X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

অর্থনৈতিক মুক্তি সংগ্রামের ডাক দেন বঙ্গবন্ধু

উদিসা ইসলাম
১৫ ডিসেম্বর ২০২১, ০৮:০০আপডেট : ১৫ ডিসেম্বর ২০২১, ০৮:০০

(বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত তথ্যের ভিত্তিতে বঙ্গবন্ধুর সরকারি কর্মকাণ্ড ও তার শাসনামল নিয়ে মুজিববর্ষ উপলক্ষে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশ করছে বাংলা ট্রিবিউন। আজ পড়ুন ১৯৭৩ সালের ১৫  ডিসেম্বরের ঘটনা।)

১৯৭৩ সালের ১৬ ডিসেম্বর জাতীয় দিবস ও মহান বিজয় দিবসের আগে ১৫ ডিসেম্বর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক ভাষণে বলেন, ‘আজকের এদিন লাখো শহীদের রক্তে রাঙানো দিন। এদিন লাখো মা-বোনের অশ্রুভেজা দিন। আজ সাড়ে সাত কোটি বাঙালির স্বপ্নসাধ ও পরম আকাঙ্ক্ষা পূরণে যুদ্ধের শেষ। এবারের সংগ্রাম অর্থনৈতিক মুক্তির সংগ্রাম।’ তিনি বলেন, গরিব কৃষক শ্রমিকের মুখে যতদিন হাসি না ফুটবে, যতদিন সুখী সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন সফল না হবে, যতদিন বাংলাদেশের কৃষক, মজুর, দুঃখী মানুষের সব যুদ্ধের অবসান না হবে, ততদিন তাঁর মনে স্বস্তি ফিরবে না। তিনি দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে বলেন, ‘আসুন, এই দিনে অভাব, দারিদ্র্য, অজ্ঞতা ও অন্ধকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে সংগ্রাম ঘোষণা করে সরাসরি চোরাচালান, কালোবাজারি, অসৎ ব্যবসায়ী, দুর্নীতিবাজ ও সুদখোরের বিরুদ্ধে লড়াই করি।’

বঙ্গবন্ধু বলেন, ‘এই সংগ্রামে জয়লাভ করতে পারলে সোনার বাংলা গড়ে তোলা সফল হবে। না হলে যে ৩০ লাখ বাঙালি স্বাধীনতার জন্য প্রাণ দিয়েছে, তা অর্থহীন হয়ে যায়।’ বঙ্গবন্ধু বলেন, বাংলাদেশের স্বাধীনতার জন্য তিনি চিরদিন জনগণের সঙ্গে থেকে সংগ্রাম করেছেন।

তিনি বলেন, ‘স্বাধীনতা সংগ্রামের চাইতেও দেশ গড়ার সংগ্রাম বেশি কঠিন। দেশ গড়ার সংগ্রামে অধিক পরিমাণে ধৈর্য এবং আরও বেশি পরিমাণে প্রয়োজন শ্রম। স্বাধীনতা সংগ্রামে আমাদের ২৫ বছর সময় লেগেছে। দেশ গড়ার সংগ্রামে আরও বেশি সময় লাগার কথা। কিন্তু আমি নির্দ্বিধায় বলতে পারি যে, আমরা যদি সৎ পথে থেকে নিজ নিজ দায়িত্ব পালন করি, ঐক্যবদ্ধ থাকি, আরেকটু কষ্ট করে একটু বেশি পরিমাণ পরিশ্রম করি, তাহলে ইনশাআল্লাহ কয়েক বছরের মধ্যে আমাদের স্বপ্নের বাংলা আবারও সোনার বাংলায় পরিণত হবে।’

দৈনিক ইত্তেফাক, ১৬ ডিসেম্বর ১৯৭৩

বাংলাদেশ যুদ্ধের ধাক্কা কাটিয়ে উঠছে

যুদ্ধের পর পুনর্গঠনের ক্ষেত্রে বাংলাদেশের সাফল্য বিশ্ব স্বীকৃতি দেয়। ব্রিটিশ সংসদীয় প্রতিনিধি দলের সদস্যরা এ কথা বলেন। ব্রিটিশ সংসদীয় প্রতিনিধি দলটি ১৯৭৩ সালের এই সময়টায় বাংলাদেশ সফর করে। তারা বলেন, বাংলাদেশ যুদ্ধের ধাক্কা সাফল্যজনকভাবে কাটিয়ে উঠেছে এবং বাংলাদেশ সরকারের কর্ম সাফল্যে পূর্ণ আস্থা আছে জনগণের। তারা আরও বলেন, সম্প্রতি ঘোষিত পঞ্চবার্ষিকী পরিকল্পনা যুদ্ধের ধ্বংসকে কাটিয়ে ওঠার এক সাক্ষ্য বহন  করে। বাসসের খবরে বলা হয়, কমনস সভা কমিটির রুমে ব্রিটিশ বাংলাদেশ সমিতির উদ্যোগে আয়োজিত সংবর্ধনা সভায় ব্রিটিশ সংসদীয় দলের সদস্যরা তাদের ১১ দিনব্যাপী বাংলাদেশ সফরের অভিজ্ঞতা বর্ণনা করেন।

খুশি হয়েছে যুগোস্লাভিয়ার প্রতিনিধি দল

বাংলাদেশ সফরে আগত যুগোস্লাভিয়ার পাঁচ সদস্যবিশিষ্ট প্রতিনিধি দল ভেলজিক মেনাতোভিকের নেতৃত্বে এদিন সন্ধ্যায় গণভবনে বঙ্গবন্ধুর সঙ্গে দেখা করেন। বঙ্গবন্ধুর সঙ্গে সাক্ষাতের পর ভেলজিক মেনাতোভিক বলেন, বাংলাদেশের জাতীয় নেতার সঙ্গে দেখা করে তারা অত্যন্ত খুশি হয়েছেন। বঙ্গবন্ধুর সঙ্গে যুগোস্লাভ প্রতিনিধি দলের বৈঠকের সময় সেদেশের রাষ্ট্রদূত এবং মোস্তফা সারোয়ার ও আব্দুস সাত্তারসহ কয়েকজন আওয়ামী লীগ নেতা উপস্থিত ছিলেন। প্রতিনিধি দল আওয়ামী লীগের আমন্ত্রণে বাংলাদেশ সফরে এসেছে। তারা যুগোস্লাভিয়ার সোশ্যালিস্ট অ্যালায়েন্স ও আওয়ামী লীগের সহযোগিতা বৃদ্ধির ব্যাপারে ঐকমত্য পোষণ করেন।

দি বাংলাদেশ অবজারভার, ১৬ ডিসেম্বর ১৯৭৩ শান্তি, সুখ ও সমৃদ্ধির জন্য চাই নিরলস সাধনা

মহান জাতীয় বিজয় দিবসে রাষ্ট্রপতি বিচারপতি আবু সাঈদ চৌধুরী জাতির উদ্দেশে এক বাণীতে বলেন, ‘প্রিয় দেশবাসী, জাতীয় দিবসের শুভলগ্নে আমরা শ্রদ্ধাভরে স্মরণ করি স্বাধিকার ও স্বাধীনতা সংগ্রামের লাখ লাখ অমর শহীদকে। পুষ্পসমাধিতে শ্রদ্ধা নিবেদন করি। দেশের অগণিত মানুষের সহায়-সম্বল স্বজন হারানোর মর্মবেদনার কথা স্মরণ করি। কিন্তু শুধু এটা করে তাদের প্রতি আমাদের প্রকৃত শ্রদ্ধা নিবেদন সম্পন্ন হতে পারে না। তাই আমাদের প্রত্যেককে করতে হবে নিরলস সাধনা। বঙ্গবন্ধুর আহ্বানে একদিন স্বাধীনতা সংগ্রাম আরম্ভ হয়েছিল। আজ আবারও তাঁর ডাকে দেশ গড়ার সংগ্রাম শুরু হয়েছে। দেশ গড়ার সংগ্রামে সাফল্যের জন্য সবচাইতে বড় প্রয়োজন আদর্শ নিয়ে কঠোর পরিশ্রম করে যাওয়া।’

/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি: প্রধানমন্ত্রী
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনাল আজ
বঙ্গবন্ধু গোল্ডকাপ গিনেস বুকে ওঠানোর উদ্যোগ
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!