X
বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫
১৪ জ্যৈষ্ঠ ১৪৩২

জুলাই যোদ্ধা ও শহীদদের পরিবারের জন্য সরকারের ব্যয় ২৮৫ কোটি ১৮ লাখ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ মে ২০২৫, ১৭:৩১আপডেট : ২৭ মে ২০২৫, ১৭:৩১

জুলাই গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসা, শহীদ পরিবারদের সঞ্চয়পত্র এবং আহতদের চেক বাবদ এখন পর্যন্ত সরকারের মোট খরচ হয়েছে ২৮৫ কোটি ১৮ লাখ টাকা। মঙ্গলবার (২৭ মে) রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে এক ব্রিফিংয়ে সরকারের উদ্যোগ তুলে ধরেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।  

স্বাস্থ্য অধিদফতর এবং এমআইএস থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী সরকারি ও বেসরকারি হাসপাতালে এখন পর্যন্ত ১৫ হাজার ৩৯৩ জন চিকিৎসা নিয়েছেন। যার মধ্যে ৩৩৮ জন এখনও হাসপাতালে চিকিৎসাধীন। স্বাস্থ্য সেবা বিভাগের মাধ্যমে ৪০ জন এবং মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে ১১ জন জুলাই যোদ্ধাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর, থাইল্যান্ড এবং রাশিয়া পাঠানো হয়েছে। তাদের চিকিৎসা বাবদ সরকারের ৬১ কোটি ২ লাখ টাকা ব্যয় হয়েছে। আরও ২৮ জন জুলাই যোদ্ধাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর, থাইল্যান্ড এবং তুরস্কে পাঠানোর কার্যক্রম চলমান আছে।

জাতীয় অর্থপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান, জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট হাসপাতালে যারা চিকিৎসাধীন আছেন তাদের যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, সিঙ্গাপুর, থাইল্যান্ড, চীন , মালয়েশিয়া, নেপাল থেকে ২৬ জন বিশেষজ্ঞ এসে ইতোমধ্যে বিনামূল্যে চিকিৎসা দিয়ে গেছেন। এসব চিকিৎসককে শুধুমাত্র যাতায়াত খরচ দেওয়া হয়েছে, যার জন্য সরকারের ব্যয় হয়েছে ৩৫ লাখ ৮০ হাজার টাকা। এর বাইরে জুলাই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের পরিবারকে সরকারের পক্ষ থেকে একটি আর্থিক অঙ্গীকার করা হয়েছিল। এখন পর্যন্ত ৮৩৪ জন শহীদ পরিবারের মধ্যে ৬৩০ জনের পরিবারকে ১০ লাখ টাকা করে ৬৩ কোটি টাকার সঞ্চয়পত্রের জন্য চেক দেওয়া হয়েছে। অবশিষ্টদের ওয়ারিশ নির্ধারণ সংক্রান্ত বিষয়টি নিষ্পত্তি সাপেক্ষে সঞ্চয়পত্র দেওয়া হবে।

এছাড়া ক্যাটাগরি ‘এ’ আহত ৪৯৩ জনকে ২ লাখ টাকা করে ৯ কোটি ৮৬ লাখ টাকার চেক, ‘বি’ ক্যাটাগরির আহতদের মধ্যে ৯০৮ জনকে ১ লাখ টাকা করে ৯ কোটি ৮ লাখ টাকার চেক এবং ‘সি’ ক্যাটাগরির আহত ১০ হাজার ৬৪২ জনকে ১ লাখ টাকা করে এককালীন মোট ১০৬ কোটি ৪২ লাখ টাকা দেওয়া হয়েছে।

/এসও/আরআইজে/
সম্পর্কিত
রোহিঙ্গা সংকট নিরসনে সাসাকাওয়ার সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা
রয়টার্সের প্রতিবেদনবাংলাদেশে রাজনৈতিক অস্থিরতার নেপথ্যে কী?
প্রেস সচিবের বক্তব্যে হতাশ বিএনপি, অবিলম্বে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি
সর্বশেষ খবর
ছাত্র জোটের কর্মসূচিতে হামলায় আটকদের মুক্তি দাবিতে থানা ঘেরাও, নারীকে লাথি মারার ছবি ভাইরাল
ছাত্র জোটের কর্মসূচিতে হামলায় আটকদের মুক্তি দাবিতে থানা ঘেরাও, নারীকে লাথি মারার ছবি ভাইরাল
আইএমএফ অসন্তুষ্ট হলেও কৃষিতে ভর্তুকি কমবে না
বাজেট ২০২৫-২৬আইএমএফ অসন্তুষ্ট হলেও কৃষিতে ভর্তুকি কমবে না
রোগ প্রতিরোধে মনোযোগ না দিলে হাসপাতাল বানিয়ে লাভ নেই : স্বাস্থ্য উপদেষ্টা
রোগ প্রতিরোধে মনোযোগ না দিলে হাসপাতাল বানিয়ে লাভ নেই : স্বাস্থ্য উপদেষ্টা
সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধার বাড়িতে হামলা-ভাঙচুরের পর অগ্নিসংযোগ
সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধার বাড়িতে হামলা-ভাঙচুরের পর অগ্নিসংযোগ
সর্বাধিক পঠিত
ঢাবিতে বামপন্থিদের মশাল মিছিল ঘিরে উত্তেজনা, ‘ভুয়া ভুয়া’ দুয়োধ্বনি
ঢাবিতে বামপন্থিদের মশাল মিছিল ঘিরে উত্তেজনা, ‘ভুয়া ভুয়া’ দুয়োধ্বনি
সারা দেশে অনির্দিষ্টকালের জন্য জুয়েলারি ব্যবসা বন্ধ
সারা দেশে অনির্দিষ্টকালের জন্য জুয়েলারি ব্যবসা বন্ধ
যুদ্ধাপরাধের বিচারের নামে ‘হত্যাকাণ্ডের’ সঙ্গে জড়িতদের বিচার চাইলেন এটিএম আজহার
যুদ্ধাপরাধের বিচারের নামে ‘হত্যাকাণ্ডের’ সঙ্গে জড়িতদের বিচার চাইলেন এটিএম আজহার
কঠোর কর্মসূচিতে যাচ্ছেন ২৫ ক্যাডারের কর্মকর্তারা
কঠোর কর্মসূচিতে যাচ্ছেন ২৫ ক্যাডারের কর্মকর্তারা
ভুয়া পরিচয়ে বাংলাদেশ ব্যাংকে ১২ বছর চাকরি: বরখাস্ত মামা-ভাগনে
ভুয়া পরিচয়ে বাংলাদেশ ব্যাংকে ১২ বছর চাকরি: বরখাস্ত মামা-ভাগনে