X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১
বাংলা ট্রিবিউন এক্সক্লুসিভ

কল্যাণপুরে নিহত জঙ্গি অর্কসহ তিনজনের আইএস স্টাইলে ধারণ করা অডিওবার্তা

বিশেষ প্রতিনিধি
০২ আগস্ট ২০১৬, ২৩:১২আপডেট : ০২ আগস্ট ২০১৬, ২৩:২১

সেহজাদ অর্ক রাজধানীর কল্যাণপুরের ‘জাহাজ বাড়ির’ জঙ্গি আস্তানায় অভিযানের পর নানা ‘জিহাদি’ আলামতসহ কিছু অডিওক্লিপও পাওয়া গেছে। এর মধ্যে তিনটি অডিও ক্লিপের কপি গোয়েন্দাদের মাধ্যমে বাংলা ট্রিবিউনের হাতে এসেছে। ওই তিনটি অডিওক্লিপের একটি হলো নিহত জঙ্গি সেহজাদ রউফ অর্ক’র। আর দুটি ক্লিপ আবু রেহান এবং তাজুল হক নামে দু’জনের।

এই সব অডিওতে কথিত জিহাদের ঘোষণা দিয়ে তারা তাদের পরিবার এবং সাধারণ মানুষকে জিহাদে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন। তারা বলেছেন, তাদের বাধা দিতে র‍্যাব পুলিশসহ যারাই আসবে, তাদের হত্যা করা হবে।

সেহজাদ রউফ অর্ক এবং তাজুল হক ইংরেজিতে বার্তা দিয়েছেন। আর আবু রেহান বাংলায়। ২৬ জুলাই ভোরে অভিযানের আগে যেকানও সময় এসব অডিও তারা ধারণ করেছেন। কল্যাণপুরের অভিযানে নিহত নয় জঙ্গির মধ্যে সেহজাদ রউফ অর্ক থাকলেও বাকি দু’জনের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

পুলিশ বলছে, সেখানে নিহত নয়জন ছাড়াও আরও বেশ কয়েকজন জঙ্গির নিয়মিত আনাগোনা ছিল।

ডিএমপি’র এডিশনাল কমিশনার ও কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম বাংলা ট্রিবিউনকে জানান,‘ এধরনের অডিওবার্তার ব্যাপারে আমরাও নিশ্চিত হয়েছি। তবে এগুলো তারা অভিযানের আগে ইন্টারনেটসহ নানা মাধ্যমে ছড়িয়ে দিয়েছে। আমরা তা নিয়ে তদন্ত করছি। চেষ্টা করছি সংগ্রহ করার।’

তাদের অডিও’র বক্তব্য কিছু সম্পাদনা করে তুলে ধরা হলো-

সেহজাদ রউফ অর্ক

'আমি সেহজাদ রউফ অর্ক। আমার পরিবারের প্রতি বার্তা। আমার পরিবারের সদস্য তাওহিদ রউফ এবং অন্যান্যরা যারা শেখ হাসিনাসহ তাগুদের সমর্থক।

আমাদের শরিয়া আইন সমর্থন করতে হবে যাতে আমরা বেহেশতে যেতে পারি। আর এটাই বেহেশতে যাওয়ার একমাত্র পথ। আমাদের সবকিছু এর জন্যই করতে হবে। আর এজন্য আমাদের জিহাদ করতে হবে। আমরা হত্যা করবো অথবা হত্যার শিকার হবো। আর এটা করতে পারলেই তবে বেহেশত আমাদের জন্য। আমরা গণতন্ত্র সমর্থন করতে পারিনা। শেখ হাসিনাকে সমর্থন করতে পারি না। আমার পরিবারের সদস্য এবং যারা এটা সমর্থন করে তারা মুরতাদ।

আমরা সংখ্যায় অল্প। কিন্তু আমাদের বিপুল সংখ্যক মানুষের ওপর জয়ী হতে হবে। আমরা জয়ী হবো।

আমরা ঘোষণা করছি, পুলিশ র‍্যাবের যেই আমাদের প্রতিরোধ করতে আসুক, তাদের আমরা হত্যা করবো। আমরা বেহেশতে যাবো।'


আবু রেহান
'আমি আবু রেহান। আমি আমার ভাইদের বলতে চাই, আপনারা খেলাফতকে সমর্থন করুন। খেলাফাতের জন্য জানমাল কোরবান করুন। এই খেলাফত পূর্ব থেকে পশ্চিমে ছড়িয়ে পড়বে।

আর আমি খালিফা আল বাগদাদিকে বলতে চাই, আপনি সেই সব কুফরদের চোখ গুলোকে উপড়ে ফেলবেন, যেগুলো দিয়ে তারা মুমিনদের দিকে তাকিয়েছে।

আর আমার বাবা-মার প্রতি আমার বার্তা এই যে, আপনারা দ্বীনের পথে ফিরে আসুন। নিশ্চয়ই এটাই হবে, আমাদের বড় চাওয়া। আমাদের যদি দুনিয়ার পরিমাণ সম্পদ দেওয়া হয়, তার পরিবর্তে আপনাদের হেদায়েতকেই আমরা পছন্দ করবো।'

তাজুল হক
'কুফর, মুরতাদ, মুনাফেক সবাই খেলাফতের বিরুদ্ধে এক হচ্ছে। তোমরা কেন লক্ষ করো না কুফর ধ্বংস হচ্ছে। খেলাফত বিস্তৃত হচ্ছে। সবাইকে খেলাফতের পক্ষে কাজ করার আহ্বান জানাচ্ছি।

কুফরদের প্রতি আমার বার্তা, এটা সবে মাত্র শুরু। আমরা সারা পৃথিবী দখল করবো। অপেক্ষা করো, আমরা আসছি তোমাদের জনপদে। যুদ্ধ শুরু হবে। যুদ্ধ বিস্তৃত হবে। লোন উলফ (জঙ্গিদের এক ধরনের হামলাকারী গ্রুপ)-এর সংখ্যা বাড়ছে। তাই বলছি, এটা সবে শুরু। এটা তাজুল হক-এর পক্ষ থেকে বার্তা।'

/এবি/এমও/
অডিও বার্তা
অডিও বার্তায় সেহজাদ রউফ অর্ক 
অডিও বার্তায় আবু রেহান  

অডিও বার্তায় তাজুল হক 

আরও পড়ুন:

 কল্যাণপুরে নিহত জঙ্গি আব্দুল্লাহর সহযোগী জেএমবি সদস্য আলমগীর গ্রেফতার

মেজর জিয়া ও তামিম চৌধুরীকে ধরিয়ে দিতে ৪০ লাখ টাকা পুরস্কার ঘোষণা

‘কল্যাণপুরে নিহত ৯ জঙ্গির একজন ছিল লিবিয়ায়’

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৭ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (৭ মে, ২০২৪)
খুলনায় আড়াই ঘণ্টার বৃষ্টিতে শহরে জলাবদ্ধতা
খুলনায় আড়াই ঘণ্টার বৃষ্টিতে শহরে জলাবদ্ধতা
রৌমারীতে চেয়ারম্যান প্রার্থীর ওপর প্রতিপক্ষের হামলা
রৌমারীতে চেয়ারম্যান প্রার্থীর ওপর প্রতিপক্ষের হামলা
টেকনাফে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
টেকনাফে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস