X
শুক্রবার, ১৭ মে ২০২৪
৩ জ্যৈষ্ঠ ১৪৩১

ইসি গঠনে ২৭ খাম, ২৫ নাম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ জানুয়ারি ২০১৭, ১৬:০৫আপডেট : ৩১ জানুয়ারি ২০১৭, ১৮:২৭

নির্বাচন কমিশন নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটির কাছে খাম জমা দিয়েছে আওয়ামী লীগ ও বিএনপিসহ ২৭টি রাজনৈতিক দল। এর মধ্যে নামের তালিকা দিয়েছে ২৫টি দল। মঙ্গলবার মন্ত্রিপরিষদ সচিবালয়ের অতিরিক্ত সচিব আব্দুল ওয়াদুদের কাছে এ তালিকা জমা দেয় দলগুলো।

মঙ্গলবার বিকেল তিনটা পর্যন্ত এ তালিকা জমা দেওয়ার সময়সীমা বেঁধে দেওয়া ছিল। সময় শেষে অতিরিক্ত সচিব আব্দুল ওয়াদুদ সাংবাদিকদের বলেন, ‘রাষ্ট্রপতি মোট ৩১টি রাজনৈতিক দলের সঙ্গে সাক্ষৎ করেন। পরে রাষ্ট্রপতির গঠন করা সার্চ কমিটি ওই ৩১টি দলের কাছে নির্বাচন কমিশন গঠনে নামের তালিকা চেয়ে চিঠি দেয়। বেঁধে দেওয়া সময়ের মধ্যে ২৭টি দল সচিবালয়ে এসে নামের তালিকা জমা দিয়েছে। আমরা এগুলো সার্চ কমিটির কাছে পৌঁছে দেব।’

তিনি আরও বলেন, ‘ইসলামী আন্দোলন বাংলাদেশ, বিকল্পধারা বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিশ এবং গণফোরাম নির্বাচন কমিশন গঠনে কোনও নামের তালিকা জমা দেয়নি।’

আওয়ামী লীগের পক্ষ থেকে বেলা পৌনে ১টার দিকে দলের দফতর সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ সচিবালয়ে উপস্থিত এ নামের তালিকা জমা দেন। পরে বের হওয়ার সময় তিনি সাংবাদিকদের জানান, ‘গতকাল রাতে আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির বৈঠকে সবার কাছে নাম চাওয়া হয়। সেখানে যাদের নাম বেশি মানুষের কাছ থেকে প্রস্তাব করা হয়েছ তাদের মধ্য থেকে ৫ জনের নাম আজ জাম দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশে ও দলের সাধারণ সম্পাদকের ব্যবস্থানায় এ নাম জমা দেওয়া হলো।’

নাম প্রস্তাবের ক্ষেত্রে আপনারা কোন যোগ্যতা বিবেচনা করেছেন? প্রশ্নের জবাবে গোলাপ জানান, ‘আমরা তাদের ব্যাকগ্রাউন্ড দেখেছি, তাদের কর্মজীবনের স্বচ্ছতা দেখেছি এবং মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ ব্যক্তিদের নাম প্রস্তাব করা হয়েছে।’

কোনও নারী সদস্যের নাম প্রস্তাব করেছেন কিনা? জানতে চাইলে তিনি জানান, ‘দলের বৈঠকে অনেকে নারীর নাম প্রস্তাব করেছিলেন। তবে চূড়ান্ত তালিকায় কোনও নারীর নাম রাখা হয়েছে কিনা তা আমি জানি না।’

অন্যদিকে, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী  ও চেয়ারপারসনের একান্ত সচিব আবদুস সাত্তার বেলা সোয়া ১২টার দিকে ৫ সদস্যের একটি নামের তালিকা জমা দেন।

নামের তালিকা জমা দিয়ে বের হয়ে রুহুল কবীর রিজভী সাংবাদিকদের জানান, ‘আমি একটি মুখবন্ধ খাম মন্ত্রিপরিষদের অতিরিক্ত সচিবের হাতে জমা দিয়েছি।’

তিনি আরও বলেন, ‘দলের চেয়ারপারসন খালেদা জিয়া রাষ্ট্রপতির কাছে যে ১৩ দফা দাবি জমা দিয়েছিলেন তার আলোকেই আমরা নাম প্রস্তাব করেছি। এ সময় তিনি তালিকায় থাকা কারও নাম বলেননি।’

রিজভী বলেন, ‘গণতন্ত্র টিকিয়ে রাখার স্বার্থে আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাবো।’

/এসআই/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কেউ হতাশ হবেন না: প্রধানমন্ত্রী
কেউ হতাশ হবেন না: প্রধানমন্ত্রী
বিশ্বকাপ ফিরছে ব্রাজিলে
বিশ্বকাপ ফিরছে ব্রাজিলে
৮১তম জন্মদিনে একক বক্তৃতা দেবেন মেনন
৮১তম জন্মদিনে একক বক্তৃতা দেবেন মেনন
শরীফার গল্প ফেরাতে প্রতিবাদ করবে উদীচী
শরীফার গল্প ফেরাতে প্রতিবাদ করবে উদীচী
সর্বাধিক পঠিত
সিলেটে বছরের সর্বোচ্চ তাপমাত্রা
সিলেটে বছরের সর্বোচ্চ তাপমাত্রা
জাহাজে ওঠার পর কোরআনের সুরা শুনিয়ে দস্যুদের নিবৃত্ত করা হয়
জাহাজে ওঠার পর কোরআনের সুরা শুনিয়ে দস্যুদের নিবৃত্ত করা হয়
এমপিও আবেদন সরাসরি অধিদফতরে পাঠানো যাবে না
এমপিও আবেদন সরাসরি অধিদফতরে পাঠানো যাবে না
ভুয়া মুক্তিযোদ্ধা সনদধারীদের বিরুদ্ধে আসতে পারে আইনি ব্যবস্থা
ভুয়া মুক্তিযোদ্ধা সনদধারীদের বিরুদ্ধে আসতে পারে আইনি ব্যবস্থা
শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি বিতর্ক
শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি বিতর্ক