X
সোমবার, ০৬ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

গুলিস্তানে হকার উচ্ছেদ: ছাত্রলীগের সেই দুই নেতার বিরুদ্ধে পুলিশের মামলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ নভেম্বর ২০১৬, ১২:৪৭আপডেট : ০১ নভেম্বর ২০১৬, ১৩:৪৭

হকারদের দখলে গুলিস্তান

গুলিস্তানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই বহিষ্কৃত নেতার বিরুদ্ধে পুলিশ মামলা দায়ের করেছে। সোমবার রাতে শাহবাগ থানায় হত্যা চেষ্টায় মামলাটি করা হয়। শাহবাগ থানার সাব-ইন্সপেক্টর আবদুল মান্নান বাদী হয়েছে দুই ছাত্রী লীগের বহিষ্কৃত দুই নেতা সাব্বির হোসেন এবং আশিকুর রহমানসহ অজ্ঞাত কয়েকজনকে আসামি করে মামলাটি করেছেন।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-কমিশনার মারুফ হোসেন সরদার বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

সোমবার হকাররা বাদী হয়ে পল্টন থানায় লুটপাট, মারপিট, দাঙ্গা ও আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগে একটি মামলা করেছেন। তবে মামলায় কারও নাম উল্লেখ করা হয়নি।

ডিবিরি যুগ্ম কমিশনার আবদুল বাতেন বলেন, ‘হকার উচ্ছেদের ঘটনায় দুই অস্ত্রধারী বাধা সৃষ্টি করেছিল। সোমবার রাতে তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে। আমরা অস্ত্রধারী দুজনের নাম পরিচয় পেয়েছি। তারা হলো, সাব্বির ও আশিকুর।’

তিনি আরও বলেন, ‘ডিবি পূর্ব জোনের একটি টিম তাদের গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে। তাদের পলিটিক্যাল পরিচয় কোনও বিষয় না। তারা যেই হোক ফৌজদারি অপরাধ করায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘অস্ত্রগুলোর লাইসেন্স আছে কিনা সেটি আসলে আসামিদের অস্ত্র উদ্ধার করার পর বা গ্রেফতারের পর জানা যাবে।’

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার গুলিস্তানের ফুটপাত ও সড়ক থেকে হকারদের উচ্ছেদ করে ডিএসসিসি। এই উচ্ছেদ কাজে লাঠিসোটা বহনকারী আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের কর্মীরা সিটি করপোরেশনকে সহায়তা করে। এ সময় ফাঁকা গুলিবর্ষণের ঘটনা ঘটে এবং ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাব্বির হোসেন এবং ওয়ারি থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমানের হাতে পিস্তল দেখা যায়।

আরও পড়ুন: গুলিস্তানে উচ্ছেদ: হকারদের মামলা দায়ের

/জেইউ/এসটি/এমডিপি

সম্পর্কিত
সর্বশেষ খবর
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
ন্যাশনাল ব্যাংকে নতুন পরিচালনা পর্ষদ গঠন, নিয়োগ পেলেন ১০ জন 
ন্যাশনাল ব্যাংকে নতুন পরিচালনা পর্ষদ গঠন, নিয়োগ পেলেন ১০ জন 
স্বস্তির জয়ে শিরোপার লড়াইয়ে ফিরলো লিভারপুল
স্বস্তির জয়ে শিরোপার লড়াইয়ে ফিরলো লিভারপুল
ফিলিস্তিনে যুদ্ধাপরাধে দায়ীদের জবাবদিহি চায় ঢাকা
ফিলিস্তিনে যুদ্ধাপরাধে দায়ীদের জবাবদিহি চায় ঢাকা
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
সব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী
জিজ্ঞাসাবাদ শেষে ডিবি হারুনসব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী