X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

যশোর থেকে চট্টগ্রাম ও কক্সবাজারে ইউএস-বাংলার ফ্লাইট শুরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ সেপ্টেম্বর ২০২১, ১৫:৫৯আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২১, ১৬:০৪

যশোর থেকে চট্টগ্রাম ও কক্সবাজার রুটে ফ্লাইট চালু করেছে বেসরকারি এয়ারলাইন্স ইউএস-বাংলা।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) সকালে যশোর বিমানবন্দর থেকে এই দুই রুটের ফ্লাইট উদ্বোধন করেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী।

সপ্তাহের রবি, মঙ্গল ও বৃহস্পতিবার যশোর থেকে সকাল ৯টা ১৫ মিনিটে চট্টগ্রামের উদ্দেশ্যে উড্ডয়ন করবে ইউএস বাংলার ফ্লাইট। একই দিন বিকাল ৫টা ১০ মিনিটে চট্টগ্রামের হযরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যশোরের উদ্দেশ্যে যাত্রা করবে ফ্লাইটগুলো।

তাছাড়া, কক্সবাজার রুটে সপ্তাহে চারদিন শনি, সোম, বুধ ও শুক্রবার দুপুর ১টা ৪৫ মিনিটে যশোর থেকে কক্সবাজারের উদ্দেশ্যে ফ্লাইট ছেড়ে যাবে। একই দিন কক্সবাজার থেকে বিকাল ৩টা ২৫ মিনিটে যশোরের উদ্দেশ্যে ছেড়ে যাবে।

উদ্বোধনী বক্তব্যে প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী বলেন,   যশোর, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ব্যবসা, পর্যটন ও শিল্পকে সম্প্রসারণ করতে এই ফ্লাইটগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমরা চাই এয়ারলাইন্সগুলো দেশের গণ্ডি পেরিয়ে পৃথিবীর সব দেশে বাংলাদেশের পতাকাবহন করে ফ্লাইট পরিচালনা করুক।

অনুষ্ঠানে ইউএস-বাংলা এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বলেন, এই দুই রুটে ফ্লাইট চালুর মধ্য দিয়ে আজ বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের ঐতিহাসিক যাত্রা শুরু হলো। বৃহত্তর যশোর অঞ্চলের যাত্রীদের সময় ও খরচকে প্রাধান্য দিয়ে চালু হওয়া এই ফ্লাইট ছিল বহুদিনের কাঙ্ক্ষিত। ২০১৪ সালে ইউএস-বাংলা এয়ারলাইন্স মাত্র ১৫০ জন স্টাফ নিয়ে যাত্রা শুরু করে। বর্তমানে এয়ারলাইন্সটির বহরে রয়েছে ১৪টি নতুন এয়ারক্রাফট। আগামী ২ বছরের মধ্যে আরও ১৬টি ব্র্যান্ড নিউ এয়ারক্রাফট ক্রয় করে ফ্লাইট পরিচালনা করার পরিকল্পনা রয়েছে আমাদের।

প্রতিমন্ত্রী ফিতা কেটে যশোর-চট্টগ্রাম ফ্লাইটের উদ্বোধন করেন। এয়ারক্রাফটে ঢুকে যাত্রীদের শুভেচ্ছা জানান।

সকল প্রকার ট্যাক্স ও সার চার্জসহ যশোর থেকে চট্টগ্রামে একমুখী যাতায়াতের ন্যূনতম ভাড়া ৬,০০০ টাকা ও রিটার্ন ভাড়া ১২,০০০ টাকা। এছাড়া যশোর থেকে কক্সবাজারে একমুখী যাতায়াতের ন্যূনতম ভাড়া ৬,৫০০ টাকা ও রিটার্ন ভাড়া ১৩,০০০ টাকা। অন্যদিকে, সৈয়দপুর থেকে চট্টগ্রামের একমুখী ন্যূনতম ভাড়া ৬,২০০ টাকা ও রিটার্ন ভাড়া ১২,৪০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

/সিএ/এমএস/
সম্পর্কিত
উজবেকিস্তানে সরাসরি ফ্লাইট চালাবে বিমান
শাহজালালে তিন দিন ৩ ঘণ্টা করে বন্ধ থাকবে ফ্লাইট ওঠানামা
মে থেকে বাংলাদেশে ফ্লাইট শুরু করবে ইথিওপিয়ান এয়ারলাইন্স
সর্বশেষ খবর
প্রিমিয়ার লিগে আবাহনী-মোহামেডান যত টাকা পেলো
প্রিমিয়ার লিগে আবাহনী-মোহামেডান যত টাকা পেলো
ন্যাশনাল ব্যাংক দখল হয়নি, বললেন নতুন চেয়ারম্যান
ন্যাশনাল ব্যাংক দখল হয়নি, বললেন নতুন চেয়ারম্যান
সিটি টোলের নামে চাঁদাবাজি বন্ধের সুপারিশ সাঈদ খোকনের
সিটি টোলের নামে চাঁদাবাজি বন্ধের সুপারিশ সাঈদ খোকনের
তাপমাত্রা বাড়ায় কিছু লোডশেডিং হলেও এখন অবস্থা ভালো: নসরুল হামিদ
তাপমাত্রা বাড়ায় কিছু লোডশেডিং হলেও এখন অবস্থা ভালো: নসরুল হামিদ
সর্বাধিক পঠিত
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া