X
সোমবার, ২০ মে ২০২৪
৫ জ্যৈষ্ঠ ১৪৩১

রাজধানীতে ৬টি অবৈধ আগ্নেয়াস্ত্রসহ আটক ৩

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ মার্চ ২০১৬, ১৫:৫৬আপডেট : ৩১ মার্চ ২০১৬, ১৫:৫৬

ফাইল ফটো রাজধানীর বংশাল থেকে ৬টি অবৈধ আগ্নেয়াস্ত্রসহ তিনজনকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশের দক্ষিণ বিভাগ। এসব অস্ত্র রাজধানীর পাশের এলাকার ইউপি নির্বাচনে সহিংসতা ও প্রভাব খাটানোর জন্য নিয়ে যাওয়া হচ্ছিল বলে দাবি পুলিশের।
বৃহস্পতিবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ বিষয়ে জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার ও কাউন্টার টেররিজম ইউনিটের (সিটি) প্রধান মো. মনিরুল ইসলাম।
বুধবার রাতে রাজধানীর বংশাল এলাকার ইউসুফ রোডের ইউসুফ মার্কেট থেকে অস্ত্র কেনাবেচার সময় দবির উদ্দিন তুহিন, আব্দুল হামিদ ও ইফরানুল পিয়াস নামে তিনজনকে আটক করে ডিবি ও সিটি। এ সময় তাদের কাছ থেকে ৬টি বিদেশি অস্ত্র, ১০টি ম্যাগজিন ও ৩০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
মনিরুল ইসলাম বলেন, জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন অস্ত্র ব্যবসার কথা স্বীকার করেছেন। ভারত থেকে চোরাইপথে এসব অস্ত্র চাঁপাইনবাগঞ্জ দিয়ে ঢাকায় আনা হয়। পিয়াস কুমিল্লা থেকে অস্ত্র কিনতে গতকাল ঢাকায় আসেন। ৬০ হাজার টাকা চুক্তিতে একেকটি অস্ত্র কিনতেন তিনি। এসব অস্ত্র নিয়ে গিয়ে কুমিল্লা ও চট্টগ্রামের বিভিন্ন ব্যক্তির কাছে চাহিদা মোতাবেক সরবরাহ করতেন। তিনি একেকটি অস্ত্র ৭৫ থেকে ৮০ হাজার টাকায় বিক্রি করতেন। সামনে ইউনিয়ন পরিষদ নির্বাচনে চাহিদা থাকায় তিনি অস্ত্র কিনতে এসেছিলেন। নির্বাচনে প্রভাব খাটানোর কাজে এসব অস্ত্র ব্যবহার করা হতো।

তিনি আরও বলেন, ঢাকা মহানগরীতে এখন পর্যন্ত অবৈধ অস্ত্রের গুলিতে যেসব ঘটনা ঘটেছে, ওইসব ঘটনার অনুসন্ধানে জানা গেছে, ৯০ শতাংশ গুলির ঘটনাই এসব অস্ত্র দিয়ে।

এক প্রশ্নের জবাবে মনিরুল ইসলাম বলেন, মূলত দুটি শ্রেণির লোকের কাছে এসব অস্ত্র ও গুলি সরবরাহ করা হয়। এর মধ্যে চাঁদাবাজ, সন্ত্রাসী ও অপরাধী চক্র এবং রাজনৈতিক ব্যক্তি রয়েছেন।

/এআরআর/এজে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
হজ পালন করতে গিয়ে আরেক বাংলাদেশির মৃত্যু
হজ পালন করতে গিয়ে আরেক বাংলাদেশির মৃত্যু
রাইসির হেলিকপ্টার বিধ্বস্তে অনিশ্চয়তা ছড়াচ্ছে ইরানে
রাইসির হেলিকপ্টার বিধ্বস্তে অনিশ্চয়তা ছড়াচ্ছে ইরানে
বার্সার রানার্সআপ হওয়ার দিনে ধাক্কা খেলো রিয়াল 
বার্সার রানার্সআপ হওয়ার দিনে ধাক্কা খেলো রিয়াল 
রাইসির হেলিকপ্টার বিধ্বস্ত: মধ্যপ্রাচ্যসহ আঞ্চলিক নেতাদের প্রতিক্রিয়া
রাইসির হেলিকপ্টার বিধ্বস্ত: মধ্যপ্রাচ্যসহ আঞ্চলিক নেতাদের প্রতিক্রিয়া
সর্বাধিক পঠিত
শনিবার ক্লাস চলবে ডাবল শিফটের স্কুলে
শনিবার ক্লাস চলবে ডাবল শিফটের স্কুলে
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
হিমায়িত মাংস আমদানিতে নীতিমালা হচ্ছে
হিমায়িত মাংস আমদানিতে নীতিমালা হচ্ছে
এনবিআর চেয়ারম্যানকে আদালত অবমাননার নোটিশ
এনবিআর চেয়ারম্যানকে আদালত অবমাননার নোটিশ
আগামী ৩ দিন হতে পারে বৃষ্টি, কমবে তাপপ্রবাহ
আগামী ৩ দিন হতে পারে বৃষ্টি, কমবে তাপপ্রবাহ