X
সোমবার, ০৫ মে ২০২৫
২২ বৈশাখ ১৪৩২

শ্রুতিলেখকের জন্য ২৫ শতাংশ সময় বেশি পাবে পরীক্ষার্থীরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ মার্চ ২০২২, ১৯:১৬আপডেট : ২০ মার্চ ২০২২, ১৯:২০

নিয়োগ ও অ্যাকাডেমিক পরীক্ষায় শ্রুতিলেখক নিয়োগে অভিন্ন নীতিমালা তৈরি করছে সমাজকল্যাণ মন্ত্রণালয়। এক্ষেত্রে নির্ধারিত প্রতিবন্ধীরা পরীক্ষার নির্ধারিত সময়ের চেয়ে এক-চতুর্থাংশ অতিরিক্ত সময় পাবে। প্রতিবন্ধীদের জন্য প্রয়োজনীয় শ্রুতিলেখকদের যোগ্যতাও নির্ধারণ করা হচ্ছে এই নীতিমালায়।

সমাজকল্যাণ মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি খসড়া নীতিমালা প্রণয়ন করে রবিবার (২০ মার্চ) অনুষ্ঠিত সংসদীয় কমিটির বৈঠকে উপস্থাপন করেছে। বৈঠকের কার্যপত্র থেকে এ তথ্য জানা গেছে।

নীতিমালা প্রণয়নের যৌক্তিকতা তুলে ধরে বলা হয়—নিয়োগ পরীক্ষাসহ বিভিন্ন পাবলিক পরীক্ষায় শ্রুতিলেখকের বিধান চালু থাকলেও প্রতিটি কর্তৃপক্ষ নিজস্ব পদ্ধতিতে এটা করে থাকে। প্রতিষ্ঠানভেদে শ্রুতিলেখক নিয়োগের বিষয়টি ভিন্ন ভিন্ন হওয়ায় প্রতিবন্ধীদের নানা বিড়ম্বনায় পড়তে হয়। যার কারণে এই অভিন্ন নীতিমালা প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

খসড়া নীতিমালা থেকে জানা গেছে, এতে অ্যাকাডেমিক ও নিয়োগে শ্রুতিলেখকের সাহায্য নিয়ে পরীক্ষায় অংশগ্রহণকারী প্রতিবন্ধী শিক্ষার্থীরা নির্ধারিত সময়ের চেয়ে এক-চতুর্থাংশ সময় বেশি পাবেন। অর্থাৎ প্রতি ঘণ্টার সময়ের বিপরীতে ১৫ মিনিট সময় অতিরিক্ত পাবে। এক ঘণ্টার কম সময়ের পরীক্ষার জন্য অতিরিক্ত সময় হবে আনুপাতিক হারে। তবে পরীক্ষার্থীর প্রাপ্তি যত কমই হোক না কেন অতিরিক্ত সময় ন্যূনতম পাঁচ মিনিটের কম হবে না।

যে সকল প্রতিবন্ধী শিক্ষার্থীদের শ্রুতিলেখকের প্রয়োজন হয় না তবে ধীরগতিতে নিজহাতে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে তারাও একই হারে অতিরিক্ত সময় পাবে।

প্রতিবন্ধী না হলেও আকস্মিক দুর্ঘটনাজনিত কারণে কেউ নিজ হাতে লিখতে অপারগ হলে শ্রুতিলেখক নিয়োগ পরীক্ষা দিতে চাইলে সিভিল সার্জন প্রদত্ত চিকিৎসা সনদ প্রদর্শন করে পরীক্ষা দিতে পারবে।

শ্রুতিলেখকদের যোগ্যতার ক্ষেত্রে খসড়া নীতিমালায় বলা হয়েছে- পিএসসি (প্রাথমিক শিক্ষা সমাপনী) ও জেএসসি পরীক্ষার ক্ষেত্রে শ্রুতিলেখক হবে প্রতিবন্ধী পরীক্ষার্থীর চেয়ে একশ্রেণীর নিম্নে অধ্যয়নরত যে কোনও শিক্ষার্থী; এসএসসি পরীক্ষার ক্ষেত্রে শ্রুতিলেখক হবে জেএসসি পাস বা নবম শ্রেণীতে অধ্যায়নরত যে কোনও শিক্ষার্থী; এইচএসসি পরীক্ষার ক্ষেত্রে শ্রুতিলেখক হবে এসএসসি পাশ বা একাদশ শ্রেণিতে অধ্যায়নরত যে কোন শিক্ষার্থী; স্নাতক বা ডিগ্রির ক্ষেত্রে শ্রুতিলেখক হবে প্রতিবন্ধী শিক্ষার্থীরা একশ্রেণীর নিম্নে এবং বিভিন্ন বিভাগে অধ্যায়নরত যেকোনও শিক্ষার্থী। বিদ্যালয় ও কলেজগুলোতে তাদের সাময়িকসহ অন্যান্য অ্যাকাডেমিক পরীক্ষার শ্রুতিলেখকের ক্ষেত্রেও একই বিধান প্রযোজ্য হবে।

এদিকে সরকারি-বেসরকারিসহ সব ধরনের চাকরির নিয়োগের পরীক্ষায় শ্রুতিলেখক প্রতিবন্ধী ব্যক্তির চেয়ে এক গ্রেড বা একধাপ নিম্নে শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন হবে বলে এতে বলা হয়। এছাড়া বিএড ও বিপিএডসহ প্রফেশনাল কোর্সের ক্ষেত্রে ওই প্রফেশনাল কোর্স করেনি এমন যে কোন শিক্ষাগত যোগ্যতাসম্পন্ন শিক্ষার্থী শ্রুতিলেখক হতে পারবে।

নীতিমালায় বলা হয়েছে- অ্যাকাডেমিক ও চাকরির পরীক্ষার ক্ষেত্রে প্রতিবন্ধী শিক্ষার্থী নিজ উদ্যোগে শ্রুতিলেখক সংগ্রহ করবেন। এক্ষেত্রে একাধিক শ্রুতিলেখককে মনোনয়নের জন্য তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠাবেন। যাতে কেউ অসুস্থ হলে অপরজন তার দায়িত্ব পালন করতে পারেন।

শ্রুতিলেখকের শিক্ষাগত যোগ্যতাসহ যাবতীয় তথ্য-প্রমাণ মনোনয়নের সময় জমা দিতে হবে।

নিয়োগকারী কর্তৃপক্ষ ইচ্ছাকৃতভাবে শ্রুতিলেখক নিয়োগে অসহযোগিতা করার বিষয়টি প্রমাণিত হলে তা জবাবদিহির আওতায় আনা হবে বলে নীতিমালায় বলা হয়।

/ইএইচএস/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আজ থেকে তুরিন আফরোজের মা-ভাই উত্তরার বাড়িতে থাকতে পারবেন
আজ থেকে তুরিন আফরোজের মা-ভাই উত্তরার বাড়িতে থাকতে পারবেন
সৌদি পৌঁছেছেন ২৫৪২৮ হজযাত্রী
দুই জনের মৃত্যুসৌদি পৌঁছেছেন ২৫৪২৮ হজযাত্রী
ব্যারিস্টার রাজ্জাকের সম্মানে অর্ধদিবস বন্ধ থাকবে সুপ্রিম কোর্ট
ব্যারিস্টার রাজ্জাকের সম্মানে অর্ধদিবস বন্ধ থাকবে সুপ্রিম কোর্ট
ঝকঝকে ত্বক পেতে যেভাবে ব্যবহার করবেন চিয়া সিড
ঝকঝকে ত্বক পেতে যেভাবে ব্যবহার করবেন চিয়া সিড
সর্বাধিক পঠিত
এবার আড়াই হাজার ভোট পাওয়া আরিফুরকে মেয়র ঘোষণা করলেন আদালত
এবার আড়াই হাজার ভোট পাওয়া আরিফুরকে মেয়র ঘোষণা করলেন আদালত
এনায়েত উল্লাহর ১৯০টি যানবাহন জব্দ
এনায়েত উল্লাহর ১৯০টি যানবাহন জব্দ
ইসলামি ব্যাংকগুলো একীভূত করার প্রস্তাব: সমাধান নাকি নতুন সংকট?
ইসলামি ব্যাংকগুলো একীভূত করার প্রস্তাব: সমাধান নাকি নতুন সংকট?
বাংলাদেশের জন্য চিকিৎসা ভিসা প্রক্রিয়া সহজ করলো চীন
বাংলাদেশের জন্য চিকিৎসা ভিসা প্রক্রিয়া সহজ করলো চীন
‘পরিকল্পিত ষড়যন্ত্রের’ শিকার এশিয়াটিক?
‘পরিকল্পিত ষড়যন্ত্রের’ শিকার এশিয়াটিক?