X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

‘বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস’ বাধ্যতামূলক পড়তে হবে শিক্ষার্থীদের

রশিদ আল রুহানী
০৫ সেপ্টেম্বর ২০১৬, ১২:৪৪আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৬, ১৫:১৩

ইউজিসি

‘বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস’ নামে একটি নতুন কোর্স প্রণয়ন হচ্ছে। কোর্সটি বাধ্যতামূলকভাবে পড়ানো হবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের। স্নাতক পর্যায়ে সব বিভাগের শিক্ষার্থীদের জন্য কোর্সটি বাধ্যতামূলক করতে ইতোমধ্যে কোর্স কারিকুলাম প্রণয়ন কমিটি প্রাথমিক একটি খড়সাও তৈরি করেছে। আগামী সেমিস্টার থেকে কোর্সটি শিক্ষার্থীদেরকে পড়ানো সম্ভব হবে বলে জানিয়েছেন ইউজিসি’র ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সম্প্রতি দেশে জঙ্গি হামলায় কয়েকটি বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু শিক্ষার্থীর সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে। বিভিন্ন মহল থেকে শিক্ষাবিদ ও গবেষকরা বলছেন, বিশ্ববিদ্যালয়ের কারিকুলামে বাংলাদেশের অভ্যুদয় এবং ইতিহাস-ঐতিহ্য না পড়ানোয় জঙ্গিবাদের সঙ্গে জড়িয়ে পড়ার পেছনে একটি অনুঘটক হিসেবে কাজ করেছে।  

বলা হয়েছে, শিক্ষার্থীদের মধ্যে দেশের প্রতি ভালোবাসা ও মমত্ববোধ তৈরি না হওয়ায় তারা সহজেই নিজের দেশেই বিশৃঙ্খলা সৃষ্টি করছে। আজকের বাংলাদেশ কিভাবে কোন ইতিহাসের ওপর ভর করে ওঠে এসেছে তা প্রতিটি শিক্ষার্থীকেই জানতে হবে।

জঙ্গিবিরোধী বিভিন্ন সভায় ইউজিসি’র চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান, এমনকি শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদও এই বিষয়টি পড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন।

 জানা গেছে, ইউজিসি’র কারিকুলাম রূপরেখা প্রণয়ন কমিটি খুবই অল্প সময়ের সিদ্ধান্তে ‘বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস’ কোর্সটি প্রণয়নের কাজ শুরু করেছে। ইতোমধ্যে কারিকুলাম প্রণয়নের কাজটি প্রায় শেষের দিকে বলেও জানা গেছে।

ইউজিসি জানিয়েছে, কারিকুলাম রূপরেখা প্রণয়ন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. আখতার হোসেনের সভাপতিত্বে তার সভাকক্ষে গত ১১ আগস্ট কমিটির এক সভায় ‘বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস’ কোর্সটি কমিটির অন্য সদস্যরা প্রণয়ন করেন।

ওই সভায় কারিকুলাম রূপরেখা প্রণয়ন কমিটির তিন সদস্য অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেন, অধ্যাপক ড. মুনতাসির মামুন, কমিটির সদস্য সচিব ইউজিসি’র জনসংযোগ কর্মকর্তা ওমর ফারুক উপস্থিত ছিলেন।

সূত্র জানায়, অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেন ‘বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস’ কোর্সটি শশাঙ্ক থেকে বঙ্গবন্ধুর শাসনকাল পর্যন্ত ‘থিমেটিক’ আকারে ১৫০ পাতার মধ্যে সীমাবদ্ধ রেখে প্রণয়ন করার অভিমত দেন। তবে অধ্যাপক ড. মুনতাসির মামুন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস দূর অতীত যথাসম্ভব হ্রাস করে ১৯৪৭-১৯৭৫ সালের মধ্যে সীমাবদ্ধ রাখার পরামর্শ দেন। পরে তিনি ১৯৪৭-১৯৭৫ সালের ইতিহাস বর্ণনা করে সম্পূর্ণ কোর্সকে ১৩টি অধ্যায়ে ভাগ করেন। কোর্সটি ২টি ক্রেডিটের হবে এবং সপ্তাহে অন্তত দু’টি ক্লাস হবে বলেও মত দেন কমিটির সদস্যরা।

 ইউজিসি সূত্রে আরও  জানা গেছে, ‘বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস’ কোর্সটির মত ‘বাংলা ভাষা শিক্ষা’ বিষয়েও একটি কারিকুলাম প্রণয়ন করা হবে। তবে ‘বাংলা ভাষা শিক্ষা’ কারিকুলামটি প্রণয়ন কাজ আরও কয়েক মাস পরে শুরু হবে বলে জানা গেছে।

ইউজিসি’র চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস’ কোর্সটির প্রণয়ন কাজ প্রায় শেষের দিকে। আগামী এক সপ্তাহের মধ্যেই বিশ্ববিদ্যালয়ে কোর্সটির কারিকুলাম কপি ও নির্দেশনা চলে যাবে বলে আশা করছি।  

ঠিক কবে থেকে শিক্ষার্থীরা কোর্সটি পড়তে পারবে জানতে চাইলে তিনি বলেন, পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো চলতি বছর শুরু করতে পারবে না। তবে আগামী বছর থেকে অবশ্যই শুরু করার  নির্দেশনা দেওয়া হবে। অন্যদিকে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর যাদের বছরে তিনটি সেমিস্টার তারা চলতি সেমিস্টারে শুরু না করতে পারলেও আগামী সেমিস্টার থেকে শুরু করবে।  

/আরএআর/এআর/এমএসএম/ আপ- এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ছদ্মবেশে অভিযান চালিয়ে সাড়ে ১২ লাখ ইয়াবা উদ্ধার, নদীতে ঝাঁপিয়ে পালালো পাচারকারীরা
ছদ্মবেশে অভিযান চালিয়ে সাড়ে ১২ লাখ ইয়াবা উদ্ধার, নদীতে ঝাঁপিয়ে পালালো পাচারকারীরা
তীব্র গরমে কাজ করার সময় মাথা ঘুরে পড়ে দিনমজুরের মৃত্যু
তীব্র গরমে কাজ করার সময় মাথা ঘুরে পড়ে দিনমজুরের মৃত্যু
বাংলাদেশে সামাজিক বিমা প্রবর্তনের সম্ভাব্যতা যাচাই করা হচ্ছে: মন্ত্রিপরিষদ সচিব
বাংলাদেশে সামাজিক বিমা প্রবর্তনের সম্ভাব্যতা যাচাই করা হচ্ছে: মন্ত্রিপরিষদ সচিব
ট্রাকের চাকায় পিষে দেওয়া হলো ৬ হাজার কেজি আম
ট্রাকের চাকায় পিষে দেওয়া হলো ৬ হাজার কেজি আম
সর্বাধিক পঠিত
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড