X
শুক্রবার, ১৬ মে ২০২৫
২ জ্যৈষ্ঠ ১৪৩২

পাকিস্তান যেতে ভিসা ফি লাগবে না

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ সেপ্টেম্বর ২০২৪, ২০:৪৭আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৪, ১৫:৫৭

পাকিস্তান যেতে ভিসা ফি লাগবে না বাংলাদেশি নাগরিকদের। পাকিস্তানের নতুন ভিসা নীতিমালা অনুযায়ী ১২৬টি দেশের মতো বাংলাদেশও এই সুবিধা পাবে। সোমবার (২ সেপ্টেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে সাক্ষাৎকালে এই তথ্য জানান বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার আহমদ মারুফ।

আগস্টের মাঝামাঝি পাকিস্তান তাদের নতুন ভিসানীতি ঘোষণা করে। এতে ১২৬টি দেশের জন্য ফি ছাড়াই ভিসা আবেদন করার সুযোগ রাখা হয়েছে। এছাড়া আরব উপসাগরীয় দেশগুলোর জন্য অন অ্যারাইভাল ভিসার সুযোগ রাখা হয়েছে। পর্যটক ও ব্যবসায়ীদের ২৪ ঘণ্টার মধ্যে ভিসা দেওয়ার বিধানও রাখা হয়েছে এতে। 

উপদেষ্টা ও হাইকমিশনারের সাক্ষাতে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক উন্নয়ন, ভিসাপ্রাপ্তি সহজ করা, সরাসরি প্লেনের ফ্লাইট চালুসহ নানা বিষয়ে আলোচনা হয়।

বাংলাদেশে ঘটে যাওয়া ছাত্র আন্দোলনের প্রভাব পাকিস্তানেও পড়েছে উল্লেখ করে দেশটির হাইকমিশনার বলেন, তখন অনেক পাকিস্তানি নাগরিক বাংলাদেশের পতাকা উড়িয়ে আনন্দ-উৎসব করেছেন।

বর্তমান সরকারের বড় চ্যালেঞ্জের বিষয়ে হাইকমিশনার জানতে চাইলে উপদেষ্টা বলেন, দুর্নীতি প্রতিরোধ ও দ্রব্যমূল্যের লাগাম টেনে রাখাই সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। পাকিস্তানও একই ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করছে বলে দুই জন অভিমত প্রকাশ করেন।

হাইকমিশনার গত ১৫ বছরে দ্বিপক্ষীয় সম্পর্কে যে শীতলতা দেখা গেছে তার উত্তরণ ঘটিয়ে পারস্পরিক সম্পর্ক জোরদারের আহ্বান জানান। এছাড়া দুই পক্ষ পারস্পরিক ভিসা সহজীকরণের বিষয়ে সম্মত হন।

পারস্পরিক সম্পর্ক ও ব্যবসায়িক স্বার্থে দুই দেশের মধ্যে পুনরায় সরাসরি ফ্লাইট চালুর ওপর গুরুত্বারোপ করেন পাকিস্তানের কমিশনার। তিনি জানান, সর্বশেষ ২০১৮ সালে দুই দেশের মধ্যে সরাসরি ফ্লাইট চালু ছিল, যা পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনস (পিআইএ) পরিচালনা করতো।

বৈঠকে মানবপাচার প্রতিরোধ, সন্ত্রাস দমন ও কৃষি গবেষণা খাতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়েও বিস্তারিত আলোচনা করা হয়।

/এসএমএ/এফএস/এমওএফ/
সম্পর্কিত
ভারতে সোফিয়া কুরেশিকে নিয়ে তীর্যক মন্তব্য করায় মন্ত্রীকে সুপ্রিম কোর্টের তিরস্কার
কাশ্মির ইস্যুতে ভারতকে আলোচনায় বসার আহ্বান পাকিস্তানের
‘পারমাণবিক অস্ত্র কি পাকিস্তানের হাতে নিরাপদ?’ আন্তর্জাতিক হস্তক্ষেপ চায় ভারত
সর্বশেষ খবর
উচ্ছেদ ও হত্যাযজ্ঞের মধ্যে আরেকটি নাকবা পার করলেন ফিলিস্তিনিরা
উচ্ছেদ ও হত্যাযজ্ঞের মধ্যে আরেকটি নাকবা পার করলেন ফিলিস্তিনিরা
আদালতের নির্দেশে ব্রাজিল ফুটবল প্রধানকে অপসারণ
আদালতের নির্দেশে ব্রাজিল ফুটবল প্রধানকে অপসারণ
বেবিচকের মেম্বার সিকিউরিটিকে বাহিনীতে প্রত্যাবর্তনের আদেশ
বেবিচকের মেম্বার সিকিউরিটিকে বাহিনীতে প্রত্যাবর্তনের আদেশ
বদলি হজ কী, নারী কি পুরুষের বদলি হজ আদায় করতে পারবে?
বদলি হজ কী, নারী কি পুরুষের বদলি হজ আদায় করতে পারবে?
সর্বাধিক পঠিত
শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সতর্ক করে জরুরি নির্দেশনা মাউশির
শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সতর্ক করে জরুরি নির্দেশনা মাউশির
কমলো স্বর্ণের দাম, কার্যকর শুক্রবার থেকে
কমলো স্বর্ণের দাম, কার্যকর শুক্রবার থেকে
ফ্যাক্টরি পোড়ানোর হুমকি দেওয়া সেই বিএনপি নেতাকে বিমানবন্দর থেকে আটক
ফ্যাক্টরি পোড়ানোর হুমকি দেওয়া সেই বিএনপি নেতাকে বিমানবন্দর থেকে আটক
জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল অধ্যাদেশ অনুমোদন
জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল অধ্যাদেশ অনুমোদন
বাংলাদেশসহ ৫ রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশের অনুষ্ঠান স্থগিত করলো ভারত
বাংলাদেশসহ ৫ রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশের অনুষ্ঠান স্থগিত করলো ভারত