X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

স্বাধীনতা যুদ্ধে সাহসিকতার অনুপ্রেরণা ছিলেন বঙ্গবন্ধু: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ মার্চ ২০২২, ২১:১৭আপডেট : ২৬ মার্চ ২০২২, ২১:১৭

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, একাত্তরে আমরা যারা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে ছিলাম সেই সাহসিকতার অনুপ্রেরণা ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

শনিবার (২৬ মার্চ) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনস অডিটরিয়ামে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন আয়োজিত আলোচনা সভা এবং মুজিববর্ষ স্মারক গ্রন্থ ‘অনশ্বর পিতা’র মোড়ক উন্মোচন ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, স্বাধীনতা যুদ্ধে সাহসিকতার অনুপ্রেরণা ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। মৃত্যু অনিবার্য জেনেও বঙ্গবন্ধুর ডাকে প্রতিরোধ গড়ে ঘুরে দাঁড়িয়েছিল বাঙালি। যুদ্ধে সবাই এক হয়েছিলাম বলেই ৯ মাসের মধ্যে আমরা দেশটাকে স্বাধীন করতে পেরেছি। ভারতের সহযোগিতা অনস্বীকার্য। সে সময় বাংলাদেশের মানুষের থাকার সুযোগ করে দিয়েছিল ভারত।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বঙ্গবন্ধু কী বলবেন তা জানার জন্য আমরা উদগ্রীব থাকতাম। তিনি বাংলাদেশের মানুষকে ভালোবাসতেন বলেই দুঃখ-বেদনা সহ্য করার জন্য প্রস্তুত থাকতেন। বারবার জেলে গেছেন। যখন জেলের বাইরে থাকতেন দেশের বিভিন্ন জায়গায় সফরে যেতেন। পাকিস্তান বা ব্রিটিশ আমল থেকেই বঙ্গবন্ধুর কার্যক্রমের উপর নজর রাখা হতো। তৎকালীন পুলিশের স্পেশাল ব্রাঞ্চ এসব তথ্য সংগ্রহ করে রেখেছিল। ১৯৪৮ সালে উর্দুকে পূর্ব পাকিস্তানের রাষ্ট্রভাষা করার চেষ্টার তীব্র প্রতিবাদ জানিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ঢাকা বিশ্ববিদ্যালয় কর্মচারীদের দাবির পক্ষে কথা বলতে গিয়ে তিনি জেলে গেছেন। ১৯৪৮, ৫২, ৬৬, ৬৯, ৭১-এর আন্দোলনের মধ্য দিয়ে দেশকে স্বাধীন করেছেন তিনি। বাঙালি জাতি বঙ্গবন্ধুকে হৃদয় দিয়ে ধারণ করেছিল বলেই তাঁর ডাকে সাড়া দিয়ে স্বাধীনতা আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে।

নতুন প্রজন্ম যেন জানতে পারে তারা বীরের জাতি, মাথা উঁচু করে যেন তারা সামনের দিকে এগিয়ে যেতে পারে—বক্তৃতায় সে বিষয়গুলো তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী।

এ সময় বাংলাদেশ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া প্রতিযোগিতায় অংশ নেওয়া প্রতিযোগী এবং অভিভাবকরা উপস্থিত ছিলেন।

/আরটি/এমএস/
সম্পর্কিত
বান্দরবানে সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে যাচ্ছে সরকার
রুমা ও থানচিতে ব্যাংক লুটের ঘটনায় কুকি চিন জড়িত: স্বরাষ্ট্রমন্ত্রী
পহেলা বৈশাখের অনুষ্ঠান সন্ধ্যা ৬টার মধ্যে শেষ করতে হবে
সর্বশেষ খবর
মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি
মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি
১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
কান উৎসব ২০২৪১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
পশ্চিমবঙ্গে কংগ্রেস, সিপিআই-এম ইন্ডিয়া জোট নয়, বিজেপির এজেন্ট: মমতা
পশ্চিমবঙ্গে কংগ্রেস, সিপিআই-এম ইন্ডিয়া জোট নয়, বিজেপির এজেন্ট: মমতা
‘আমাদের জন্য যারা বেইমান, ভারতের তারা বন্ধু’
‘আমাদের জন্য যারা বেইমান, ভারতের তারা বন্ধু’
সর্বাধিক পঠিত
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী