X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

প্রধানমন্ত্রীর নেতৃত্বে গঠিত হলো রফতানি সংক্রান্ত জাতীয় কমিটি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ এপ্রিল ২০২২, ১৯:৪৩আপডেট : ২৪ এপ্রিল ২০২২, ১৯:৫৩

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে রফতানি সংক্রান্ত জাতীয় কমিটি গঠন করা হয়েছে। সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, সিনিয়র সচিব, সচিবসহ সরকারি সংস্থার প্রধান, ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দের সমন্বয়ে ৪৪ সদস্যের এই রফতানি সংক্রান্ত জাতীয় কমিটি গঠন করা হয়েছে।

সম্প্রতি গঠিত এই কমিটি শুক্রবার (২২ এপ্রিল) গেজেট আকারে প্রকাশিত হয়।

কমিটির এখতিয়ারের মধ্যে রয়েছে দেশের রফতানি পরিস্থিতি পর্যালোচনা; টেকসই রফতানি প্রবৃদ্ধি অর্জনে রফতানি পদ্ধতি, রফতানিতে উৎসাহ প্রদান ও রফতানি দ্রব্য উৎপাদন সংক্রান্ত বিষয়াদি পর্যালোচনা, সুপারিশ ও সিদ্ধান্ত গ্রহণ; রফতানি ক্ষেত্রে বিরাজমান বা উদ্ভূত সমস্যাদি পর্যালোচনা, সুপারিশ ও সিদ্ধান্ত গ্রহণ; রফতানির সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সম্পর্কযুক্ত বিষয়াদি পর্যালোচনা এবং এলডিসি গ্রাজুয়েশন পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় করণীয় বিষয়াদি পর্যালোচনা, সুপারিশ ও সিদ্ধান্ত গ্রহণ।

সরকারে বাণিজ্য মন্ত্রণালয় এই কমিটির সাচিবিক দায়িত্ব পালন করবে।

কমিটির সহ-সভাপতি করা হয়েছে অর্থমন্ত্রীকে। সদস্যরা হলেন— বাণিজ্য, পররাষ্ট্র, শিল্প, কৃষি, নৌপরিবহন, পরিকল্পনা, মৎস্য ও প্রাণিসম্পদ, বস্ত্র ও পাট, বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি এবং বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্বশীল মন্ত্রী এবং এসব মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও সচিব। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, রফতানি ‍উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান, বাংলাদেশ বিনিয়োগ কর্তৃপক্ষ, বাংলাদেশ রফতানি প্রক্রিয়াজাতকরণ কর্তৃপক্ষ (বেপজা) ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান, এফবিসিসিআই, মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফেকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ), বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফেকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ), লেদার গুডস অ্যান্ড ফুটওয়্যার ম্যানুফেকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ, হিমায়িত খাদ্য রফতানি সমিতি, বাংলা ক্রাফট, বাংলাদেশ জুট গুডস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ ফ্রুটস, ভেজিটবলস অ্যান্ড এলাইড ফুড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস), বাংলাদেশ প্লাস্টিক দ্রব্য প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি এবং বাংলাদেশ লাইট ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতির সভাপতি।

প্রধানমন্ত্রীর নেতৃত্বে গঠিত হলো রফতানি সংক্রান্ত জাতীয় কমিটি

/ইএইচএস/এমএস/এমওএফ/
সম্পর্কিত
চট্টগ্রাম বন্দর দিয়ে ৯ মাসে ৪৩৫৫ কোটি ডলারের পণ্য রফতানি
রাশিয়ায় তৈরি পোশাক ও পাটজাত পণ্য রফতানি বাড়াতে চায় সরকার
৫০ হাজার টন পেঁয়াজ আসবে ভারত থেকে
সর্বশেষ খবর
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
‘শো মাস্ট গো অন’
চিকিৎসা সুরক্ষা আইন জরুরি‘শো মাস্ট গো অন’
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
বেয়ারস্টো-শশাঙ্কে হেসেখেলে ২৬২ রান করে জিতলো পাঞ্জাব
বেয়ারস্টো-শশাঙ্কে হেসেখেলে ২৬২ রান করে জিতলো পাঞ্জাব
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!