X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

গেম খেলেই সময় কাটছে শিশু জান্নাতুলের

জামাল উদ্দিন ও আমিনুল ইসলাম বাবু
২৬ অক্টোবর ২০১৬, ২১:৫৪আপডেট : ২৬ অক্টোবর ২০১৬, ২১:৫৬

শিশু জান্নাত

শরীরের বিভিন্নস্থানে এখনও গৃহকর্ত্রীর নির্যাতনের দাগ। মাথায় সাদা ব্যান্ডেজ। মঙ্গলবারই শিশুটির মাথায় সফল অস্ত্রোপচার করেছেন চিকিৎসকরা।

বুধবার ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের ৬০৯ নম্বর কেবিনে গিয়ে দেখা যায়, বেডে বালিশে হেলান দিয়ে স্মার্টফোনে গেম খেলছিল শিশু জান্নাতুল ফেরদৌস। কেমন আছ জানতে চাইলেই সোজা জবাব, ‘ভালো’। আর কোনও জবাব নেই। আবার গেমের দিকেই মনোযোগ। গাজীপুরের জয়দেবপুরের এক বাসায় গৃহকর্মী হিসেবে কাজে গিয়ে নির্মম নির্যাতনের শিকার হয় শিশুটি।

শিশুটির মা ফিরোজা বেগম বাংলা ট্রিবিউনকে জানান, গাজীপুরের জয়দেবপুরের ওমর ফারুক ও মনি বেগম নামের এক দম্পতির কাছে প্রায় এক বছর আগে নয় বছরের শিশু সন্তানকে গৃহকর্মী হিসেবে কাজে দেন। ওমর ফারুকের ভায়রা মোস্তফা সরদার আবার ফিরোজার খালাতো ভাই। সেই পরিচয়ের সূত্র ধরেই তিনি মেয়েকে কাজে দিয়েছিলেন। গত কোরবানি ঈদের পরদিন শিশুটি নির্মম নির্যাতনের শিকার হয় ওই দম্পতির হাতে। পরে মোস্তফা সরদার শিশুটিকে চাঁদপুরে নিয়ে প্রথমে স্থানীয় হাইমচর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থার কোনও পরিবর্তন না হলে তাকে চাঁদপুর সদর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। এরপরই গণমাধ্যমে শিশুটির নির্যাতনের খবর প্রকাশ পায়। পরে উন্নত চিকিৎসার জন্য চলতি মাসের এক তারিখে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মো. আবুল কালাম বাংলা ট্রিবিউনকে বলেন, মঙ্গলবার দুপুরে জান্নাতুলের মাথায় অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচারের পর কিছু সময় তাকে পোস্ট অপারেটিভের কেবিনে রাখা হয়েছে। তিনিসহ চারজন চিকিৎসক উপস্থিত থেকে মাথার খুলি থেকে চামড়া সম্পূর্ণ আলাদা করে শিশুটির মাথায় অস্ত্রোপচার করেন। আগামী কয়েকদিনের মধ্যেই শিশুটি হাসপাতাল থেকে বাড়ি যেতে পারবে।

শিশুটির মা ফিরোজা বেগম জানান, বাড়ি যাওয়ার জন্য বায়না ধরলেই তার শিশুর ওপর নির্যাতন চালাতো ওমর ফারুকের পরিবার। গরম ইস্ত্রি ও খুন্তি দিয়ে মাথা এবং শরীরের বিভিন্ন স্থানে ছ্যাঁকা দিতো ওই দম্পতি।

ঘটনার পর দায়ের করা মামলায় ওমর ফারুক, মনি বেগম ও মোস্তফা সরদার গ্রেফতার হয়ে বর্তমানে কারাগারে রয়েছেন। প্রতিবেশি শাহজাহান ভুঁইয়া বাদী হয়ে এ তিনজনকে আসামী করে জয়দেবপুর থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করেন।

/এইচকে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
গাছশূন্য ২০ কিলোমিটার সড়ক, তাপপ্রবাহে পথচারীদের দুর্ভোগ
গাছশূন্য ২০ কিলোমিটার সড়ক, তাপপ্রবাহে পথচারীদের দুর্ভোগ
প্রথমবার মেজর লিগ সকারের প্লেয়ার অব দ্য মান্থ মেসি
প্রথমবার মেজর লিগ সকারের প্লেয়ার অব দ্য মান্থ মেসি
গাজায় নিহত সাংবাদিকের সংখ্যা বেড়ে ১৪১
গাজায় নিহত সাংবাদিকের সংখ্যা বেড়ে ১৪১
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ