X
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

জঙ্গিবাদ দমনে বাংলাদেশকে সাহায্য করতে প্রস্তুত ভারত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জুন ২০১৬, ২১:৩৩আপডেট : ১৯ জুন ২০১৬, ২২:২৭


রবিবার ঢাকায় রামকৃষ্ণ মিশনে ভারতের রাষ্ট্রদূত হর্ষবর্ধন শ্রিংলা জঙ্গিবাদ দমনে বাংলাদেশ যদি সাহায্য চায় সেটি দিতে প্রস্তুত ভারত।
আজ রবিবার ঢাকায় রামকৃষ্ণ মিশনের নিরাপত্তা ব্যবস্থা দেখতে যাওয়ার পর ভারতের রাষ্ট্রদূত হর্ষবর্ধন শ্রিংলা সাংবাদিকদের একথা বলেন।
রাষ্ট্রদূত বলেন, আমি বুঝতে পারছি এর ব্যাপকতা ও চ্যালেঞ্জ অনেক বড়। কিন্তু অবশ্যই এটি দমনে পদক্ষেপ নেওয়া হয়েছে। বাংলাদেশের প্রতিবেশী হিসেবে, বন্ধু হিসেবে, অংশীদার হিসেবে আমরা শুধু এটাই বলতে চাই- যেখানে সহায়তার প্রয়োজন সেখানে আমরা সহায়তা দিতে প্রস্তুত।
তিনি বলেন, বিষয়টি সমাধানের জন্য বাংলাদেশ সরকারের সক্ষমতার ওপর ভারতের পুরোপুরি আস্থা আছে।
উল্লেখ্য, গত বুধবার রামকৃষ্ণ মিশনে হুমকি দিয়ে একটি চিঠি পাঠানো হয়। এরপর থেকে সেখানে নিরাপত্তা জোরদার করা হয়। এছাড়া বিষয়টি ভারতের উচ্চ পর্যায়ের মনোযোগ আকর্ষণ করে এবং তারা বিষয়টি নিয়ে বাংলাদেশের সঙ্গে আলোচনার জন্য তাদের পররাষ্ট্র মন্ত্রণালয়কে দায়িত্ব দেয়।
রাষ্ট্রদূত বলেন, নাগরিকদের নিরাপত্তা দেবার জন্য বাংলাদেশের যথেষ্ট সক্ষমতা রয়েছে।

আমি নিশ্চিত, এখানে শুধু স্বামী [মঠের অধ্যক্ষ] ও রামকৃষ্ণ মিশনের নিরাপত্তাই সুরক্ষিত তাই নয়, দেশব্যাপী ছড়ানো অন্যান্য ১৪টি মিশনও সুরক্ষিত।

তিনি জানান, দূতাবাসের কর্মকর্তারা মিশনে আছেন এবং তারা বাংলাদেশের কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন।

এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমাদের মানতে হবে বাংলাদেশি নাগরিকদের সুরক্ষা দেবার দায়িত্ব বাংলাদেশ সরকারের এবং তারা সংখ্যালঘুসহ সবার নিরাপত্তার জন্য যথাযথ পদক্ষেপ নিয়েছে।

রামকৃষ্ণ মিশনের প্রধান ধ্রুবেশানন্দ বলেন, তারা হুমকির চিঠি পাবার সঙ্গে সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে যোগাযোগ করা হলে তাৎক্ষণিক পদক্ষেপ নেয় পুলিশ।

তিনি জানান, বর্তমান নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আমরা সন্তুষ্ট।

/এসএসজেড/এএইচ/

আরও পড়তে পারেন: অভিজিৎ হত্যায় সন্দেহভাজন হাদি ‘বন্দুকযুদ্ধে’ নিহত

সম্পর্কিত
সর্বশেষ খবর
অর্থবছর শেষে খাদ্য মজুত বেড়েছে
অর্থবছর শেষে খাদ্য মজুত বেড়েছে
মায়ের মরদেহ বাড়িতে রেখে পরীক্ষা দিলেন দুই মেয়ে
মায়ের মরদেহ বাড়িতে রেখে পরীক্ষা দিলেন দুই মেয়ে
‘মেগাস্টার’ বিতর্ক: আত্মপক্ষ সমর্থনে জাহিদ হাসান
‘মেগাস্টার’ বিতর্ক: আত্মপক্ষ সমর্থনে জাহিদ হাসান
চানখারপুলে হত্যা: ৮ আসামির বিষয়ে অভিযোগ গঠনের আদেশ ১৪ জুলাই
চানখারপুলে হত্যা: ৮ আসামির বিষয়ে অভিযোগ গঠনের আদেশ ১৪ জুলাই
সর্বাধিক পঠিত
নবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
সংযুক্ত কর্মচারী প‌রিষ‌দের জরু‌রি সভানবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল