X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৮ বৈশাখ ১৪৩১

আগ্রহ-প্রকাশের ভিত্তিতে রাষ্ট্রপতির সংলাপে ডাক পাবে বাকি দলগুলো

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ জানুয়ারি ২০১৭, ১৯:৪৭আপডেট : ১১ জানুয়ারি ২০১৭, ১৯:৫৮



রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ
নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠন নিয়ে ইতোমধ্যে ২২টি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। ইসিতে নিবন্ধিত ৪১টি দলের মধ্যে বাকি সব দলকে না ডাকলেও কোনও দল আগ্রহ প্রকাশ করলে হলে, তা বিবেচনায় নেবে বঙ্গভবন। রাজনৈতিক দলের আবেদনের পরিপ্রেক্ষিতে আগামী সপ্তাহ থেকে সংলাপের দিনক্ষণ নির্দিষ্ট করা হবে বলে জানিয়েছেন রাষ্ট্রপতির প্রেসি সচিব জয়নাল আবেদীন। বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, ‘কোনও দল আগ্রহ দেখালেই রাষ্ট্রপতি বিবেচনা করবেন। এটি আগামী সপ্তাহ নাগাদ শুরু হতে পারে।’ 

ইতোমধ্যে রাষ্ট্রপতির সঙ্গে যে ২২টি দল। প্রতিটি দলই রাষ্ট্রপতিকে লিখিত আকারে প্রস্তাবনা দিয়েছে। এর মধ্যে রাজপথে সক্রিয়, আধা-সক্রিয়, প্রায়-সক্রিয় দলগুলোকেই বঙ্গভবনে ডাকা পেয়েছল।
গত ১৮ ডিসেম্বর বিএনপির সঙ্গে আলোচনার মধ্য দিয়ে রাষ্ট্রপতির সংলাপ শুরু হয়। তৃতীয়পর্বে ক্ষমতাসীন আওয়ামী লীগ বুধবার সন্ধ্যায় বৈঠক করে। নতুন করে এখনও কোনও দলকে চিঠি দেয়নি বঙ্গভবন। এর আগে তিন দফায় প্রতিটি দলকে চিঠি দিয়ে বঙ্গভবনে আমন্ত্রণ জানানো হয়েছিল। রাষ্ট্রপতির আমন্ত্রণে সংলাপে অংশ নেয় সংসদে বিরোধী দল জাতীয় পার্টি, এলডিপি, বিকল্পধারা, গণফোরাম, কৃষক শ্রমিক জনতা লীগ, ওয়ার্কার্স পার্টি, বিএনএফ, ইসলামী ঐক্যজোট, জাতীয় পার্টি (মঞ্জু), তরিকত ফেডারেশন, জাতীয় পার্টি (বিজেপি), সিপিবি, বাসদ, জাসদ ইনু, জাসদ আম্বিয়া, গণতন্ত্রী পার্টি, ইসলামী আন্দোলন, খেলাফত আন্দোলন, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, সাম্যবাদী দল। 

তবে নিবন্ধন স্থগিত থাকা জামায়াতে ইসলামী রাষ্ট্রপতির কাছে আবেদন করলেও সাড়া পায়নি। বঙ্গভবন আনুষ্ঠানিকভাবে চিঠি পেলেও কোনও উত্তর দেয়নি দলটিকে।

এছাড়া আলোচনার ডাক পায়নি এই দলগুলোর মধ্যে রয়েছে, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশের বিপ্লবী ওয়াকার্স পার্টি, বাংলাদেশ মুসলিম লীগ, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট, জাতীয় গণতান্ত্রিক পার্টি, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, বাংলাদেশ কল্যাণ পার্টি, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন, প্রগতিশীল গণতান্ত্রিক দল, গণফ্রন্ট, জমিয়তে উলামায়ে ইসলাম, এনপিপি, বাংলাদেশ মুসলিম লীগ, জাকের পার্টি। 
আগ্রহের বিষয়ে জানতে চাইলে ডাক না পাওয়া দল কল্যাণ পার্টির মহাসচিব এম এম আমিনুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এটি রাষ্ট্রপতির এখতিয়ার। অন্য দলগুলোর ক্ষেত্রে যেভাবে হয়েছে, সেটি হলেই ভালো।’

 আরও পড়ুন: সব দলের সহযোগিতায় শক্তিশালী ইসি গঠনে রাষ্ট্রপতির আশা প্রকাশ
এসটিএস/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মোস্তাফিজের শেষ ম্যাচে চেন্নাইয়ের হার
মোস্তাফিজের শেষ ম্যাচে চেন্নাইয়ের হার
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
বঙ্গবন্ধু শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা করেছেন: এমপি কাজী নাবিল
বঙ্গবন্ধু শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা করেছেন: এমপি কাজী নাবিল
ত্যাগের মহিমায় স্বামী বিবেকানন্দ মানবসেবা করে গেছেন: মেয়র তাপস
ত্যাগের মহিমায় স্বামী বিবেকানন্দ মানবসেবা করে গেছেন: মেয়র তাপস
সর্বাধিক পঠিত
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
‘মানুষের কত ফ্রেন্ড, কাউকে পাশে পাইলে আমার এমন মৃত্যু হইতো না’
‘মানুষের কত ফ্রেন্ড, কাউকে পাশে পাইলে আমার এমন মৃত্যু হইতো না’
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা