X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

শরণার্থী ও অভিবাসন নিয়ে বাংলাদেশ-যুক্তরাজ্য আলোচনা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ সেপ্টেম্বর ২০২১, ১৯:০৪আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২১, ১৯:০৪

আফগানিস্তানের চলমান ঘটনা নিয়ে আলোচনা করেছে বাংলাদেশ ও যুক্তরাজ্য। দুই দেশের মধ্যে চতুর্থ কৌশলগত সংলাপে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন ও যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডার-সেক্রেটারি ফিলিপ বারটনের মধ্যে বৃহস্পতিবার লন্ডনে বিষয়টি নিয়ে আলোচনা হয়। এ ছাড়াও রোহিঙ্গা সমস্যার টেকসই সমাধান নিয়ে আঞ্চলিক ও আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ দেশগুলোর সম্পৃক্ত হওয়ার ক্ষেত্রে দুইদেশ একমত হয়েছে বলেও জানা গেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও বৈশ্বিক বিষয় নিয়ে বাংলাদেশ-যুক্তরাজ্যের মধ্যে আরও আলোচনার প্রয়োজন আছে বলে বৈঠকে মত প্রকাশ করেন ফিলিপ বারটন।

 

আঞ্চলিক স্থিতিশীলতা

সিরিয়া ও আফগানিস্তানে যুদ্ধ শুরুর পর লাখ লাখ শরণার্থী নিজ দেশ থেকে পালিয়ে ইউরোপ ও আমেরিকার দেশগুলোতে আশ্রয় নিয়েছিল, এখনও নিচ্ছে। কিন্তু মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গারা এখনও বাংলাদেশেই আছে।

এ প্রেক্ষাপটে এ অঞ্চলে স্থিতিশীলতা রক্ষায় বাংলাদেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে মনে করে যুক্তরাজ্য। বাংলাদেশের এই ভূমিকা দেশটির ইন্দো-প্যাসিফিক কৌশলের ক্ষেত্রে প্রাসঙ্গিক বলেও বৈঠকে জানান বারটন।

 

ভ্রমণ নিষেধাজ্ঞা

কোভিডের কারণে বাংলাদেশ, ভারতসহ কয়েকটি দেশে ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছিল যুক্তরাজ্য। এরমধ্যে ভারতের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিলেও বাংলাদেশ এখনও রেড লিস্টে রয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভ্রমণ নিষেধাজ্ঞার বিষয়টি অগ্রাধিকার ভিত্তিতে পুনর্বিবেচনা করতে যুক্তরাজ্যকে অনুরোধ করেন মাসুদ বিন মোমেন। তিনি তাদের জানান, বর্তমানে বাংলাদেশে কোভিড পরিস্থিতির উন্নতি হচ্ছে।

এদিকে, বাংলাদেশে জিনোম সিকুয়েন্স সংক্রান্ত সহযোগিতা বৃদ্ধির বিষয়েও দুইপক্ষ একমত হয়েছে।

 

অভিবাসন সংলাপ

দুই দেশের মধ্যে মসৃণ অভিবাসনের জন্য অংশীদারিত্ব তৈরির বিষয়ে একটি সংলাপ আয়োজনের বিষয়েও একমত হয়েছে বাংলাদেশ ও যুক্তরাজ্য।

এ ছাড়া সন্ত্রাসবাদ দমন, মানবাধিকার রক্ষা, আকাশ ও সমুদ্র যোগাযোগ, সাইবার সিকিউরিটিসহ অন্যান্য বিষয়ে বাংলাদেশ ও যুক্তরাজ্যের দুই প্রতিনিধি একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

 

 

/এসএসজেড/এফএ/
সম্পর্কিত
ফিরলেন ১৭৩ বাংলাদেশি, মিয়ানমারে ফেরত যাবেন ২৮৮ জন
কাতারের আমিরের সফররাজনৈতিক সম্পর্ক জোরালো হয়েছে ঢাকা ও দোহার মধ্যে
পাঁচ দিনের সফরে থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী
সর্বশেষ খবর
ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল গ্র্যাজুয়েট হলেন ১৯ জ্যেষ্ঠ রাজনীতিক
ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল গ্র্যাজুয়েট হলেন ১৯ জ্যেষ্ঠ রাজনীতিক
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
দক্ষিণ লেবাননে ‘আক্রমণাত্মক পদক্ষেপ’ নিচ্ছে ইসরায়েল
দক্ষিণ লেবাননে ‘আক্রমণাত্মক পদক্ষেপ’ নিচ্ছে ইসরায়েল
চট্টগ্রাম বন্দর দিয়ে ৯ মাসে ৪৩৫৫ কোটি ডলারের পণ্য রফতানি
চট্টগ্রাম বন্দর দিয়ে ৯ মাসে ৪৩৫৫ কোটি ডলারের পণ্য রফতানি
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
তাপপ্রবাহের গেটওয়ে যশোর-চুয়াডাঙ্গা
তাপপ্রবাহের গেটওয়ে যশোর-চুয়াডাঙ্গা