X
মঙ্গলবার, ১৪ মে ২০২৪
৩০ বৈশাখ ১৪৩১

‘মীর কাসেমের ফাঁসি নিয়ে পাকিস্তানের কথা বলার সুযোগ নেই’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ সেপ্টেম্বর ২০১৬, ১৬:০৯আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০১৬, ১৬:১৪

পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ স্বচ্ছ বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আদালত মানবতাবিরোধী অপরাধের দায়ে মীর কাসেম আলীকে মৃত্যুদণ্ড দেওয়া সঙ্গত মনে করেছেন এবং এ বিষয়ে পাকিস্তান সরকারের কথা বলার কোনও সুযোগ নেই। রবিবার বিকালে পাকিস্তানের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত সামিনা মেহতাবকে তলবের পর পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ কথা জানানো হয়। মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কামরুল হাসান বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে পাকিস্তানের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলবের পর তার হাতে বাংলাদেশের আনুষ্ঠানিক প্রতিবাদপত্র তুলে দেওয়া হয়। মীর কাসেমের মৃত্যুদণ্ডের প্রতিক্রিয়ায় রাষ্ট্রীয়ভাবে পাকিস্তানের সমবেদনা জানানোর প্রতিবাদে লিখিত এ প্রতিবাদপত্র তুলে দেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কামরুল হাসান। পাকিস্তানের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের সঙ্গে প্রায় বিশ মিনিটের এক বৈঠক করেন মন্ত্রণালয়ের এই অতিরিক্ত সচিব।
বৈঠক শেষে কামরুল হাসান বাংলা ট্রিবিউনের মুখোমুখি হন। বাংলাদেশের পক্ষ থেকে পাকিস্তানকে কী বলা হয়েছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘পাকিস্তান মীর কাসেমের মৃত্যুদণ্ডের বিষয়ে যে মত দিয়েছে তা আমাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের শামিল। আমরা তাদের জানিয়েছি, স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে মীর কাসেমের বিচার সম্পন্ন হয়েছে। তার আপিল করার সুযোগ ছিল। সর্বোচ্চ আদালত মনে করেছেন মীর কাসেম আলীর এ শাস্তি প্রাপ্য। এ জন্যে এ শাস্তি তাকে দেওয়া হয়েছে। এ বিষয়ে পাকিস্তান সরকারের মত ব্যক্ত করার কোনো সুযোগ নেই।’

আগের দিন, মানবতবিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত আসামী মীর কাসেম আলীর মৃত্যুদণ্ড কার্যকর হওয়ায় ৩ সেপ্টেম্বর প্রতিক্রিয়ামূলক বিবৃতি দিয়েছে পাকিস্তান। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, মীর কসেম আলীর মৃত্যুদণ্ড কার্যকরে তারা দুঃখ প্রকাশ করছে।

শনিবার রাত ১০টা ৩৫ মিনিটে মুক্তিযুদ্ধকালীন চট্টগ্রামের কিশোর মুক্তিযোদ্ধা জসিম উদ্দিন আহমেদসহ আটজনকে হত্যার দুটি ঘটনায় জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় তখনকার আলবদর কমান্ডার মীর কাসেমকে ২০১৪ সালের ২ নভেম্বর মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক ট্রাইব্যুনাল।

জামায়াতে ইসলামী এর আমির মতিউর রহমান নিজামী ও  বিাএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর মৃত্যুদণ্ডের পরও পাকিস্তান এরূপ বিবৃতি দিয়েছিল।

/এসএসজেড/এইচকে/

পড়ুন: পাকিস্তানের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব

সম্পর্কিত
সর্বশেষ খবর
সজনে পাতা খেলে মিলবে এই ১২ উপকারিতা
সজনে পাতা খেলে মিলবে এই ১২ উপকারিতা
রিজার্ভ ডে সংকট: দ্বিতীয় সেমিফাইনালের ২৪ ঘণ্টার মধ্যে ফাইনাল!
টি-টোয়েন্টি বিশ্বকাপরিজার্ভ ডে সংকট: দ্বিতীয় সেমিফাইনালের ২৪ ঘণ্টার মধ্যে ফাইনাল!
সংকটে গণমাধ্যম: চ্যালেঞ্জ জিততে লড়তে হবে
সংকটে গণমাধ্যম: চ্যালেঞ্জ জিততে লড়তে হবে
‘ডিজিটাল’ থেকে ‘স্মার্ট’ বাংলাদেশের পথে
‘ডিজিটাল’ থেকে ‘স্মার্ট’ বাংলাদেশের পথে
সর্বাধিক পঠিত
ফুটপাত থেকে দোকান ছড়িয়েছে প্রধান সড়কে, আসছে নতুন পরিকল্পনা 
ফুটপাত থেকে দোকান ছড়িয়েছে প্রধান সড়কে, আসছে নতুন পরিকল্পনা 
আমরা সুন্দর একটি সম্পর্ক মেন্টেইন করি: জয়া আহসান
বাংলা ট্রিবিউনের দশম বর্ষপূর্তিআমরা সুন্দর একটি সম্পর্ক মেন্টেইন করি: জয়া আহসান
যেভাবে বরণ করা হবে এমভি আবদুল্লাহর ২৩ নাবিককে
যেভাবে বরণ করা হবে এমভি আবদুল্লাহর ২৩ নাবিককে
জাতীয় দলে খেলতে গেলে সাপোর্ট লাগে: ইমরুল  
জাতীয় দলে খেলতে গেলে সাপোর্ট লাগে: ইমরুল  
চিনি খাওয়া বন্ধ করলে কী হয়?
চিনি খাওয়া বন্ধ করলে কী হয়?