শিল্পোন্নত দেশগুলোর সম্মেলন জি ৭-এর আউটরিচ বৈঠকে অংশ নিতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জি-৭-এর সদস্য যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন ও জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে শেখ হাসিনার সাইডলাইনে বৈঠক হবে। এছাড়া শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মিরথিপালা শ্রিসেনার সঙ্গেও তার বৈঠক অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার সকালে চারদিনের এই সরকারি সফরে শেখ হাসিনা ঢাকা ত্যাগ করবেন। বুধবার পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
জি-৭ ভুক্ত দেশ—যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান, ইতালি, ফ্রান্স, জার্মানি ও কানাডার শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে এ মাসের ২৭ তারিখ। সেখানে বাংলাদেশ, ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা, চাদ, লাওস, পাপুয়া নিউগিনি ও ভিয়েতনামের সরকার বা রাষ্ট্রপ্রধানদের দাওয়াত দেওয়া হয়েছে।
এটি প্রধানমন্ত্রীর দ্বিতীয়বার জি-৭-এর আউটরিচ প্রোগ্রামে অংশগ্রহণ। এর আগে ২০০১ সালে জি-৭-এর আউটরিচ প্রোগ্রামে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অংশ গ্রহণ করেছিলেন।
আউটরিচ প্রোগ্রামের আওতায় জি-৭-এর সম্মেলনে বিভিন্ন সরকার বা রাষ্ট্রপ্রধানদের দাওয়াত দেওয়া হয় এবং তাদের সাফল্য সম্পর্কে জানতে চাওয়া হয়। যাদের দাওয়াত দেওয়া হয়, এটি তাদের সাফল্যের একটি স্বীকৃতি হিসেবেই বিবেচনা করা হয়। সে প্রেক্ষাপটে এটি বাংলাদেশের জন্য একটি সম্মানের বিষয়।
সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী জানান, স্বাস্থ্য, নারীর ক্ষমতায়ন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা ও উন্নত অবকাঠামো সহযোগিতা নিয়ে মৌলিক বিষয়ে আলোচনায় অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আরও পড়তে পারেন: বিএনপির বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র হচ্ছে: ফখরুল
/এসএসজেড/এমএনএইচ/