X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

যেসব চ্যালেঞ্জে বাধাগ্রস্ত সমুদ্রসম্পদের সুষ্ঠু ব্যবহার

শেখ শাহরিয়ার জামান
০৯ নভেম্বর ২০২২, ১০:০০আপডেট : ০৯ নভেম্বর ২০২২, ২০:১৭

ভারত ও মিয়ানমারের সঙ্গে সমুদ্র সীমানা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির পর বঙ্গোপসাগরের একটি বিশাল অঞ্চলে বাংলাদেশের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা পায়। কিন্তু বিভিন্ন ধরনের চ্যালেঞ্জের কারণে সমুদ্রসম্পদের সুষ্ঠু ব্যবহার করা সম্ভব হচ্ছে না। জলবায়ু পরিবর্তন ও পরিবেশ দূষণের কারণে সমুদ্রসম্পদ হারাচ্ছে বাংলাদেশ। অন্যদিকে সামুদ্রিক জীববৈচিত্র্যের প্রতি মানুষের অজ্ঞতা ও অবহেলার কারণে টেকসইভাবে এর ব্যবহার করা যাচ্ছে না। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, এসব চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের সামর্থ্য অনুযায়ী চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার।

এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিটের সচিব মো. খোরশেদ আলম বলেন, ‘সমুদ্রের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে জলবায়ু পরিবর্তন, পরিবেশ দূষণ এবং এর টেকসই উন্নয়ন।’

তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে সমুদ্রের পানির স্তর বৃদ্ধি পাচ্ছে। ঝড় এবং টাইডাল সার্জ (জোয়ারের ঢেউ) সংখ্যা বেড়ে গেছে। অন্যদিকে দূষণ বিভিন্ন কারণে হয়ে থাকে। কলকারখানার বর্জ্য, জমিতে অধিক সারের ব্যবহার, প্লাস্টিক পানিতে ফেলে দেওয়া, পুরোনো অস্ত্র সমুদ্রে ডাম্প করাসহ বিভিন্ন কারণে সমুদ্র দূষণ হয় যা সমুদ্রসম্পদ নষ্ট করছে।

সমুদ্রে পানির মান কমে যাওয়ার কারণে ওই পানিতে মাছের খাদ্য তৈরি করার সক্ষমতা কমে যায় এবং কখনও কখনও সমুদ্রে হাইপোক্সিয়া (অক্সিজেনের মাত্রা কম) অঞ্চল তৈরি হয়, যেখানে মাছ বাস করতে পারে না। আমাদের নিজস্ব কোনও স্টাডি নেই। তবে জার্মানির মাস্কপ্ল্যাঙ্ক ইনস্টিটিউট আমাদের জানিয়েছে, বঙ্গোপসাগরে হাইপোক্সিক অঞ্চল আছে, তিনি জানান।

মো. খোরশেদ আলম বলেন, সমুদ্রের টেকসই ব্যবহারের জন্য সমাজে সচেতনতা দরকার। যদি লক্ষ করেন, দেখা যাবে, বোঝা যাবে মানুষ সমুদ্রে দূষণ করছে এবং এর ফলে জীববৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হচ্ছে। এর প্রভাব পড়ছে দেশের অর্থনীতির ওপর।

আইইউইউ ফিশিং

আইইউইউ ফিশিং বলতে সাগরে বেআইনি, অগোচরে ও অবৈধ মাছ ধরাকে (ইললিগ্যাল, আনরিপোর্টেড অ্যান্ড আনরেগুলেটেড ফিশিং) বোঝাচ্ছে। কর্মকর্তারা বলছেন, বঙ্গোপসাগরে বিশাল অঞ্চলের অনেকটাই অরক্ষিত এবং সে কারণে বিদেশি মাছ ধরার ট্রলার অবৈধভাবে বাংলাদেশের সীমানায় ঢুকে মাছ আহরণ করে। এর ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশ। অন্যদিকে কোন দেশের ট্রলার ঢুকছে সেটি না জানার কারণে দ্বিপক্ষীয়ভাবে বিষয়টি নিয়ে আলোচনাও করতে পারছে না বাংলাদেশ। অবৈধ মাছ আহরণ ঠেকানোর জন্য পেট্রলিং করা হয়। প্রধানমন্ত্রী সম্প্রতি দুটি মেরিটাইম পেট্রল এয়ারক্রাফট দিয়েছেন। বর্তমানে চারটি মেরিটাইম পেট্রল এয়ারক্রাফট আকাশ থেকে সমুদ্র পর্যবেক্ষণ করে থাকে।

খোরশেদ আলম বলেন, বঙ্গোপসাগরে বিদেশি জাহাজ চুপিসারে ঢুকে অবৈধভাবে মাছ শিকার করে, যা আমাদের জন্য ক্ষতিকর। এজন্য ন্যাশনাল অ্যাকশন প্ল্যান ফর আইইউইউ ফিশিং ঘোষণা করা হয়েছে। এছাড়া সাগর দূষণ যাতে না হয় সেটির জন্য আমরা চেষ্টা করছি।

তিনি বলেন, সরকার বঙ্গোপসাগরের কয়েকটি জায়গাকে ইকোলজিক্যালি ক্রিটিক্যাল এরিয়া হিসেবে ঘোষণা করেছে। এছাড়া মেরিন প্রোটেকটেড এরিয়া হিসেবে কয়েকটি জায়গাকে চিহ্নিত করা হয়েছে। বঙ্গোপসাগর

হংকং কনভেনশন

জাহাজভাঙা শিল্প নিয়ে বাংলাদেশে অনেক সমালোচনা আছে। এই শিল্প নিয়ে আন্তর্জাতিক নীতি আছে, যা হংকং কনভেনশন নামে পরিচিত। বাংলাদেশ আগামী বছরের মধ্যে যদি ওই কনভেনশনে সই না করে, তবে সমস্যায় পড়বে এই শিল্প।

এ বিষয়ে খোরশেদ আলম বলেন, হংকং কনভেনশন সই করা প্রয়োজন ওই শিল্পের জন্য। আমাদের এটি সই করতে হবে। অন্যথায় আমাদের কাছে পুরোনো জাহাজ কেউ বিক্রি করতে পারবে না। আমাদের প্রচেষ্টা থাকবে বর্তমান অবস্থা থেকে উত্তরণ ঘটিয়ে পরিস্থিতি আরও উন্নত করার।

ভূ-রাজনীতি

বঙ্গোপসাগরকে কেন্দ্র করে ভূ-রাজনীতি রয়েছে এবং এটি সামনের দিনগুলোতে বাড়বে। চীনের বেল্ট অ্যান্ড রোড উদ্যোগে যুক্ত হয়েছে বাংলাদেশ। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ইন্দো-প্যাসিফিক অঞ্চল নিয়ে উদ্যোগের অর্থনৈতিক বিষয় নিয়ে আপত্তি নেই বাংলাদেশের।

মো. খোরশেদ আলম বলেন, এখানে ভূ-রাজনীতি রয়েছে এবং থাকবে। এখন দেখার বিষয় হলো আমরা কীভাবে ভারসাম্য বজায় রাখি। বাংলাদেশ বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভে যুক্ত হয়েছে। ইন্দো-প্যাসিফিকের গোটা বিষয়টি আস্তে আস্তে রূপ নিচ্ছে এবং এর নীতিগুলো ভালো। একই সঙ্গে আমরা যেটি বারবার বলে থাকি, এটি অন্তর্ভুক্তিমূলক হতে হবে।

/এফএস/এমওএফ/
সম্পর্কিত
কুয়াকাটা সৈকতে ভেসে আসছে অসংখ্য জেলিফিশ
সাগরে মাছ নেই, খালি হাতে ফিরছেন জেলেরা
মিয়ানমার-ভারতের সঙ্গে সম্পর্ক রেখেই সমুদ্রসীমা অর্জন করেছি: প্রধানমন্ত্রী
সর্বশেষ খবর
ভিকারুননিসায় জালিয়াতি করে আরও ৩৬ ছাত্রী ভর্তির তথ্য ফাঁস
ভিকারুননিসায় জালিয়াতি করে আরও ৩৬ ছাত্রী ভর্তির তথ্য ফাঁস
পানিতে ডুবে ভাইবোনসহ ৩ শিশুর মৃত্যু
পানিতে ডুবে ভাইবোনসহ ৩ শিশুর মৃত্যু
‘এমপি হতে ১ কোটি ২৬ লাখ টাকা খরচ হয়েছে, এটা তুলবো, এটুকু অন্যায় করবো-ই’
‘এমপি হতে ১ কোটি ২৬ লাখ টাকা খরচ হয়েছে, এটা তুলবো, এটুকু অন্যায় করবো-ই’
ইডি হেফাজতে আরও ৪ দিন কেজরিওয়াল
ইডি হেফাজতে আরও ৪ দিন কেজরিওয়াল
সর্বাধিক পঠিত
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা