X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

অর্থনৈতিক প্রবৃদ্ধিতে বাংলাদেশ বিশ্বের রোল মডেল: কাজী নাবিল আহমেদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ ফেব্রুয়ারি ২০২২, ২২:৪১আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২২, ২২:৪১

যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গত ১৩ বছরে বাংলাদেশের বিরল অর্থনৈতিক প্রবৃদ্ধি হয়েছে। যা সারা বিশ্বে আলোচিত এবং সারা বিশ্বে এটি রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) ‘নীতি নির্ধারণে আর্থিক তত্ত্ব-উপাত্ত সংক্রান্ত তথ্যের উন্নয়নের চ্যালেঞ্জ’ বিষয়ক এক সংলাপে তিনি এ কথা বলেন। সংলাপের আয়োজন করে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিত এ সংলাপে সহযোগিতা করেছে দ্য এশিয়া ফাউন্ডেশন।

এই সংলাপে  জনপ্রতিনিধি, গবেষক ও উন্নয়ন বিশ্লেষকরা আলোচনা করেন। তারা মনে করেন, বাজেট প্রণয়ন, নীতি-নির্ধারণসহ বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন তথ্য মানসম্পন্ন এবং স্বচ্ছ হওয়া প্রয়োজন।  আলোচকরা বলেন, গুরুত্বপূর্ণ ব্যবহারকারীসহ সবার জন্য এসব তথ্য সহজলভ্য হওয়ার বিষয়টিও জরুরি। তবে বাস্তবতা ভিন্ন। তথ্যের ঘাটতি, অস্পষ্টতা এবং বিভিন্ন সংস্থার তথ্যের মধ্যে ভিন্নতা রয়েছে। এমনকি চাহিদা জানিয়েও সরকারি কর্মকর্তাদের কাছে তথ্য পাওয়া যায় না বলে উল্লেখ করেন অনেকে।

সংলাপে অংশ নেওয়া জনপ্রতিনিধি, গবেষক ও উন্নয়ন বিশ্লেষকরা মনে করেন, উন্নয়ন আখ্যানের সঙ্গে সম্পূরক তথ্যের হয়তো মিল থাকবে না, কিংবা এ নিয়ে সংকট তৈরি হয় কিনা, এ রকম রাজনৈতিক সংশয় থেকেই তথ্য প্রকাশ হতে না দেওয়ার প্রবণতা থাকতে পারে। এজন্য তথ্যের গুণমান, অবাধ ও স্বচ্ছতা আনার ক্ষেত্রে রাজনৈতিক প্রণোদনার প্রয়োজনীতার কথা বলেছেন তারা।

সিপিডির ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্যের সঞ্চালনায় সংলাপে বক্তব্য দেন সংস্থার নির্বাহী চেয়ারম্যান বিশিষ্ট অর্থনীতিবিদ ড. রেহমান সোবহান, বিশ্ব ব্যাংকের ঢাকা অফিসের সাবেক মুখ্য অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন, সরকারি হিসাব সংক্রান্ত সংসদীয় কমিটির চেয়ারম্যান ড. আব্দুস শহীদ, সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী ও শামীম হায়দার পাটোয়ারী।

সংলাপে  কাজী নাবিল আহমেদ বলেন, ‘অর্থনৈতিক প্রবৃদ্ধি সংক্রান্ত যেসব তথ্য উপাত্ত আছে, আমরা সবাই এ ব্যাপারে অবগত আছি। বিশেষ করে গত দু'বছর ধরে সারা পৃথিবীজুড়ে করোনাভাইরাস ছড়িয়ে পড়ে। আমরা দেখেছি, পৃথিবীর অনেক উন্নত দেশেও এই মহামারিতে নেগেটিভ প্রবৃদ্ধি হয়েছে। সেখানে প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা অনেক ভালো অবস্থায় আছি।’

কাজী নাবিল আহমেদ এমপি বলেন, ‘বর্তমানে আমাদের সবচেয়ে বড় সাফল্য হলো ভ্যাকসিনেশন। অর্থনীতি চালু রাখতে গেলে এই ভ্যাকসিনেশন জরুরি ছিল। আমরা এই ভ্যাকসিনেশনের ক্ষেত্রে সফল হয়েছি।’

তিনি জানান, গত একবছরে ১৬ কোটির বেশি ডোজ টিকা দেওয়া হয়ে গেছে। প্রথম ডোজ, দ্বিতীয় ডোজ এবং বর্তমানে বুস্টার ডোজ চলছে। বর্তমানে  স্কুলশিক্ষার্থীদের ভ্যাকসিন দেওয়া হচ্ছে।

অর্থনীতি ভালো রাখতে হলে আগে মানুষের স্বাস্থ্য ভালো থাকা জরুরি মন্তব্য করে তিনি বলেন, ‘গ্যাস, পেট্রোলিয়াম যা-ই বলি না কেন, আমরা সবাই যদি ভালো থাকি, তাহলে অর্থনীতি ভালো থাকবে। অর্থাৎ  স্বাস্থ্য সুরক্ষা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।’

তিনি উল্লেখ করেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে। একইভাবে অর্থনীতিকে গতিশীল রাখতে প্রধানমন্ত্রী প্রণোদনাও ঘোষণা দিয়েছেন। ২০২০ সালের মার্চে বাংলাদেশে করোনার প্রাদুর্ভাব দেখা দেয়। পরের মাস এপ্রিলেই সরকার প্রণোদনা ঘোষণা করে। এর সুফল প্রত্যন্ত অঞ্চলের মানুষজন পেয়েছেন বলেও জানান তিনি।

কাজী নাবিল বলেন, ‘আমার সংসদীয় এলাকা যশোরের বিভিন্ন এলাকায় গত একবছরে আমি দেখেছি, প্রত্যন্ত অঞ্চলের মানুষকে যে সুযোগ-সুবিধা দেওয়া হয়েছে, সে কারণে এলাকার মানুষজন ভালো আছে।’ বিভিন্ন এলাকার জনপ্রতিনিধিদের মাধ্যমে অত্যন্ত সুচারুভাবে সেগুলো বিতরণ করা হয়েছে বলেও দাবি করেন তিনি। তিনি উল্লেখ করেন, দু'একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া ৯৮ ভাগ কাজই সুচারুভাবে হয়েছে।

কাজী নাবিল আহমেদ বলেন, ‘সরকার করোনার প্রাথমিক পর্যায়ে যে পদক্ষেপ নিয়েছিল, তার রেজাল্ট আমরা পেয়েছি। দেশের মানুষ পেয়েছে। এরপর দ্বিতীয় এবং ডেল্টা ওয়েভ শুরু হয়। এক্ষেত্রেও আমরা অনেক ভালো করেছি। কিন্তু পার্শ্ববর্তী দেশ ভারতে লাশের স্তূপ দেখা গেছে। শ্মশান ঘাটে সিরিয়াল পড়ে গেছে।’

তিনি বলেন, ‘সরকারের যে বিভিন্ন সাফল্য আছে, সেই সাফল্যের বিষয়ে অনেক তথ্যের কিছু হয়তো ঘাটতিও থাকতে পারে। সেই তথ্য যদি আমরা শেয়ার করতে পারি এবং সাধারণ মানুষের মধ্যে  সেই তথ্যগুলো যদি আমরা যথাযথভাবে তুলে ধরতে পারি, তাহলে মানুষের কাছে আমাদের সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা তৈরি হবে।’

সংসদ সদস্য নাবিল আহমেদ বলেন,  ‘আমাদের সংসদ সদস্যদের একটি নিয়মিত কাজ মাসিক মিটিংয়ে উপস্থিত হওয়া। এই মিটিং থেকে এলাকার বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের মাধ্যমে বিভিন্ন কাজের অগ্রগতি ও বাস্তব পরিস্থিতির তথ্যগুলো আমরা জানতে পারি। কী পরিমাণ ভিজিডি কার্ড বিতরণ করা হয়েছে,কী পরিমাণ ভাতা কার্ড বিতরণ করা হয়েছে। সেইসব তথ্য আমাদেরকে জানান— ইউএনও বা  উপজেলা নির্বাহী কর্মকর্তা, ইউনিয়নের চেয়ারম্যান এবং ইউনিয়নের সচিবরা।’

তিনি আরও বলেন, ‘আমাদের সংসদীয় এলাকার কর্মকর্তাদেরকে বলেছি, তারা যেন প্রতি তিন মাস বা ছয় মাসের কাজের অগ্রগতি ও বাস্তব পরিস্থিতি আমাদেরকে জানান এবং কী কাজ হচ্ছে এক্সেল শিটে তৈরি করে দেন আমাদেরকে।’

তিনি বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে করোনাকালে   সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছি— আমার এলাকায় স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি। প্রত্যেকটি ইউনিয়নে  কী পরিমাণ ভ্যাকসিন দেওয়া হয়েছে, স্বাস্থ্য কর্মকর্তারা এ ব্যাপারে কী ভূমিকা রাখছেন। জেলা স্বাস্থ্য কর্মকর্তা ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বলতে পারছেন— এ পর্যন্ত কতগুলো ভ্যাকসিন এসেছে, আর কতগুলো ভ্যাকসিন দেওয়া হয়েছে।’

কাজী নাবিল বলেন, ‘আমরা যেসব কাজ করছি, তার ফলেই দেশের অর্থনৈতিক উন্নয়ন হচ্ছে। অর্থনৈতিক প্রবৃদ্ধি হচ্ছে।’ তিনি মনে করেন, অর্থনৈতিক উন্নয়ন ও প্রবৃদ্ধির বিষয়ে সাপোর্টিং তথ্য সরবরাহ করার ক্ষেত্রে সংশ্লিষ্টদের আরও উদ্যোগী হতে হবে। আমরা যত এগিয়ে যেতে থাকবো, তথ্যের চাহিদা তত বাড়তে থাকবে। এ কারণে বলা হয়ে থাকে, তথ্যই সব ক্ষমতার উৎস। আমরা বড় বড় কোম্পানি বলি, অ্যামাজন বলি, ফেসবুক বা গুগোল বলি, তাদের মূল শক্তি তথ্য। সরকারের মূল শক্তি মানুষ, আর মানুষের কাছে গুরুত্বপূর্ণ  হলো তথ্য।

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
যশোরে ঈদের প্রধান জামাতে অংশ নিলেন কাজী নাবিল এমপি
একটি ভাষণের মধ্য দিয়ে একটি জাতির জন্ম হয়: কাজী নাবিল
২৫ মার্চ গণহত্যার উদ্দেশ্য ছিল বাঙালি জাতিকে নিঃশেষ করা: কাজী নাবিল এমপি
সর্বশেষ খবর
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
শনিবার গ্যাস থাকবে না যেসব এলাকায়
শনিবার গ্যাস থাকবে না যেসব এলাকায়
জলবায়ু অভিযোজনে সহায়তা দ্বিগুণের সিদ্ধান্ত বাস্তবায়নের আহ্বান পরিবেশমন্ত্রীর
জলবায়ু অভিযোজনে সহায়তা দ্বিগুণের সিদ্ধান্ত বাস্তবায়নের আহ্বান পরিবেশমন্ত্রীর
গাজার ধ্বংসস্তূপ পরিষ্কারে ১৪ বছর লাগতে পারে: জাতিসংঘ
গাজার ধ্বংসস্তূপ পরিষ্কারে ১৪ বছর লাগতে পারে: জাতিসংঘ
সর্বাধিক পঠিত
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী