X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৭ বৈশাখ ১৪৩১

সীমান্ত গেট খুলে দিয়েছে মিয়ানমার

কক্সবাজার প্রতিনিধি
১৮ ফেব্রুয়ারি ২০১৭, ২৩:০০আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০১৭, ২৩:০৪

টেকনাফের একটি অনিবন্ধিত শিবিরে আশ্রয় নেওয়া রোহিঙ্গারা বাংলাদেশ সীমান্ত সংলগ্ন উত্তরাঞ্চলের রাখাইন প্রদেশের একটি সীমান্ত গেট (এক নম্বর দরজা) খুলে দিয়েছে মিয়ানমার সরকার। বিষয়টি অনানুষ্ঠানিকভাবে বাংলাদেশ সরকারকে মিয়ানমার জানিয়েছে বলে বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র।

গত বছরের ৯ অক্টোবর প্রথমে বাংলাদেশ ও পরে মিয়ানমার অনানুষ্ঠানিকভাবেই সীমান্ত বন্ধ করে দিয়েছিল। তবে মিয়ানমার সীমান্ত খুলে দিলেও বাংলাদেশ এ বিষয়ে এখনও সিদ্ধান্ত নেয়নি বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই সূত্র।

এদিকে সীমান্ত দরজা খুলে দেওয়ায় মিয়ানমার থেকে অনেকে বাংলাদেশে ঢোকার চেষ্টা করছে। গত ১৬ ফেব্রুয়ারি দুপুর ১২টার দিকে নদীপথে একটি যাত্রীবোঝাই ট্রলার বাংলাদেশের টেকনাফে ঢোকার চেষ্টা করলে ট্রলারটিকে আটকে দেয় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ট্রলারের যাত্রীদের কাছেই বিজিবি প্রথম জানতে পারে, বাংলাদেশে প্রবেশের সীমান্ত খুলে দিয়েছে মিয়ানমার। কিন্তু বাংলাদেশ থেকে এ বিষয়ে সবুজ সংকেত না থাকায় তাদের ফেরত পাঠিয়েছে বিজিবি।

টেকনাফ ২ নম্বর বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবু জার আল জাহিদ শনিবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বাংলা ট্রিবিউনকে এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি আরও জানান, বাংলাদেশে অনুপ্রবেশের সম্ভাব্য সব পথে নজরদারি জোরদার করা হয়েছে।

গত বছরের ৯ অক্টোবর বাংলাদেশ সীমান্তের কাছে মিয়ানমারের একটি নিরাপত্তা চৌকিতে হামলায় ৯ পুলিশ কর্মকর্তা নিহত হওয়ার পর অভিযান শুরু করে দেশটির সেনাবাহিনী। ওই দিনই সীমান্ত দরজা বন্ধ করে দেয় দুই দেশ। এ ঘটনার প্রেক্ষিতে হাজার হাজার রোহিঙ্গা পালিয়ে এসে আশ্রয় নিয়েছে বাংলাদেশে।

আরও পড়ুন-

রোহিঙ্গা পুনর্বাসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

/এসএসজেড/জেএইচ/এএআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে মরে যাচ্ছে শাকসবজি গাছ, উৎপাদন নিয়ে শঙ্কা চাষিদের
গরমে মরে যাচ্ছে শাকসবজি গাছ, উৎপাদন নিয়ে শঙ্কা চাষিদের
টিভিতে আজকের খেলা (৩০ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (৩০ এপ্রিল, ২০২৪)
রাজশাহীতে গরমে নাকাল প্রাণিকুল, মারা যাচ্ছে পাখি
রাজশাহীতে গরমে নাকাল প্রাণিকুল, মারা যাচ্ছে পাখি
দুর্নীতির অভিযোগে ইসলামপুর পৌর মেয়র বরখাস্ত
দুর্নীতির অভিযোগে ইসলামপুর পৌর মেয়র বরখাস্ত
সর্বাধিক পঠিত
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়