X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

জাতিসংঘের পানিবিষয়ক উচ্চ পর্যায়ের প্যানেলে শেখ হাসিনা

বাংলা ট্রিবিউন ডেস্ক
২২ এপ্রিল ২০১৬, ২৩:৪৯আপডেট : ২২ এপ্রিল ২০১৬, ২৩:৫১

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের পানিবিষয়ক উচ্চ পর্যায়ের প্যানেলের সদস্য নির্বাচিত হয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার জাতিসংঘের মহাসচিব বান কি-মুন ও বিশ্ব ব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম এ প্যানেল ঘোষণা করেন। জাতিসংঘ মহাসচিবের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, ১০টি দেশের রাষ্ট্র প্রধানদের নিয়ে প্যানেলটি গঠিত হয়েছে। সদস্য ছাড়াও প্যানেল দুজন বিশেষ উপদেষ্টাও রয়েছেন। 

আরও পড়ুন: জি-৭ আউটরিচ মিটিংয়ে শেখ হাসিনাকে জাপানের আমন্ত্রণ

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়া প্যানেলের অপর সদস্যরা হলেন, মৌরিতাসের প্রেসিডেন্ট আমিনাহ গুরিব, মেক্সিকোর প্রেসিডেন্ট পেনা নিতো, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল, হাঙ্গেরির প্রেসিডেন্ট হানোস আদের, জর্ডানের প্রধানমন্ত্রী আব্দুল্লাহ এনসউর, নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মার্ক রুটে, দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমা, সেনেগালের প্রেসিডেন্ট ম্যাকি সাল ও তাজিকিস্তানের প্রেসিডেন্ট এমোমালি রাহমন।

বিশেষ উপদেষ্টা হিসেবে রয়েছেন, দক্ষিণ কোরিয়ার সাবেক প্রধানমন্ত্রী হ্যান সিউং-সু এবং পেরুর পরিবেশ প্রতিমন্ত্রী ম্যানুলে পালগার-ভিদাল।

বান কি-মুনের মুখপাত্রের স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়েছে, দারিদ্র্য বিমোচন ও এসডিজির লক্ষ্যমাত্রা অর্জনের ক্ষেত্রে সবার জন্য পানি ও স্যানিটেশন নিশ্চিত করা গুরুত্বপূর্ণ।

আরও পড়ুন: ফরচুন ম্যাগাজিনের বার্ষিক তালিকা: শেখ হাসিনা বিশ্বের দশম প্রভাবশালী নেতা

উল্লেখ, গত বছর জানুয়ারিতে দাভোসে অনুষ্ঠিত বিশ্ব অর্থনৈতিক ফোরামে এই প্যানেল গঠিত হয়। জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি)-৬ বাস্তবায়নকে ত্বরান্বিত করার লক্ষ্যে এ প্যানেল গঠন করা হয়েছে। এসডিজি-৬-এর মূল লক্ষ্য হচ্ছে, সবার জন্য পানি ও স্যানিটেশন সুবিধা এবং এর টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করা।

এদিকে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতের বরাত দিয়ে বাসস জানিয়েছে, পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী পানি নিরাপত্তার প্রশ্নে একটি ‘ভারসাম্যপূর্ণ দৃষ্টিভঙ্গি’ গ্রহণের ওপর গুরুত্ব আরোপ করেছেন। তিনি বলেন, বাংলাদেশের মতো জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলো নিরাপদ পানির প্রাপ্যতা বিষয়ে ব্যাপক চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে। বৃহস্পতিবার নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরে জাতিসংঘ মহাসচিব বান কি মুনের সঙ্গে পানি সংক্রান্ত উচ্চ পর্যায়ের প্যানেলে গঠন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিনিধি হিসেবে পররাষ্ট্রমন্ত্রী এই অভিমত ব্যক্ত করেন।

আরও পড়ুন: 'চ্যাম্পিয়ন অব দ্য আর্থ' পুরস্কার পেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

নতুন গঠিত এ প্যানেলের সভায় প্রধানমন্ত্রীর প্রতিনিধিত্ব করবেন পররাষ্ট্রমন্ত্রী। প্যানেলের প্রথম সভায় গৃহীত পানি সংক্রান্ত লক্ষ্যসমূহ অর্জন করতে সর্বোত্তম নীতি ও সংস্থাগুলোর বিবরণ তৈরি, অর্থায়ন ও বাস্তবায়নের জন্য সঠিক দৃষ্টিভঙ্গি গ্রহনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।  

বন ও পরিবেশ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান ড. হাছান মাহমুদ সভায় উপস্থিত ছিলেন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

/এএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
ওপারের গোলার বিকট শব্দে কেঁপে উঠছে টেকনাফ
ওপারের গোলার বিকট শব্দে কেঁপে উঠছে টেকনাফ
নিজ বুদ্ধিমত্তায় যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
নিজ বুদ্ধিমত্তায় যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
সর্বাধিক পঠিত
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন