X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৭ বৈশাখ ১৪৩১

কাশিমপুর কারাগারের সামনে সাবেক রক্ষীকে গুলি করে হত্যা

রায়হানুল ইসলাম আকন্দ, গাজীপুর প্রতিনিধি
২৫ এপ্রিল ২০১৬, ১২:১০আপডেট : ২৫ এপ্রিল ২০১৬, ১৫:১০

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার গাজীপুরের কাশিমপুরে কেন্দ্রীয় মহিলা কারাগারের অবসরপ্রাপ্ত এক সার্জেন্ট ইনস্পেক্টর সোমবার সকালে কারা ফটকের অদূরে দুর্বৃত্তের ছোঁড়া গুলিতে নিহত হয়েছেন। নিহত মো. রুস্তম আলী (৬০) কারাগার থেকে গত বছরের নভেম্বরে অবসরজনিত ছুটিতে যান।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এর কারাগার সুপার সুব্রত কুমার বালা জানান, সকাল সোয়া ১১টার দিকে কাশিমপুর কারাগারের প্রধান ফটকের বাইরে দুই’শ গজের মতো উত্তরে আহম্মদ মেডিসিন কর্নার নামের ঔষধের দোকানের সামনে বসা ছিলেন রুস্তম আলী। এসময় কিছু বুঝে ওঠার আগেই দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে একাধিক রাউন্ড গুলি ছুঁড়ে একটি মোটরসাইকেলযোগে দ্রুত এলাকা ত্যাগ করে। ঘটনাস্থলে দুই রাউন্ড গুলির খোসা পড়েছিল। তার বুকে ও মাথায় গুলিতে জখমের চিহ্ন রয়েছে। তাকে উদ্ধার করে দ্রুত গাজীপুরের শহীদ তাজউদ্দীন মেডিক্যাল কলেজ হাসপতাল মর্গে পাঠানো হয়েছে।

রুস্তম অবসরে যাওয়ার চার দিন আগে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ থেকে মহিলা কারাগারে যোগ দেন। তার বাড়ি কুমিল্লায় বলে জানান ওই কারা কর্মকর্তা।

সুপার সুব্রত  কুমার বালা জানান, কারা এবং কী কারণে রুস্তম আলীকে হত্যা করেছে তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না । পুলিশ ও ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পরিদর্শন করেছেন। তারা বিষয়টি খতিয়ে দেখছেন।

প্রত্যক্ষদর্শী স্থানীয় এক ভাঙ্গারী দোকানের মালিক স্বপন মিয়া জানান, কাশিমপুর কারাগার সড়কের পাশে রুস্তম ওই ঔষধের দোকান থেকে ঔষধ কিনছিলেন। এসময় একটি মোটরসাইকেলে করে দুর্বৃত্তরা সেখানে আসে। চলন্ত মোটরসাইকেলের গতি কমিয়ে তিনজন আরোহীর মধ্যে একজন কয়েক রাউন্ড গুলি ছুঁড়েন। এরপর মোটরসাইকেলে করে তারা দ্রুত পালিয়ে যায়। ঘটনার পর পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং ব্যবসায়ীরা দোকান-পাট বন্ধ করে চলে যায়।

কোনাবাড়ি পুলিশ ফাঁড়ির ইনচর্জ উপ-পরিদর্শক (এসআই) মোবারক হোসেন জানান, ঘটনাস্থল থেকে দুই রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়েছে।

গাজীপুর শহীদ তাজউদ্দীন মেডিক্যাল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক আব্দুস সালাম সরকার জানান, মৃতাবস্থায় রুস্তমকে হাসপাতালে আনা হয়েছে। তার বুকের বাম পাশে, গালে এবং বাম হাতে গুলির ক্ষত রয়েছে।

প্রসঙ্গত,  একই কায়দায় দুই দুর্বৃত্ত  মোটরসাইকেলে করে এসে গত শনিবার  রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক এএফএম রেজাউল করিম সিদ্দিকী গলা কেটে হত্যা করে।  

/এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোরাম থেকে ব্যারিস্টার খোকনের অব্যাহতির আদেশ প্রত্যাহার
ফোরাম থেকে ব্যারিস্টার খোকনের অব্যাহতির আদেশ প্রত্যাহার
সাবেক মন্ত্রী আবদুল মান্নান সিদ্দিকীর ২৪তম মৃত্যুবার্ষিকী বৃহস্পতিবার
সাবেক মন্ত্রী আবদুল মান্নান সিদ্দিকীর ২৪তম মৃত্যুবার্ষিকী বৃহস্পতিবার
বিক্ষোভকারী শিক্ষার্থীদের সাময়িক বরখাস্ত করেছে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়
বিক্ষোভকারী শিক্ষার্থীদের সাময়িক বরখাস্ত করেছে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়
সিস্টেম লস কমাতে সার্বক্ষণিক ম্যাজিস্ট্রেট চায় পেট্রোবাংলা
সিস্টেম লস কমাতে সার্বক্ষণিক ম্যাজিস্ট্রেট চায় পেট্রোবাংলা
সর্বাধিক পঠিত
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
ফালুর বিরুদ্ধে দুদকের চার্জশিট অনুমোদন
ফালুর বিরুদ্ধে দুদকের চার্জশিট অনুমোদন