X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

‘দুই দিনেই ৫ জিবি ডাটা খেয়ে ফেলল গ্রামীণফোন ’

উদিসা ইসলাম ও হিটলার এ. হালিম
২২ আগস্ট ২০১৬, ১৮:৫৩আপডেট : ২২ আগস্ট ২০১৬, ২২:৪৫

গ্রামীণফোন দুই দিনে কোনও কথাবার্তা ছাড়াই ৫ জিবি ইন্টারনেট ডাটা খরচ হওয়ায় হতভম্ভ হয়েছেন গ্রামীণফোনের গ্রাহক হারুন উর রশীদ। প্রায় একযুগ গ্রামীণফোন ব্যবহার করা এই স্টার গ্রাহক দুই দিন ধরে বিষয়টি নিয়ে নানাভাবে সুরাহা পাওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়েছেন। এ বিষয়টি তিনি ফেসবুকে পোস্ট করার পর আরও শতাধিক গ্রাহক একই ধরনের অভিযোগ করেছেন। বিটিআরসি বলেছে, তারা এ অভিযোগগুলো তদন্ত করে কঠোর ব্যবস্থা নেবে। তবে প্রথমে এ ব্যাপারে গ্রামীণফোনের  কোনও বক্তব্য পাওয়া না গেলেও রাতে এক লিখিত বিবৃতিতে তারা দাবি করেছে,  ওই পরিমাণ ডাটা গ্রাহক তিনদিনেই ব্যবহার করেছেন।

ভুক্তভোগী গ্রাহক সাংবাদিক হারুন উর রশীদ বিষয়টি নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিলে বেরিয়ে আসে এই প্রতিষ্ঠানের গ্রাহকদের নানা অভিযোগ। তাদের কেউ বলছেন, কিভাবে তারা প্রতারিত হয়েছেন ইন্টারনেট খরচের বার্তা আর ডাটাহিস্ট্রির ভিন্নতার কারণে, কেউ জানাচ্ছেন প্রমোশনাল বার্তায় অতিষ্ঠ হওয়ার অভিজ্ঞতা।

সোমবার দুপুর একটার দিকে দেওয়া হারুন উর রশীদ-এর ফেসবুক পোস্টে ছয় ঘণ্টার মধ্যেই শত-শত লাইক এবং ১৪১টি কমেন্ট ও ১৪২জন শেয়ার করেছেন। পোস্টে গ্রামীণফোনকে অভিযোগ করে এবং টেলিযোগাযোগ মন্ত্রী, প্রতিমন্ত্রী, বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি), ঢাকা মেট্রোপলিটন পুলিশের পেজ, গ্রামীণফোনকে ট্যাগ করে লেখা হয়, ‘দুই দিনেই জিপি খেয়ে ফেলল আমার ৫ জিবি ডাটা। অথচ আমি ২৪ ঘণ্টা অনলাইনে থেকেও এর আগে মাসে ২ জিবি ডাটা শেষ করতে পারিনি। প্রতিকার চেয়ে কোনও ফল না পেয়ে দুই ডাকসাইটে টেলিকম সাংবাদিকের দ্বারস্থ হই। তারাও ব্যর্থ! কি বিস্ময়কর! গ্রামীণফোন কি যাচ্ছে তাই করে যাবে? আওয়াজ দিন। এবার ক্যাম্পেইন শুরু করতে চাই।’

তার পোস্টে মোহাম্মদ হাফিজুর রহমান লেখেন, ‘একই কাজ আমার সঙ্গেও ঘটেছে। ৪জিবি+৪জিবি ১৮দিনের মধ্যে শেষ।’ শাকিল খান প্রতারণার কথা তুলে ধরতে গিয়ে লিখেছেন, একই জিনিস আমার সঙ্গেও হয়েছিল। আমি ২ জিবি নিয়েছিলাম। ইউটিউবে ভিডিও দেখার কিছুক্ষণ পরেই ‘you have used 20%-50%-80%-100%’ ৪টা মেসেজ দিয়ে সবগুলো এমবি নিয়ে নেয়। অথচ ডাটা হিস্টোরি তে গিয়ে দেখি ১৫০ এমবি-এর মতো খরচ হয়েছে।’ মাসুদ জাবেদ সিকদার লিখেছেন, ‘আমি টেলিটকের ডাটা ব্যবহার করেছি, ১ জিবিতেই মাস পার। কিন্তু জিপির ক্ষেত্রে ১ সপ্তাহও চলে না। এমনিতেই আমার জিপি ব্যবহার করতে ভালো লাগে না।’

সাইফুল স্বপন লিখেছেন, ‘শুধু কি তাই? এত দ্রুত এমবি কাটে, প্রচার করে হাই স্পিড থ্রিজি, কিন্তু নেট স্পিড এত স্লো যে, ফুটেজ পাঠানো যায় না। শহুরে এলাকা ছাড়া বড় বড় হাটবাজারে থ্রিজি নেই। আবার তারা বলছে, ফোরজির জন্য প্রস্তুত তারা। থ্রিজি ১এমবিপিএস-এর নিচে হওয়ার কথা নয়, কিন্তু তারা এখন ৫১২ কেবির প্যাকেজ বিক্রি করছে। যেখানে ১ জিবি ৩০ দিনের মেয়াদে ৫০ টাকা দর হওয়া উচিত, তারা এখন ৩৪৫ টাকা ১ জিবি বিক্রি করছে। এক দশকে না হলে ইন্টারনেটের দাম সরকারিভাবে কয়েক দফায় ৫০ গুণ কমিয়েছে। অথচ গ্রাহক পর্যায়ে এখনও কমায়নি।’

খালেদ মজুমদার লিখেছেন, ‘এর চেয়ে ভয়ানক জালিয়তি করে বোনাস ডাটার ক্ষেত্রে। বিভিন্ন হ্যান্ডসেটের সঙ্গে ১২ জিবি ফ্রি! দেখা যাচ্ছে একদিনে ১ জিবি শেষ তাও শুধু ফেবু (ফেসবুক) চালালে। আর ডাউনলোডের ক্ষেত্রে ৩০ এমবি ফাইলের সঙ্গে আরও ১০০ এমবি হাওয়া। এখনি সুরাহা করা উচিত।’

শরীফ আহমেদ সঙ্গে থাকার কথা বলে লিখেছেন, ‘নিশ্চয়, আপনার একটি রিপোর্ট-এর কারণে মিরপুর থেকে গুলশানগামী গ্রামীণ পরিবহন ভাড়া কমাতে বাধ্য হয়েছিল। আপনি শুরু করেন, আমরা আপনার সঙ্গে আছি ইনশাল্লাহ।’

অন্য আরেক ধরনের বিরক্তির কথা শেয়ার করেছেন মিজানুর রহমান। তিনি লিখেছেন, ‘ওরা আমাকে প্রমোশনাল মেসেজ পাঠায়। দিনে অনেকগুলা। আমি অভিযোগ করলাম। বললাম,  আমার এসবের দরকার নেই। ওরা বলল, আর হবে না। এর ঠিক বিশ মিনিটের মাথায় আবারও মেসেজ এলো। এখনও প্রতিদিন বহু প্রমোশনাল মেসেজ পাই।…’

পোস্ট দেওয়ার কিছুক্ষণের মধ্যেই গ্রামীণফোন ভুক্তভোগী গ্রাহক হারুন উর রশীদকে ফেসবুক ইনবক্সে লিখেছেন, ‘আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি আপনার এমন একটি অভিজ্ঞতার জন্য। এই সমস্যাটি চেক করার জন্য আমাদের কাছে আপনার জিপি নম্বরটি এবং সমস্যার কথা বিস্তারিত [email protected] এ ই-মেইল করে পাঠানোর অনুরোধ করছি। আশা করছি আপনার নম্বরটি পেলে বিষয়টি চেক করে অবশ্যই একটা সঠিক ফিডব্যাক দেওয়া সম্ভব হবে। আমরা আপনার ই-মেইলের অপেক্ষায় রইলাম।’

‘দুই দিনেই ৫ জিবি ডাটা খেয়ে ফেলল গ্রামীণফোন ’

এ বিষয়ে জানতে চাইলে হারুন উর রশীদ বলেন, সাধারণত আমি আড়াই জিবির প্যাকেজ ব্যবহার করে থাকি। গত ১৬ তারিখ শুরুতেই রাতে ১২টা ৬ মিনিটে ৪২৬ টাকা ১৩ পয়সা দিয়ে আড়াই জিবি প্যাকেজটা নেই। কিন্তু পরেরদিন ১৭ তারিখেই দেখি সেটা শেষ বলে জানানো হলো। সেইদিনই রাত ৮টা ৫৪ মিনিটে আমি আবারও আড়াই জিবির প্যাকেজটা কিনি। কিন্তু একইভাবে সেটাও একদিনে শেষ দেখালো। পরপর দুই দিন এমন দেখে আমি ১২১-এ ফোন করে কোনও সুরাহা পাইনি।’ তিনি আরও বলেন, ‘আমি ১২১ সরবরাহকৃত একটি নম্বরে যোগাযোগ করলে তারা আমাকে জানায় আমি ডাটা ব্যবহার করে ফেলেছি। এরপর আমি টেলিকমিউনিকেশন বিটের সাংবাদিকদের সহায়তা নিলে গ্রামীণফোন থেকে প্রতিশ্রুতি দেওয়া হয়। গত ১৮ তারিখ থেকে আমি কোনও ধরনের ইন্টারনেট সার্ভিস নেওয়া থেকে বিরত আছি।’ গ্রামীণফোনের এ ধরনের আচরণে বিস্ময় প্রকাশ করে তিনি বলেন, ‘আমি সাংবাদিক মানুষ, সবসময় আমাকে অনলাইনে থাকতে হয়। কখনোই মাসিক আড়াই জিবি আমি শেষ করতে পারিনি। সেখানে চারদিনে ৫ জিবি শেষ হলো!’

ক্যাম্পেইন বিষয়ে জানতে চাইলে তিনি আরও বলেন, ‘গ্রামীণফোনের বিরুদ্ধে এমন অভিযোগ কেবল আমার নয়, হাজার হাজার ভুক্তভোগী গ্রাহকের। তাদের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নিয়েছি শুধু গ্রামীণফোন নয়, সব কয়টি অপারেটরের বিরুদ্ধে অভিযোগনামা এক জায়গায় করব এবং প্রয়োজন মতো সবারটা এক জায়গায় এনে টেলিনিয়ন্ত্রণ কর্তৃপক্ষ ও বিভিন্ন কর্তৃপক্ষের কাছে অভিযোগগুলো পৌঁছে দেব।’

এ বিষয়ে বিটিআরসির সচিব সরওয়ার আলম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এর আগে একজন গ্রাহক এ ধরনের সেবা প্যাকেজ কিনে তা ব্যবহার করতে না পারায় ক্ষুব্ধ হয়ে গ্রামীণফোনের বিরুদ্ধে মামলা করেছিলেন। সেই ঘটনাটিকে আমলে নিয়ে গ্রাহক হয়রানি দূর করতে কমিশন উদ্যোগী হয়েছে।’ তিনি আরও বলেন, ‘বিটিআরসির ১৯৯তম কমিশন বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, এখন থেকে এ ধরনের অভিযোগ এলে তা কঠোরভাবে খতিয়ে দেখা হবে এবং যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। এমন ব্যবস্থা গ্রহণ করা হবে, যেন গ্রাহক সেবা কিনে ক্ষতিগ্রস্ত না হন বা প্রতারিত না হন।’

সরওয়ার আলম বলেন, ‘আমরা অপারেটরগুলোকে বলেছি, এমন কোনও প্যাকেজ দেওয়া (অফার করা) যাবে না, যা কম সময়ে শেষ হয়ে যায়, যা গ্রাহক বোঝে না এবং দুর্বোধ্য। সেবাসংক্রান্ত গ্রাহকদের অভিযোগ এবং বিটিআরসির করণীয় নিয়ে আমরা অক্টোবর মাসে একটি গণশুনানি করব। শুনানি থেকে যেসব সুপারিশ, পরামর্শ আসবে, সেসব নিয়ে এ বিষয়ক গাইডলাইন চূড়ান্ত করা হবে।’

এদিকে, গ্রামীণফোনের হেড অব এক্সটার্নাল কমিউনিকেশনস সৈয়দ তালাত কামাল এক লিখিত বিবৃতিতে দাবি  করেন, আমরা সন্মানিত গ্রাহকের ইন্টারনেট ব্যবহার খতিয়ে দেখেছি। আমাদের বিলিং সিস্টেমের তথ্য অনুযায়ী তিনি ১৭ আগস্ট থেকে ১৯ আগস্ট ২০১৬-এর মধ্যে ওই পরিমাণ ডাটা ব্যবহার করেছেন। প্রতিবার প্যাকেজ শেষ হওয়ার পর তাকে ডাটা শেষ হয়ে যাওয়ার তথ্য এসএমএস-এর মাধ্যমেও জানানো হয়েছে।

/এমএনএইচ/

 

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাফাহ শহরে নতুন করে  ইসরায়েলি হামলায় ১৩ ফিলিস্তিনি নিহত
রাফাহ শহরে নতুন করে ইসরায়েলি হামলায় ১৩ ফিলিস্তিনি নিহত
টিভিতে আজকের খেলা (২৯ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৯ এপ্রিল, ২০২৪)
টিপু-প্রীতি হত্যা মামলার অভিযোগ গঠন বিষয়ে আদেশ আজ
টিপু-প্রীতি হত্যা মামলার অভিযোগ গঠন বিষয়ে আদেশ আজ
যশোরে তীব্র গরমে মরে যাচ্ছে মাছের পোনা, ক্ষতি ‌‘২০ কোটি টাকা’
যশোরে তীব্র গরমে মরে যাচ্ছে মাছের পোনা, ক্ষতি ‌‘২০ কোটি টাকা’
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ