন্দর থেকে আটক
ফ্যাক্টরি পোড়ানোর হুমকি দেওয়া সেই বিএনপি নেতাকে বিমানবন্দর থেকে আটক
জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল অধ্যাদেশ অনুমোদন
জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল অধ্যাদেশ অনুমোদন
বাংলাদেশসহ ৫ রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশের অনুষ্ঠান স্থগিত করলো ভারত
বাংলাদেশসহ ৫ রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশের অনুষ্ঠান স্থগিত করলো ভারত