X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধুর জীবনাদর্শ নতুন প্রজন্মকে জানাতে হবে: খাদ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ আগস্ট ২০২২, ১৪:২৩আপডেট : ১৫ আগস্ট ২০২২, ১৪:৫২

১৫ আগস্ট বিশ্বের জঘন্যতম রাজনৈতিক হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার। তিনি বলেন, ‌‘খুনিরা ভেবেছিল বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে তাঁর আদর্শ, রাজনীতির দর্শন ধ্বংস করা যাবে। তাদের সেদিনের ধারণা ভুল প্রমাণিত হয়েছে।’

সোমবার (১৫ আগস্ট) সকালে রাজধানীর খাদ্য ভবনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

বাঙালি জাতির মুক্তি ও একটি সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজীবন সংগ্রাম করেছেন উল্লেখ করে মন্ত্রী বলেন, ‌‘বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবনের ব্যাপকতার কারণেই বাংলাদেশ রাষ্ট্র যতদিন থাকবে, তাঁর অবদান মুছে ফেলা যাবে না।’

তিনি বলেন, ‘একসময় এ দেশে মুক্তিযুদ্ধের বিকৃত ইতিহাস শেখানো হয়েছে। বঙ্গবন্ধুর ইমেজ নষ্ট করতে প্রোপাগান্ডা চালানো হয়েছে। ষড়যন্ত্র এখনও চলছে। মহান মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর জীবনাদর্শের প্রকৃত ইতিহাস নতুন প্রজন্মকে জানাতে হবে।’

শোককে শক্তিতে পরিণত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নে কাজ করে চলেছেন উল্লেখ করে তিনি বলেন, ‌‘কোনও ষড়যন্ত্র এ দেশের উন্নয়ন ব্যাহত করতে চাইলে জনগণকে সঙ্গে নিয়ে শক্তভাবে তা মোকাবিলা করা হবে।’

খাদ্য অধিদফতরের মহাপরিচালক মো. সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে খাদ্য মন্ত্রণালয়ের সচিব মো. ইসমাইল হোসেন এবং নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. আব্দুল কায়উম সরকার বিশেষ অতিথির বক্তব্য রাখেন।

আলোচনা সভার শুরুতে জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ঘাতকের হাতে নির্মম হত্যাকাণ্ডের শিকার সবার স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

এর আগে খাদ্য ভবনের নিচতলায় স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন খাদ্যমন্ত্রী। পরে খাদ্যমন্ত্রী তেজগাঁও সেন্ট্রাল স্টোরেজ ডিপোতে (সিএসডি) বঙ্গবন্ধু চত্বর ও বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন করেন। তিনি সিএসডি প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ এবং দুস্থদের মাঝে খাবার বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন।

 

/এসআই/আইএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা